পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jan 27, 2021, 7:01 PM IST

ETV Bharat / bharat

টপ নিউজ় @ সন্ধে 7 টা

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top news @ 7 pm
টপ নিউজ় @ সন্ধে 7 টা

1. দিল্লির হিংসায় ক্ষুব্ধ, বিক্ষোভ থেকে সরে দাঁড়াল 2 কৃষক সংগঠন

সাধারণতন্ত্র দিবসে দিল্লির হিংসার ঘটনার প্রতিবাদ জানিয়ে কৃষক বিক্ষোভ থেকে সরে দাঁড়াল দুই কৃষক সংগঠন। রাষ্ট্রীয় কিষান মজদুর সংগঠন ও ভারতীয় কিষান ইউনিউয়ন (ভানু) জানিয়েছে, যে পথে আন্দোলন গড়াচ্ছে, তা তারা মেনে নেবে না।

2. ফের হাসপাতালে সৌরভ, চিন্তা নেই; জানালেন চিকিৎসকরা

গ্রিন করিডর করে বাইপাসের ধারের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে । বর্তমানে সৌরভের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা ।

3. শাহর সফরের আগের দিনই সাংসদ, বিধায়কদের জরুরি বৈঠকে মমতা

শনিবার বঙ্গ সফরে আসছেন অমিত শাহ ৷ তার আগের দিন শুক্রবারই দলের সাংসদ, বিধায়কদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বিধানসভা নির্বাচনের রণকৌশল নিয়ে ওই বৈঠক হবে বলে তৃণমূল সূত্রে খবর ৷

4. ঝাড়গ্রামের চার আসনে হাফ লাখ ভোটে বিজেপিকে জেতানোর আহ্বান শুভেন্দুর

বিজেপিতে যোগদানের পর ঝাড়গ্রামে শুভেন্দু অধিকারীর প্রথম সভা৷ উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও৷ সেখানে শুভেন্দু ঝাড়গ্রাম জেলার চারটি বিধানসভা আসনে হাফ লাখ ভোটে বিজেপি প্রার্থীদের জেতানোর ডাক দিলেন৷

5. কতটা নিরাপদ রাজধানী ? প্রশ্ন তুলে দিল কৃষক বিদ্রোহ

সাধারণতন্ত্র দিবসে কৃষকদের মিছিলে বহিরাগতরা ঢুকে রাজধানীকে উত্তপ্ত করতে পারে এমন খবর আগে থেকেই ছিল দিল্লি পুলিশের কাছে ৷ গত 25 জানুয়ারি দিল্লি পুলিশের তরফে এ নিয়ে সতর্কতাও জারি করা হয়েছিল ৷ ইন্টালিজেন্সের এই সাবধানতা থাকা সত্ত্বেও কি, প্রয়োজনীয় ব্য়বস্থা নেয়নি দিল্লি প্রশাসন? রাজধানীর নিরাপত্তা নিয়ে উঠছে এমন একাধিক প্রশ্ন ৷

6. রেজাল্ট বিপর্যয় : পড়ুয়াদের কলকাতা বিশ্ববিদ্যালয় অভিযান ঘিরে উত্তেজনা

রেজাল্ট বিভ্রাট ও অন্যান্য সমস্যা নিয়ে কলেজ পড়ুয়াদের অবস্থান দেখা দিল কলকাতা বিশ্ববিদ্যালয়ে । সহ-উপাচার্য 14-15 দিনের মধ্যে সমাধানের আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেওয়া হয় ।

7. একুশে বিজেপি ক্ষমতায় এলে আমার দোষ নেই : আব্বাস সিদ্দিকি

"এই রাজ্যে বিজেপিকে পথ দেখিয়েছে তৃণমূল । তৃণমূলকে ক্ষমতা থেকে সরাতে পারলে দেশের শত্রু বিজেপিকেও সরানো যাবে ৷ একুশের নির্বাচন জিতে বিজেপি ক্ষমতায় এলে আমার কোনও দোষ নেই ৷" মুর্শিদাবাদে এক ধর্মীয় সভায় যোগ দিয়ে বললেন ফুরফুরা শরিফের পিরজাদা আব্বাস সিদ্দিকি ।

8. ওয়ান’ডে-তে আইসিসি’র এক ও দু’নম্বরে বিরাট কোহলি এবং রোহিত শর্মা

আইসিসি ওয়ান’ডে-তে সেরা ব্য়াটসম্য়ানদের তালিকা প্রকাশ করল ৷ যেখানে বিরাট কোহলি এবং রোহিত শর্মা এক ও দু’নম্বর স্থান নিজেদের দখলে রাখলেন ৷ তিন নম্বরে রয়েছেন পাকিস্তানের বাবর আজম ৷ অন্য়দিকে, বোলারদের তালিকায় তিন নম্বরে রয়েছেন যসপ্রীত বুমরা ৷

9. ট্র্যাক্টর মিছিলের পর সাসপেন্ড 550-এর বেশি টুইটার অ্য়াকাউন্ট

দিল্লিতে মঙ্গলবারের অশান্তির পর সাসপেন্ড করা হল 550টিরও বেশি টুইটার অ্য়াকাউন্ট৷ হিংসায় ইন্ধন দেওয়ার অভিযোগেই এই পদক্ষেপ বলে জানিয়েছে টুইটার কর্তৃপক্ষ৷

10. গ্রেপ্তারি এড়াতে 'তাণ্ডব' নির্মাতাদের দায়ের করা পিটিশন খারিজ সুপ্রিম কোর্টে

গ্রেপ্তারি এড়াতে 'তাণ্ডব' নির্মাতা ও অভিনেতারা সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন । যদিও আজ শুনানির সময় সেই আবেদন খারিজ করে দেয় শীর্ষ আদালত ।

ABOUT THE AUTHOR

...view details