1.নন্দীগ্রামে মমতার প্রার্থীপদ বাতিলের দাবিতে কমিশনে শুভেন্দু
হলফনামায় তথ্য গোপন করেছেন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাই তাঁর প্রার্থীপদ বাতিল করতে হবে ৷ এই দাবিতে কমিশনকে চিঠি দিলেন ওই কেন্দ্রে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী ৷
2.বলরামপুরে মমতার সভায় ফের হাওয়া বদলের গন্ধ ?
ভোটের প্রচারে পুরুলিয়ায় জোড়া সভা করলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ বলরামপুরের সভায় উপচে পড়ল ভিড় ৷ ওয়াকিবহাল মহলের মতে, পুরুলিয়াবাসী যে ফের বিজেপি ছেড়ে তৃণমূলের দিকে ঝুঁকছে এদিনের সভার উপচে পড়া ভিড়ই তার প্রমাণ ৷
3.পাঁচলার প্রার্থী পছন্দ নয়, হেস্টিংসে বিক্ষোভ বিজেপি কর্মীদের
বিজেপির হেস্টিংস অফিসে বিক্ষোভে ফেটে পড়লেন হাওড়ার পাঁচলা এলাকার কর্মী-সমর্থকরা ৷ তাঁদের একটাই দাবি, অবিলম্বে ওই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থীকে সরাতে হবে !
4.ডবল ইঞ্জিন সরকার বাংলার চিত্র বদলে দেবে, একান্ত সাক্ষাৎকারে নীতিন গড়করি
বিধানসভা ভোটের প্রাক্কালে বারবার বাংলায় আসছেন বিজেপির কেন্দ্রীয় নেতা মন্ত্রীরা ৷ আজ রাজ্যে এসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি ৷ ইটিভি ভারতের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে আসন্ন নির্বাচন নিয়ে নানা প্রশ্নের উত্তর দিলেন তিনি ৷ বললেন, "ডবল ইঞ্জিন সরকার বাংলার চিত্রটাই বদলে দেবে ৷"
5.ভোট আবহে শিলিগুড়ি থেকে 80 লক্ষ টাকা সহ গ্রেফতার ব্যক্তি
ভোটের মুখে শিলিগুড়ি থেকে 80 লক্ষ টাকা সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল শিলিগুড়ি থানার পুলিশ ৷ বিহারের বেগুসরাই থেকে মাটিগাড়া হয়ে শিলিগুড়িতে ঢোকে ওই ব্যক্তি ৷ ঘটনায় আয়কর বিভাগ গ্রেফতার হওয়া ব্যক্তিকে নিজেদের হেফাজতে নিয়েছে ৷