1.নারদ মামলায় সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল মদন মিত্রের আইনজীবীর
নারদ মামলায় ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর হয়নি ৷ তবে, তাঁদের গৃহবন্দি করে রাখার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট । তবে, রায়ের বিরুদ্ধে সিবিআই সুপ্রিম কোর্টে গেলে, সেখানে যাতে একতরফা নির্দেশ না দেওয়া হয় ৷ তার জন্য সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করেছেন মদন মিত্র ৷
2. বিধায়ক পদে ইস্তফা শোভনদেবের, ভবানীপুরে প্রার্থী হচ্ছেন মমতা
আজ আড়াইটে-তিনটে নাগাদ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে পদত্যাগপত্র জমা দেন শোভনদেব চট্টোপাধ্যায় ৷ সঙ্গে ছিলেন পার্থ চট্টোপাধ্যায় ৷ lতাঁর বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার পর স্পষ্ট হয়ে যায় যে ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷
3.শোভন-বৈশাখী মিমে ঝড় বইছে সমাজের ভার্চুয়াল দেওয়ালে
নারদ কাণ্ডে ফের তৎপর সিবিআই ৷ জালে শোভন চট্টোপাধ্য়ায়-সহ চার হেভিওয়েট ৷ আবার নেট মাধ্যমে ঝড় শোভন-বৈশাখী মিমের ৷ সৃষ্টিশীলতা উজাড় করে প্রবল সক্রিয় রসিক বাঙালি !
4.কাটল না জট, 5 দিন ধরে রাজ্যজুড়ে নারদ-নারদ
পাঁচ দিন ধরে নারদ নারদ চলছে রাজ্যজুড়ে ৷ সিবিআই চার হেভিওয়েট নেতা-মন্ত্রীকে গ্রেফতার করার পর থেকে বদলে গিয়েছে রাজনীতির রং ৷ হাইকোর্টে রোজ চলছে জোর সওয়াল-জবাব ৷ তবে এখনও মামলার নিষ্পত্তি হয়নি ৷ জামিন নিয়ে বিচারপতিরা দ্বিমত পোষণ করায় আপাতত গৃহবন্দি চার হেভিওয়েট নেতা ৷ একনজরে দেখে নেব এই পাঁচ দিনের টানাপোড়েন ৷
5.শ্রমিক সংগঠনের রাশ হাতে আসার পরই শুরু হয় দলের একাংশের বিরুদ্ধাচরণ : বিশ্বনাথ পাড়িয়াল
পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি বিশ্বনাথ পাড়িয়াল । দুর্গাপুরের ভূমিপুত্র তিনি ৷ বিশ্বনাথ পাড়িয়াল তৃণমূল কংগ্রেসের জন্মের আগে কংগ্রেসে থাকাকালীন যে সমস্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, কোনও দিন তিনি পরাজিত হননি । কিন্তু একুশের নির্বাচন তাঁকে পরাজয় এনে দিয়েছে ৷ দুর্গাপুর পশ্চিম কেন্দ্র থেকে এবার তাঁকে পরাজিত হতে হয়েছে বিজেপি প্রার্থী লক্ষণ ঘড়ুইয়ের কাছে । তাহলে হঠাৎ এই ছন্দপতন কেন ? পরাজয়ের পর এই প্রথম জনসমক্ষে এলেন তিনি ৷ ইটিভি ভারতকে দিলেন একান্ত সাক্ষাৎকার ৷