পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ সন্ধে 7 টা

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

টপ নিউজ়
টপ নিউজ়

By

Published : Apr 27, 2021, 7:13 PM IST

1.বীরভূমে ভোটের আগে অনুব্রতকে নজরবন্দি করল নির্বাচন কমিশন

মঙ্গলবার নির্বাচন কমিশনের তরফে এই নির্দেশ দেওয়া হয়েছে ৷ নির্দেশে জানানো হয়েছে যে বীরভূমের নির্বাচন শুরু হওয়ার আগে থেকে শেষ হওয়া পর্যন্ত মোট 38 ঘণ্টা কমিশনের নজরে বন্দি হয়ে থাকতে হবে কেষ্ট মণ্ডলকে ৷ তাঁর সঙ্গে সর্বক্ষণ থাকবেন একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও কেন্দ্রীয় বাহিনী ৷

2.নীরব দর্শকের ভূমিকা পালন করব না, মন্তব্য সুপ্রিম কোর্টের

শীর্ষ আদালত জানিয়েছে, কিছু জাতীয় বিষয় রয়েছে ৷ যেগুলি সুপ্রিম কোর্টকেই সামলাতে হবে ৷ আর এই জাতীয় সংকটের সময় সুপ্রিম কোর্ট নীরব দর্শকের ভূমিকা পালন করতে পারে না ৷

3.অবশিষ্ট টিকা ফেরৎ 30 এপ্রিলের পরই, সরকারি নির্দেশিকায় বিপাকে বেসরকারি হাসপাতাল

আগামী 30 এপ্রিল পর্যন্ত টিকা দেওয়ার পর অবশিষ্ট টিকা সরকারকে ফেরৎ দিতে হবে বেসরকারি হাসপাতালগুলিকে ৷ এরপর তাদের টিকাকরণ চালাতে গেলে টিকা উৎপাদনকারীদের কাছ থেকে কিনে নিতে হবে । সেক্ষেত্রে তাদের এখনকার তুলনায় বেশি টাকায় টিকা কিনতে হবে ৷ পাশাপাশি সেই টিকা দেওয়ার জন্য় সিরিঞ্জের ব্যবস্থাও নিজেদেরই করতে হবে ৷ এই গোটা ব্যবস্থায় বেশ ঝক্কি পোহাতে হবে বেসরকারি সংস্থাগুলিকে ৷

4.ভোটের ডিউটি করেননি, দুই অধ্যাপকের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের সুপারিশ জেলা নির্বাচন দফতরের

ভোটের দায়িত্ব দেওয়া সত্বেও কেন তাঁরা সেই দায়িত্ব পালন করলেন না, তা জানতে জেলা নির্বাচন দফতর তাঁদের শোকজ করেছিল । অভিযুক্ত অধ্যাপক এবং সরকারি কর্মীদের শোকজের জবাবে সন্তুষ্ট না হওয়া গত 12 এপ্রিল অভিযুক্ত কর্মীদের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে নির্বাচন দফতর ।

5.কলকাতা হাইকোর্টের কার্যকরী প্রধান বিচারপতি হচ্ছেন বিচারপতি রাজেশ বিন্দাল

ভারত সরকার এক বিজ্ঞপ্তি প্রকাশ করে ৷ সেখানে জানানো হয়েছে সংবিধানের 223 নম্বর ধারা অনুযায়ী কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজেশ বিন্দালকে কলকাতা হাইকোর্টের কার্যকরী প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে ৷ রাষ্ট্রপতির নির্দেশেই তাঁকে ওই পদে বসানো হয়েছে ৷

6.শেষ দফাতে কমিশনকে করোনাবিধি কঠোরভাবে মানার নির্দেশ দিল হাইকোর্ট

মামলাকারীর তরফের আইনজীবী শমীক বাগচি বলেন," নির্বাচন সংক্রান্ত ব্যাপারে মাদ্রাজ হাইকোর্ট গতকাল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছে ৷ সেই বিষয়টি আমরা আদালতের কাছে তুলে ধরার চেষ্টা করেছিলাম । তাতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের বক্তব্য, প্রত্যেক রাজ্যের পরিবেশ পরিস্থিতি আলাদা ৷’’

7.বচনে বৃহস্পতি, কাজে অষ্টরম্ভা: তারকা প্রার্থীদের খোঁচা অনীক দত্তের

পরিচালক অনীক দত্তের নিশানায় তারকা প্রার্থীরা ৷ ফেসবুকের পাতায় তিনি বিঁধেছেন তারকা প্রার্থীদের ৷ কটাক্ষ করতে ছাড়েননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ৷

8.জাতীয় বিপর্যয় করোনা সংকটে রাজনৈতিক লড়াই অনুচিত, মন্তব্য সুপ্রিম কোর্টের

আদালত সূত্রে খবর, যে বেঞ্চে ওই মামলার শুনানি হয়, সেই বেঞ্চে রয়েছেন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ৷ তিনি শুনানি চলাকালীন মন্তব্য করেছেন, ‘‘এখন জাতীয় সংকট চলছে ৷ মানুষ মারা যাচ্ছে..... ৷ আমাদের স্থানীয় সম্প্রদায়কে আমাদের পাশে রাখতে হবে ৷’’

9.মরু শহরে আইপিএলে মুখোমুখি দুই দিল্লিওয়ালা

আমেদাবাদে আইপিএলের ম্য়াচে মুখোমুখি দিল্লি ক্যাপিটালস ও রয়্যাল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরু ৷ যে ম্য়াচ জিতলে বিজয়ী দল লিগ টেবিলে এক নম্বরে চলে যাবে ৷ ফলে এই ম্যাচ জিতে প্লে অফের আরও কাছে যেতে চাইবে দিল্লি এবং বেঙ্গালুরু দুই দলই ৷

10.করোনা পরিস্থিতি নিয়ে যোগীকে চিঠি প্রিয়াঙ্কার

উত্তর প্রদেশে করোনার পরীক্ষা কম হচ্ছে ও ওই রাজ্যে হাসপাতালগুলিতে করোনার চিকিৎসার জন্য বরাদ্দ বেডের সংখ্যাও কম বলে চিঠিতে অভিযোগ করেছেন তিনি ৷ তাই যোগী আদিত্যনাথ চিঠির মাধ্যমে 10টি পরামর্শ দিয়েছেন প্রিয়াঙ্কা ৷

ABOUT THE AUTHOR

...view details