পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ সন্ধে 7 টা - TOP NEWS @ 7 PM

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

TOP NEWS @ 7 PM
টপ নিউজ় @ সন্ধে 7 টা

By

Published : Oct 25, 2021, 7:13 PM IST

1.উত্তরপ্রদেশ কংগ্রেসে ভাঙন, দুই হেভিওয়েট নেতা যোগ দিলেন তৃণমূলে

উত্তরপ্রদেশ কংগ্রেসের দুই নেতা রাজেশপতি ত্রিপাঠি ও ললিতেশপতি ত্রিপাঠি সোমবার শিলিগুড়িতে যোগ দিলেন তৃণমূলে ৷ মমতা ও অভিষেকের উপস্থিতিতে তাঁরা আজ তৃণমূলে যোগ দেন ৷

2.বিএসএফের ক্ষমতার পরিসর বৃদ্ধি নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

প্রশাসনিক বৈঠকে বিএসএফের ক্ষমতা বাড়ানো নিয়ে আবারও প্রতিবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সীমান্ত থেকে 50 কিলোমিটার ভিতরে বিএসএফের ক্ষমতা বাড়ানোর সমালোচনা করেন তিনি ৷

3.হিন্দুদের কষ্ট ভাঙিয়ে রাজনীতি করতে চায় বিজেপি, অভিষেকের নিশানায় শুভেন্দু

সম্প্রতি বাংলাদেশের হিংসা নিয়ে বঙ্গে সরব হয়েছে বিজেপি ৷ বিভিন্ন জায়গায় মিছিল-বিক্ষোভ করেছে তারা ৷ বহু কর্মসূচিতে সামিল হয়েছেন শুভেন্দু অধিকারী ৷ এর মাধ্যমে বিজেপি রাজনীতি করছে বলে সোমবার অভিযোগ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

4.মাদক মামলায় আর্থিক লেনদেন ? সাক্ষীর অভিযোগে তদন্ত শুরু এনসিবির

মাদক মামলায় আর্থিক লেনদেনের অভিযোগ তুলেছেন মামলার অন্যতম সাক্ষী প্রভাকর সইল ৷ তাঁর অভিযোগের সত্যাসত্য খতিয়ে দেখতে আলাদা করে তদন্ত শুরু করল এনসিবি ৷

5.হাইকোর্টের নির্দেশে 29 অক্টোবর আর জি করে আন্দোলনকারী-স্বাস্থ্যসচিব বৈঠক

আদালতের অনুরোধ সত্ত্বেও অনশন প্রত্যাহার করতে রাজি হলেন না আর জি কর মেডিক্যালের পড়ুয়ারা ৷ তাঁদের দাবি মেনে আগামী 29 অক্টোবর রাজ্যের স্বাস্থ্যসচিবকে আন্দোলনকারীদের সঙ্গে দেখা করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ বলা হয়েছে, ছাত্রছাত্রীদের তরফে ছ’জনের একটি প্রতিনিধিদল স্বাস্থ্যসচিবের সঙ্গে দেখা করে তাঁদের দাবিদাওয়া জানাবে ৷

6.বিজেপি ভাইরাসের ভ্যাকসিনের নাম মমতা, দিনহাটায় দাবি অভিষেকের

আগামী 30 অক্টোবর কোচবিহারের দিনহাটা আসনে উপ-নির্বাচন ৷ সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী উদয়ন গুহ ৷ তাঁর সমর্থনে প্রচারে গিয়ে বিজেপিকে আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

7.লড়াই শুরু আসল ও নব্য প্রজন্মের ঠগ জুটির

মুক্তি পেল বান্টি অউর বাবলি 2-এর ট্রেলার (Bunty Aur Babli 2 trailer) ৷ 2005 সালের ব্লকবাস্টারের সিক্যুয়েলে থাকছেন রানি মুখোপাধ্যায় (Rani Mukerji) ও সইফ আলি খান (Saif Ali Khan) ৷

8.'ভারত জয়ে'র পর সাজঘরে বাবরের পেপটক ভাইরাল

29 বছরের শাপমুক্তি ৷ বিশ্বকাপে ভারতকে প্রথমবার হারিয়ে যেন হাওয়ায় ভাসছেন পাক ক্রিকেটাররা ৷ যা পারেনি ইমরান, আক্রম, ইনজামামের দল, তাই করে দেখাল বাবর অ্যান্ড কোম্পানি ৷ জগদ্দল পাথরের মত চেপে থাকা একটি ট্র্যাক রেকর্ডকে ঘাড় থেকে নামিয়েও সাবধানী বাবর ৷

9.নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের নিয়ে 16 নভেম্বর থেকে স্কুল খোলার প্রস্তুতি

রাজ্যে স্কুল খুললেও চিকিৎসকদের বার্তা, কোভিড স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানা হচ্ছে কিনা সেই বিষয়ে নিয়মিত মনিটরিং বা পর্যবেক্ষণ চালাতে হবে। শিক্ষক-শিক্ষিকা ও অন্য কর্মীদের টিকার দু‘টি ডোজ দেওয়া আছে কি না তা নিশ্চিত করতে হবে। যদি কোনও পড়ুয়ার জ্বর বা সর্দি-কাশি হয় তাহলে তাকে নিকটবর্তী কোনও কোভিড কেন্দ্রে নিয়ে গিয়ে পরীক্ষা করাতে হবে এবং তাকে স্কুলে আসা থেকে বিরত রাখতে হবে ৷

10.উন্নয়ন দেখেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার ঢল, দাবি শান্তিরামের

পুরুলিয়ার রঘুনাথপুরের বিজেপি বিধায়ক বিবেকানন্দ বাউরি মন্তব্য করেছেন যে তৃণমূল কংগ্রেস শুধুমাত্র মদের উন্নয়ন বোঝে ৷ মানুষের উন্নয়নের কথা একমাত্র বিজেপি বোঝে ! তাঁর এই মন্তব্য সরগরম জেলার রাজনীতি ! এই বিষয়ে আজ একটি ফুটবল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিতে এসে জেলার বর্ষীয়ান তৃণমূল নেতা তথা তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শান্তিরাম মাহাতো বলেন, ‘‘যাঁরা উন্নয়ন দেখতে পাচ্ছেন না, তাঁরা অন্য চশমা পরে বিষয়টি দেখছেন ৷ তাই দেখতে পাচ্ছেন না ৷ যদি উন্নয়ন না হত, তাহলে এত মানুষ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতেন না ৷ এটা দেখে ওদের অন্তত বোঝা উচিত ৷’’ যদিও এই বিষয়ে জানতে চেয়ে বিজেপি বিধায়কের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁকে ফোনে পাওয়া যায়নি ৷

ABOUT THE AUTHOR

...view details