পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ @ সন্ধে 7 টা

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

TOP NEWS @7 PM
টপ নিউজ @ সন্ধে 7 টা

By

Published : Nov 21, 2021, 7:19 PM IST

  1. IND-NZ match at Eden : কোভিডোত্তর ক্রিকেটের স্বর্গোদ্যান যেন মিলনমেলা

কোভিড মুক্ত জীবনের মিলনমেলা রবিবারের ইডেন। দু'বছর পরে ইডেনে আর্ন্তজাতিক ক্রিকেট ম্যাচ।

2.Saayoni Ghosh Arrested at Agartala : আগরতলায় গ্রেফতার সায়নী ঘোষ

আগরতলায় গ্রেফতার তৃণমূলের নেত্রী তথা অভিনেত্রী সায়নী ঘোষ (Saayoni Ghosh) ৷

3. Sukanta Majumder on Soumitra Khan : বিতর্কিত অডিয়ো ক্লিপকাণ্ডে সৌমিত্রকে ক্লিনচিট সুকান্তর

ভাইরাল হওয়া অডিয়ো ক্লিপকাণ্ডে সৌমিত্র খাঁ’কে ক্লিনচিট দিল রাজ্য বিজেপি ৷ দলের সভাপতি সুকান্ত মজুমদার এদিন জানান, সৌমিত্র খাঁ’র সঙ্গে তাঁর কথা হয়েছে ৷

4. Rajasthan Cabinet Reshuffled: রাজস্থানে গেহলত মন্ত্রিসভার ঠাঁই শচিন পাইলট ঘনিষ্ঠ 5 বিধায়কের

রাজভবনে মোট 15 জন মন্ত্রীকে শপথবাক্য পাঠ করান রাজস্থানের রাজ্যপাল কলরাজ মিশ্র ৷

5.Tripura TMC: পৌরনির্বাচনের আগে তপ্ত ত্রিপুরা, থানায় আক্রান্ত তৃণমূল

পৌরসভা নির্বাচনের আগে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের (Tripura TMC) উপস্থিতিকে ঘিরে ফের উত্তেজনা ছড়াল ত্রিপুরায় ৷ আগরতলায় সায়নী ঘোষকে (Saayoni Ghosh) থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করার অভিযোগ উঠল ৷

6. Bharati Ghosh as BJP national spokesperson : বিজেপির জাতীয় মুখপাত্র হলেন ভারতী ঘোষ

ভারতী ঘোষকে জাতীয় মুখপাত্র করল বিজেপি (Bharati Ghosh appointed as BJP's national spokesperson) ৷ রবিবার বিজেপির তরফে এই ঘোষণা করা হয়েছে৷

7. Dilip Ghosh on Tripura : ত্রিপুরায় তৃণমূলকে কেউ চেনেই না, তাহলে হামলা হবে কেন, প্রশ্ন দিলীপের

পৌরভোটের আগে ত্রিপুরায় বারবার আক্রান্ত হচ্ছে তারা ৷ দাবি তৃণমূল কংগ্রেসের ৷ এই প্রসঙ্গে দিলীপ ঘোষের বক্তব্য হল, ‘‘ত্রিপুরায় তৃণমূলকে কেউ চেনেই না ৷

8. Sachin Pilot on Rajasthan Congress : রাজস্থান কংগ্রেসে কোনও দ্বন্দ্ব নেই, দাবি শচীন পাইলটের

রাজস্থানে আজ অশোক গেহলটের মন্ত্রিসভায় রদবদল (Rajasthan Cabinet Reshuffle) ৷ তার আগে ওই রাজ্যের কংগ্রেস নেতা শচীন পাইলট জানিয়েছেন, সেখানে কংগ্রেসের মধ্যে কোনও দ্বন্দ্ব নেই ৷

9. Abhishek Banerjee on Biplab Deb: বিপ্লব দেব এতই নির্লজ্জ যে সুপ্রিম কোর্টের নির্দেশও মানছেন না: অভিষেক

বিপ্লব দেব (Biplab Deb) এতই নির্লজ্জ যে সুপ্রিম কোর্টের নির্দেশও মানছেন না ৷ আগরতলার থানায় তৃণমূল কর্মী (TMC Workers Attacked) সমর্থকদের আক্রান্ত হওয়ার ঘটনায় টুইটে একথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)৷

10. Jeremy Solozano stretchered off : অভিষেকেই দুর্ঘটনা, মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়লেন ক্য়ারিবিয়ান ক্রিকেটার

স্ট্রেচারে মাঠ ছাড়ার আগে মেডিক্য়াল টিমের তত্ত্বাবধানে মাঠেই প্রাথমিক চিকিৎসা চলে জেরেমির ৷ আশার কথা এই যে, স্ট্রেচারে মাঠ ছাড়ার সময় জেরেমি সজ্ঞানে ছিলেন এবং মেডিক্য়াল টিমের প্রশ্নে সাড়া দিচ্ছিলেন বলে জানা গিয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details