পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ সন্ধে 7 টা

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

টপ নিউজ় @ সন্ধে 7 টা
টপ নিউজ় @ সন্ধে 7 টা

By

Published : May 21, 2021, 7:14 PM IST

1.নারদ মামলায় সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল মদন মিত্রের আইনজীবীর

নারদ মামলায় ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর হয়নি ৷ তবে, তাঁদের গৃহবন্দি করে রাখার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট । তবে, রায়ের বিরুদ্ধে সিবিআই সুপ্রিম কোর্টে গেলে, সেখানে যাতে একতরফা নির্দেশ না দেওয়া হয় ৷ তার জন্য সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করেছেন মদন মিত্র ৷

2. বিধায়ক পদে ইস্তফা শোভনদেবের, ভবানীপুরে প্রার্থী হচ্ছেন মমতা

আজ আড়াইটে-তিনটে নাগাদ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে পদত্যাগপত্র জমা দেন শোভনদেব চট্টোপাধ্যায় ৷ সঙ্গে ছিলেন পার্থ চট্টোপাধ্যায় ৷ lতাঁর বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার পর স্পষ্ট হয়ে যায় যে ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

3.শোভন-বৈশাখী মিমে ঝড় বইছে সমাজের ভার্চুয়াল দেওয়ালে

নারদ কাণ্ডে ফের তৎপর সিবিআই ৷ জালে শোভন চট্টোপাধ্য়ায়-সহ চার হেভিওয়েট ৷ আবার নেট মাধ্যমে ঝড় শোভন-বৈশাখী মিমের ৷ সৃষ্টিশীলতা উজাড় করে প্রবল সক্রিয় রসিক বাঙালি !

4.কাটল না জট, 5 দিন ধরে রাজ্যজুড়ে নারদ-নারদ

পাঁচ দিন ধরে নারদ নারদ চলছে রাজ্যজুড়ে ৷ সিবিআই চার হেভিওয়েট নেতা-মন্ত্রীকে গ্রেফতার করার পর থেকে বদলে গিয়েছে রাজনীতির রং ৷ হাইকোর্টে রোজ চলছে জোর সওয়াল-জবাব ৷ তবে এখনও মামলার নিষ্পত্তি হয়নি ৷ জামিন নিয়ে বিচারপতিরা দ্বিমত পোষণ করায় আপাতত গৃহবন্দি চার হেভিওয়েট নেতা ৷ একনজরে দেখে নেব এই পাঁচ দিনের টানাপোড়েন ৷

5.শ্রমিক সংগঠনের রাশ হাতে আসার পরই শুরু হয় দলের একাংশের বিরুদ্ধাচরণ : বিশ্বনাথ পাড়িয়াল

পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি বিশ্বনাথ পাড়িয়াল । দুর্গাপুরের ভূমিপুত্র তিনি ৷ বিশ্বনাথ পাড়িয়াল তৃণমূল কংগ্রেসের জন্মের আগে কংগ্রেসে থাকাকালীন যে সমস্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, কোনও দিন তিনি পরাজিত হননি । কিন্তু একুশের নির্বাচন তাঁকে পরাজয় এনে দিয়েছে ৷ দুর্গাপুর পশ্চিম কেন্দ্র থেকে এবার তাঁকে পরাজিত হতে হয়েছে বিজেপি প্রার্থী লক্ষণ ঘড়ুইয়ের কাছে । তাহলে হঠাৎ এই ছন্দপতন কেন ? পরাজয়ের পর এই প্রথম জনসমক্ষে এলেন তিনি ৷ ইটিভি ভারতকে দিলেন একান্ত সাক্ষাৎকার ৷

6.ঘনীভূত হচ্ছে যশ, আজ সন্ধ্যার পরও ঝড়-বৃষ্টির পূর্বাভাস রাজ্যে

আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে । আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সন্ধ্যের পর কলকাতায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।

7.যশ মোকাবিলায় অপ্রয়োজনীয় কেবিলের তার সরিয়ে ফেলার নির্দেশ কলকাতা পৌর নিগমের

গতবছর আমফানে কেবলের তার জড়িয়ে উপড়ে পড়েছিল বহু ল্যাম্পপোস্ট । কেবিলের তার পেঁচিয়ে অনেক গাছ ভেঙে পড়েছিল । তার জড়িয়ে থাকার ফলে গাছ কেটে রাস্তা পরিষ্কার করতেও অনেক বেশি সময় লেগে গিয়েছিল কলকাতা পৌর নিগমের ।

8.জামিন নিয়ে দ্বিধাবিভক্ত বিচারপতিরা, 4 হেভিওয়েটকে গৃহবন্দি রাখার নির্দেশ

4 হেভিওয়েটের জামিন নিয়ে দ্বিধাবিভক্ত কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি । আপাতত নারদ কাণ্ডে ধৃত চার হেভিওয়েট নেতা ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়ের গৃহবন্দি রাখার নির্দেশ দিয়েছেন তাঁরা ।

9.জলে ভরা চোখ, কণ্ঠরুদ্ধ ; ভার্চুয়াল বৈঠকে কেন কেঁদে ফেললেন মোদি ?

বারাণসীর ডাক্তার ও ফ্রন্টলাইন কর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে কথা বলছিলেন ৷ হঠাত্ই কেঁদে ফেললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর গলা ধরে এল ৷

10.চ্যালেঞ্জ করে সাঁতরে পুকুর পারাপার করতে গিয়ে তলিয়ে গেলেন যুবক

বন্ধুদের সঙ্গে চ্যালেঞ্জ করে সাঁতরে পুকুর পারাপার করতে গিয়ে তলিয়ে গেলেন এক যুবক ৷ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আসানসোলের উষাগ্রাম এলাকায় । তলিয়ে যাওয়া যুবকের নাম অভিষেক করকাট্টা (22) । তাঁর বাড়ি স্থানীয় ভগত পাড়ায় । দুপুরে এই ঘটনার খবর পেয়ে আসে পুলিশ । এছাড়াও আসেন দুর্যোগ মোকাবিলা কেন্দ্রের ভলান্টিয়াররা । কিন্তু 5 ঘণ্টা ধরে চেষ্টা করেও এখনও উদ্ধার করা যায়নি অভিষেকের দেহ । অভিষেকের খোঁজে নামানো হয়েছে ডুবুরি ৷

ABOUT THE AUTHOR

...view details