পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ @ সন্ধে 7 টা - top 7

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

TOP NEWS @7 PM
টপ নিউজ @ সন্ধে 7 টা

By

Published : Nov 12, 2021, 7:04 PM IST

  1. Kolkata Book Fair:31 জানুয়ারি শুরু হচ্ছে বইমেলা, স্বাদ মিলবে ডিজিটালেও

করোনা আবহে একবছরের বিরতির পর এবছর ফের হতে চলেছে আন্তর্জাতিক কলকাতা বইমেলা (45th International Kolkata Book Fair)। 31 জানুয়ারি থেকে শুরু হয়ে মেলা চলবে 13 ফেব্রুয়ারি পর্যন্ত ।

2. Padmashri kamali soren : খালি পায়েই মালদায় ফিরলেন পদ্মশ্রী কমলি সোরেন

রাষ্ট্রপতি ভবনে খালি পায়ে হেঁটে গিয়ে রামনাথ কোবিন্দের হাত থেকে পদ্মশ্রী (Padma Shri) পুরস্কার গ্রহণ করেছিলেন গুরু মা কমলি সোরেন (Guru Maa Kamali Soren ) ৷

3.Suicide: হাতের তালুতে সুইসাইড নোট লিখে আত্মঘাতী অন্তঃসত্ত্বা গৃহবধূ

মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁর স্বামী এবং শাশুড়িকে আটক করেছে ৷ বছর দুয়েক আগে তাঁর সঙ্গে বিয়ে হয় টালিগঞ্জ নিবাসী সঞ্জয় চন্দর।

4. Smugglers Killed in BSF Firing : সিতাইয়ে বিএসএফের গুলিতে মৃত 3 গরুপাচারকারী

শুক্রবার ভোররাতে কোচবিহার জেলার চামটা গ্রাম পঞ্চায়েতের ভাণ্ডারী এলাকায় বিএসএফের গুলিতে মৃত্যু হয় 3 জনের । এরা বাংলাদেশে গরুপাচার করছিল বলে অভিযোগ ৷

5.Topsia Fire : দমকলের পাঁচটি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে তপসিয়ার ঝুপড়ির আগুন

এলাকাটি অত্যন্ত ঘিঞ্জি হওয়ায় দ্রুত সংলগ্ন ঝুপড়িগুলিতে আগুন গ্রাস করে নেয়। শুক্রবার বেলা 1টা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনায় তপসিয়ার 24 নম্বর বাসস্ট্যান্ডের কাছে ওই ঝুপড়ির একাংশ পুড়ে কার্যত ছাই হয়ে গিয়েছে ৷

6. Anubarata Mondal : বোলপুরে মেডিক্যাল কলেজ, খুশি অনুব্রত

"কেন্দ্র-রাজ্যের সহযোগিতায় মেডিক্যাল কলেজ হওয়ায় খুব উপকৃত হল বোলপুরের মানুষ", এমনটাই মত তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ৷

7. Dilip Ghosh : প্রধানমন্ত্রী যা বলেন, করে দেখান, আর দিদিমণি শুধু ঢপ দেন : দিলীপ ঘোষ

পেট্রপণ্যের উপর থেকে ভ্যাট কমানোর দাবিতে বিজেপির বিক্ষোভ ৷ বর্ধমানের কার্জন গেটের কাছে আয়োজিত এই কর্মসূচিতে হাজির ছিলেন দিলীপ ঘোষ ৷

8. Rahul Gandhi : মিস্টার 56 ভয় পেয়েছেন, চিন ইস্যুতে মোদিকে আক্রমণ রাহুলের

গত বছরের মাঝামাঝি সময় থেকে চিনের সঙ্গে ভারতের সীমান্ত বিবাদ ফের শুরু হয়েছে ৷ এই নিয়ে এর আগে বহুবার রাহুল আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ভারত সরকারকে ৷

9. Gourab Devlina : একটি বাঙালি এলিয়েন-এর গল্প শোনাবে গৌরব ও দেবলীনা, মুক্তি পেল টিজার

দেবলীনা কুমার (Devlina Kumar) ও গৌরব চট্টোপাধ্যায়কে (Gourab Chatterjee) অনস্ক্রিন জুটি হিসেবে দেখা যাবে 'একটি বাঙালি এলিয়েন-এর গল্প'-এ ।

10. Khanakul TMC Inner Clash : খানাকুলে আক্রান্ত তৃণমূল নেতা, কাঠগড়ায় দলেরই অন্য গোষ্ঠী

খানাকুলে আক্রান্ত তৃণমূলের পঞ্চায়েত সদস্য ৷ কাঠগড়়ায় দলেরই অপর গোষ্ঠী ৷ ঘটনা ঘিরে উত্তপ্ত হুগলির খানাকুল-1 ব্লকের 1 নম্বর পোল এলাকা ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details