পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ সন্ধ্যা 7 টা

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধূলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

সন্ধ্যা 7 টা
সন্ধ্যা 7 টা

By

Published : Mar 15, 2021, 7:09 PM IST

1.নন্দীগ্রামে মমতার প্রার্থীপদ বাতিলের দাবিতে কমিশনে শুভেন্দু

হলফনামায় তথ্য গোপন করেছেন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাই তাঁর প্রার্থীপদ বাতিল করতে হবে ৷ এই দাবিতে কমিশনকে চিঠি দিলেন ওই কেন্দ্রে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী ৷

2.বলরামপুরে মমতার সভায় ফের হাওয়া বদলের গন্ধ ?

ভোটের প্রচারে পুরুলিয়ায় জোড়া সভা করলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ বলরামপুরের সভায় উপচে পড়ল ভিড় ৷ ওয়াকিবহাল মহলের মতে, পুরুলিয়াবাসী যে ফের বিজেপি ছেড়ে তৃণমূলের দিকে ঝুঁকছে এদিনের সভার উপচে পড়া ভিড়ই তার প্রমাণ ৷

3.পাঁচলার প্রার্থী পছন্দ নয়, হেস্টিংসে বিক্ষোভ বিজেপি কর্মীদের

বিজেপির হেস্টিংস অফিসে বিক্ষোভে ফেটে পড়লেন হাওড়ার পাঁচলা এলাকার কর্মী-সমর্থকরা ৷ তাঁদের একটাই দাবি, অবিলম্বে ওই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থীকে সরাতে হবে !

4.ডবল ইঞ্জিন সরকার বাংলার চিত্র বদলে দেবে, একান্ত সাক্ষাৎকারে নীতিন গড়করি

বিধানসভা ভোটের প্রাক্কালে বারবার বাংলায় আসছেন বিজেপির কেন্দ্রীয় নেতা মন্ত্রীরা ৷ আজ রাজ্যে এসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি ৷ ইটিভি ভারতের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে আসন্ন নির্বাচন নিয়ে নানা প্রশ্নের উত্তর দিলেন তিনি ৷ বললেন, "ডবল ইঞ্জিন সরকার বাংলার চিত্রটাই বদলে দেবে ৷"

5.ভোট আবহে শিলিগুড়ি থেকে 80 লক্ষ টাকা সহ গ্রেফতার ব্যক্তি

ভোটের মুখে শিলিগুড়ি থেকে 80 লক্ষ টাকা সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল শিলিগুড়ি থানার পুলিশ ৷ বিহারের বেগুসরাই থেকে মাটিগাড়া হয়ে শিলিগুড়িতে ঢোকে ওই ব্যক্তি ৷ ঘটনায় আয়কর বিভাগ গ্রেফতার হওয়া ব্যক্তিকে নিজেদের হেফাজতে নিয়েছে ৷

6.অভিমান ভুলে দলীয় কর্মীদের লড়াইয়ে শামিল হওয়ার বার্তা মমতার

বাঘমুণ্ডির সভা থেকে অভিমানী দলীয় কর্মীদের প্রতি মমতার বার্তা, তোমরা অনেক লড়াই করেছ ৷ যুদ্ধের সময় অভিমান করে বসে থাকতে নেই ৷ সব ভুলে লড়াইয়ে শামিল হও ৷ শেষে বিজেপির প্রতি তাঁর বার্তা, যতই চেষ্টা করো তোমরা আমার কণ্ঠরোধ করতে পারবে না ৷

7.সঞ্জনায় বাঁধা পড়লেন বুমরা

"নতুন জার্নি শুরু করলাম", সঞ্জনার সঙ্গে গাঁটছড়া বাঁধার পর লিখলেন ইয়র্কার কিং ৷

8.ঝাড়গ্রামে অমিতের সভা বাতিল নিয়ে কাটাছেঁড়া শুরু

ভোটের প্রচারে সোমবার জোড়া সভা করার কথা ছিল অমিত শাহের ৷ যার মধ্যে প্রথম সভাটি হওয়ার কথা ছিল ঝাড়গ্রামে ৷ কিন্তু পরে সেটি বাতিল হয়ে যায় ৷ বিজেপির দাবি, হেলিকপ্টারে যান্ত্রিক গোলযোগের জেরেই এই সিদ্ধান্ত ৷ পাল্টা তৃণমূল শিবিরের দাবি, মাঠ ভরানোর মতো লোক সমাগম না হওয়াতেই সভাস্থলে না যাওয়ার সিদ্ধান্ত নেন অমিত ৷ বদলে ভাষণ দেন ভার্চুয়াল মঞ্চে থেকে ৷

9.প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি-20তে 3 হাজার রান বিরাটের

আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে 3000 রান করলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷ রবিবার আমেদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে 73 রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি ৷

10.বার্থডে স্পেশাল : নেপোটিজ়ম বিতর্ক উড়িয়ে আজ সাফল্যের চূড়ায় আলিয়া

বলিউডের মিষ্টি মেয়ে আলিয়া ভাট ৷ আজ 28 বছরে পা রাখলেন তিনি ৷ অভিনয় হোক বা গান, সব ক্ষেত্রেই নিজেকে সেরা প্রমাণ করে আসছেন অভিনেত্রী ৷ নেপোটিজ়ম বিতর্ক তাঁর যোগ্যতাকে দমিয়ে রাখতে পারেনি । আর এখন তো এক প্রযোজনা সংস্থার মালকিন তিনি ৷ সব মিলিয়ে সাফল্যের চূড়ায় আলিয়া ৷

ABOUT THE AUTHOR

...view details