পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ সন্ধে 7 টা - TOP NEWS @ 7 PM

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

টপ নিউজ় @ সন্ধে 7 টা
টপ নিউজ় @ সন্ধে 7 টা

By

Published : Oct 23, 2021, 7:04 PM IST

1.COVID-19 : কলকাতা ও পৌর এলাকায় প্রায় 450 ছুঁল দৈনিক সংক্রমণ

উৎসবের পর এবার ফের বাড়তে শুরু করেছে করোনার সংক্রমণ ৷ একই অবস্থা শহর কলকাতারও ৷ কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation- KMC) তথ্য অনুযায়ী, গত 24 ঘণ্টায় শুধু শহরেই করোনায় আক্রান্ত হয়েছেন 318 জন ।

2. Dinhata Bye Election : দিনহাটার উপ-নির্বাচনে জয় নিয়ে বাকযুদ্ধ সায়নী-নিশীথের

যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষের দাবি তৃণমূল একতরফা ভাবে জিতবে ৷ অন্যদিকে কোচবিহারের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের দাবি, বিজেপিকে জিতিয়ে মানুষ জবাব দেবে ৷

3. Abhishek Banerjee : গোসাবা থেকে গোয়া-ত্রিপুরা জয়ের হুঁশিয়ারি অভিষেকের

আগামী 30 অক্টোবর দক্ষিণ 24 পরগনার গোসাবা বিধানসভা আসনে উপনির্বাচন ৷ শনিবার সেখানে প্রচারে যান তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ তিনি ওই সভা থেকে গোসাবার তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডলকে সর্বোচ্চ ব্যবধানে জেতানোর আহ্বান জানান এলাকার মানুষের কাছে ৷ একই সঙ্গে তোপ দাগেন কংগ্রেস ও বিজেপির বিরুদ্ধে ৷ গোয়া ও ত্রিপুরায় বিজেপিকে হারানোর হুঁশিয়ারি দেন ৷ পাশাপাশি দাবি করেন যে তৃণমূলই একমাত্র বিজেপিকে হারাতে পারবে ৷ কংগ্রেস পারবে না ৷

4. Corona in Bengal : দৈনিক সংক্রমণ বেড়ে হাজার ছুঁইছুঁই, বাড়ছে উদ্বেগ

গত 24 ঘণ্টায় কলকাতায় মৃত্যু হয়েছে 4 জনের, উত্তর 24 পরগনায়ও মৃত 4 ৷ হুগলিতে মৃত্যু হয়েছে 1 জনের, দক্ষিণ চব্বিশ পরগনায় মৃত্যু হয়েছে 1 জনের৷ নদিয়ায় 2 জন মারা গিয়েছেন৷

5. Dilip Ghosh : সাংবাদিকের প্রতি শুভেন্দুর বিরূপ মন্তব্য ব্যক্তিগত, মত দিলীপের

সাংবাদিকদের প্রতি তাঁর ব্যক্তিগত কোনও ক্ষোভ নেই ৷ তবে কেউ যদি সাংবাদিকদের প্রসঙ্গে কোনও বিরূপ মন্তব্য করেন, তাহলে সেটা একেবারেই তাঁর নিজস্ব বিষয় ৷ শনিবার নদিয়ার শান্তিপুরে এসে একথা বলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ৷ উল্লেখ্য, শুক্রবার শান্তিপুরে কর্মিসভার পর ইটিভি ভারতের প্রতিনিধির প্রশ্নে মেজাজ হারান রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী ৷ ইটিভি ভারতের প্রতিনিধিকে ‘চটি চাটা চ্যানেল’ বলে কটাক্ষ করেন তিনি ৷ শনিবার শুভেন্দুর সেই মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে দিলীপ এই প্রতিক্রিয়া দেন ৷ পাশাপাশি, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানকারী বাবুল সুপ্রিয়কে ‘ব্যাঙ’ বলেও কটাক্ষ করেন তিনি ৷

6. Rayna Businessman Murder : রায়নার বাড়িতে বেড়াতে এসে খুন হাওড়ার ব্যবসায়ী

পূর্ব বর্ধমানের রায়নায়, গ্রামের বাড়িতে বেড়াতে এসে খুন হলেন হাওড়ার ব্যবসায়ী সব্যসাচী মণ্ডল ৷ নিহতের বাবার দাবি, সম্পত্তি নিয়ে বিবাদের জেরেই তাঁর ছেলেকে খুন করা হয়েছে ৷ ঘটনায় নিহতের গাড়ির চালক ও রাঁধুনিকে আটক করে জেরা করছে পুলিশ ৷

7. Shalimar Rail Station : নভেম্বর থেকে হাওড়ার পরিবর্তে শালিমার থেকে চলবে 8 স্পেশাল ট্রেন

শালিমার এবং সাঁতরাগাছি স্টেশনকে ব্যবহার করে হাওড়া স্টেশনের ভার লাঘবের এই প্রচেষ্টা বহু দিন আগেই শুরু হয়েছিল ৷ তার জন্য কোটি কোটি টাকা ঢেলে সাজানো হয়েছিল দক্ষিণ পূর্ব রেলের প্রান্তিক দুই স্টেশনকেই ৷ যদিও সেই নিয়ে আপত্তিও উঠছে বিস্তর ৷

8. ISKCON Protest : বাংলাদেশে হিংসার প্রতিবাদে ভারতের বিভিন্ন রাজ্যে কীর্তন ইসকনের

ভারতজুড়ে বাংলাদেশে হিংসার প্রতিবাদ জানালেন ইসকনের সদস্য ও ভক্তরা ৷ কলকাতা, আহমেদাবাদ-সহ বিভিন্ন জায়গায় রাস্তায় নেমে কীর্তন গাইলেন তাঁরা ৷

9. T20 World Cup : অজি বোলারদের দাপটে বিশ্বকাপে দ্বিতীয় সর্বনিম্ন স্কোর প্রোটিয়াদের

বিশ্বকাপের প্রথম ম্যাচে প্রোটিয়াবাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে নামার আগে ভারতের বিরুদ্ধে ওয়ার্ম-আপ ম্যাচে নাস্তানাবুদ হয়েছিল অস্ট্রেলিয়া ৷ কিন্তু দক্ষিণ আফ্রিকা ব্যাটারদের অল্প রানে বেঁধে রেখে বিশ্বকাপে দারুণ শুরু করলেন অজিবিগ্রেড ৷

10. Oscars 2022 : মায়ের কোলে আশ্রয় খোঁজা ছোট্ট ছেলের গল্প, অস্কারমুখী তামিল ছবি ‘কুড়াঙ্গল’

তামিল শব্দ ‘কুড়াঙ্গল’-এর অর্থ নুড়িপাথর ৷ নেশাসক্ত এবং হিংস্র বাবার হাত থেকে নিস্তার পেতে মায়ের খোঁজে বেরিয়ে পড়া এক বালকের গল্প দেখানো হয়েছে ছবিতে ৷ এ বছর 4 ফেব্রুয়ারি মুক্তি পায় ছবিটি ৷ ইতিমধ্যেই একাধিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছে সেটি ৷

ABOUT THE AUTHOR

...view details