1.হাওয়ায় সার্স-কোভ-2 সংক্রমণের 10টি প্রমাণ ল্যানসেটের বিশেষজ্ঞদের
মহামারি শুরুর সময় থেকে কোভিড-19 সংক্রমণে ড্রপলেট বা ফোমাইটকে দায়ী করেছে হু ৷ সেই অনুযায়ী মানুষকে সুরক্ষাবিধি মেনে চলতে নির্দেশ দিয়েছে তারা ৷ কিন্তু সম্প্রতি ল্যানসেট-এ প্রকাশিত গবেষণায় বিশেষজ্ঞেরা দাবি করেছেন যে, এই ভাইরাস ড্রপলেটে নয় বাতাসে ছড়াচ্ছে ৷ রইল তাঁদের প্রকাশিত 10টি প্রমাণের সংক্ষিপ্তরূপ ৷
2.ফের লকডাউনের ভ্রুকুটি, অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে বাড়ি ফিরছেন পরিযায়ী শ্রমিকরা
ফের লকডাউনের চোখরাঙানি ৷ দেশের একাধিক রাজ্যে ইতিমধ্যেই জারি হয়েছে রাত্রিকালীন কার্ফু ৷ এই অবস্থায় আতঙ্কে পালিয়ে আসছেন ভিনরাজ্যে কর্মরত শ্রমিকরা ৷ কাজ ছেড়ে চলে আসতে হচ্ছে তাঁদের ৷ বাড়ি ফিরে জীবিকা কী হবে, কীভাবে দিনাতিপাত হবে জানেন না ৷ তবে গত লকডাউনের আতঙ্ক পিছু ছাড়েনি তাঁদের ৷ আপাতত পালিয়ে আসছেন তাঁরা ৷ আশা, নিজের মাটিতে কিছু না কিছু ব্যবস্থা হয়েই যাবে !
3.ফের বেলাগাম মমতা-বাণী! এবার অভিমুখ বিজেপির ‘বজ্জাতরা’
ভোটের মুখে বারবার মেজাজ হারাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বিভিন্ন সময়ে বিজেপি নেতাদের আক্রমণ শানিয়েছেন তিনি ৷ কখনও হোদল কুতকুত বলেছেন, কখনও আবার অন্য কোনও বিশেষণে বিদ্ধ করেছেন ৷ আজ আরও একবার ৷ মমতার লাগামহীন বাক্যবাণের নিশানায় এবার বিজেপির ‘বজ্জাতরা’ ৷ পরে অবশ্য নিজের মন্তব্যের সাফাই দিয়ে বলেন, ‘‘বজ্জাত কোনও গালাগালি নয় ৷ বজ্জাত মানে বদমাশ ৷’’
4.এবার সুজাতা-সায়ন্তন, কমিশনের নিষেধাজ্ঞার কোপে ফের পদ্ম-ঘাসের নেতারা
সুজাতা মণ্ডল খাঁ ও সায়ন্তন বসুর প্রচারে নিষেধাজ্ঞা কমিশনের ৷ আজ রাত সাতটা থেকে ওই নির্দেশিকা কার্যকর হবে ৷
5.রমরমিয়ে বেচা-কেনা, বারুইপুর বাজারে উধাও করোনা বিধি
গোটা দেশ করোনা আতঙ্কে তটস্থ ৷ নতুন করে জারি হচ্ছে রাত্রিকালীন কার্ফু ৷ বঙ্গেও বাড়ছে করোনায় আক্রান্ত এবং মৃত্যুর হার ৷ গত 24 ঘণ্টায় দক্ষিণ 24 পরগনায় করোনা আক্রান্তের সংখ্যা প্রায় 491 জন ৷ রবিবার তার মধ্যেই জেলার বারুইপুর বাজারে দেখা গেল উল্টো ছবি ৷ রবিবারের বাজারে ভিড়ের ঠেলায় তিল ধারণের জায়গা নেই ৷ দূরত্ব বিধি মানা তো দূরের কথা, বেশিরভাগ ক্রেতার মুখেই মাস্কটুকুও নেই ৷ প্রশাসনিক নির্দেশিকার পরও মানা হচ্ছে না নিয়ম ৷ মাস্ক-স্যানিটাইজারের কথা বললে ভেসে আসছে বাঁকা উত্তর ।