1.শর্তসাপেক্ষে স্নানে সম্মতি, ই-স্নানে জোর হাইকোর্টের
গঙ্গাসাগরে শর্তসাপেক্ষে পুণ্যস্নানে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট ৷ তবে রাজ্যকে ই-স্নানে জোর দেওয়ার নির্দেশ দিল ডিভিশন বেঞ্চ ।
2.'বাংলার মানুষ ওয়াইসির কথা শুনে ধর্মের ভিত্তিতে ভোট দেবে না'
পশ্চিমবঙ্গ ইমাম অ্যাসোসিয়েশনের প্রধান মহম্মদ ইয়াহার দাবি, মিমের প্রধান কোনও গড ফাদার নন৷ তাই মানুষ ওয়াইসির কথা শুনবে না ও ধর্মের ভিত্তিতে ভোট দেবে না ৷
3.পুরোনো দলের জন্য যদি দশ করে থাকি, এই দলের জন্য 100 করব : শুভেন্দু
"পুরোনো দলের জন্য যদি দশ করে থাকি, এই দলের জন্য 100 ভাগ করব ৷" বিধবার ভগবানপুরের সভায় বললেন শুভেন্দু অধিকারী ৷
4.কৃষি আইন প্রত্য়াহারে দাবিতে বিক্ষোভ, লাঠি হাতে রাস্তায় মন্ত্রী সিদ্দিকুল্লা
বিক্ষোভের জেরে জাতীয় সড়কে ব্য়াপক যানজট তৈরি হয় ৷ আর তার জেরেই ক্ষুব্ধ হয়ে আটকে পড়া যাত্রীরা বিক্ষোভকারীদের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন ৷ একসময় পরিস্থিতি হাতাহাতির পর্যায়ে চলে যায় ৷
5.পুরুলিয়ায় পৌঁছাল 18 হাজার কোরোনার ভ্য়াকসিন
প্রথম পর্যায়ে 18 হাজার ভ্যাকসিন পুরুলিয়ায় পৌঁছাল। জেলার 9 হাজার স্বাস্থ্যকর্মীকে প্রথম পর্যায়ে এই ভ্যাকসিন দেওয়া হবে। 28 দিন পর ওই স্বাস্থ্যকর্মীদের দ্বিতীয় ডোজ় দেওয়া হবে। জেলার 20 টি ব্লকে 226 টি কেন্দ্র থেকে এই ভ্যাকসিনের দেওয়া হবে।