রাজ্যপাল ও রাজ্যের মধ্যে সংঘাতের আবহেই আজ রাজভবনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে রাজ্যপালের সঙ্গে বৈঠকে বসেন তিনি। তবে কী নিয়ে আলোচনা তা এখনও জানা যায়নি।
2.কিষান সম্মান নিধি প্রকল্প নিয়ে মমতাকে চিঠি কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর
নবান্ন থেকে কিষান সম্মান নিধি প্রকল্প চালু করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতো রাজ্যের কৃষকদের তালিকা চূড়ান্ত করতে আজ মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে প্রয়োজনীয় নির্দেশিকা জারি করল কেন্দ্র।
3.সৌরভ বিজেপিতে এলে স্বাগত : অরবিন্দ মেনন
সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিজেপি-তে যোগ দিতে পারেন বলে বেশ কয়েকদিন ধরে রাজ্য রাজনীতেত জল্পনা চলছে। এরই মধ্যে তিনি অসুস্থ হয়ে পড়েন। তার পর থেকে রাজ্যের রাজনৈতিক মহলের একাংশ দাবি করে, রাজনৈতিক চাপে অসুস্থ হয়ে পড়েন মহারাজ।
4.কেআইএফএফ-র ভার্চুয়াল উদ্বোধনীতে থাকবেন শাহরুখ
টুইটারে মুখ্যমন্ত্রী লেখেন, "একসঙ্গে আমরা এই প্যানডেমিক পরিস্থিতি কাটিয়ে উঠব । কিন্তু, শো চালিয়ে যেতে হবেই । এবার কেআইএফএফ ভার্চুয়াল মাধ্যমে খুব ছোটো করে পালন করা হবে । আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, 8 জানুয়ারি এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান যেটা ভার্চুয়াল মাধ্যমে পালন করা হবে সেখানে আমার ভাই শাহরুখ খান উপস্থিত থাকবেন ।"
5.সৌমেন্দুকে কেন পদচ্যুত, রাজ্যের কাছে জানতে চাইল হাইকোর্ট
19 মে, 2020 সালে সৌমেন্দু অধিকারীকে কাঁথি পৌরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর চেয়ারম্যান হিসেবে নিয়োগ করে রাজ্য সরকার । এরপর হঠাৎ করে 30 ডিসেম্বর একটি বিজ্ঞপ্তি দিয়ে রাজ্য সরকারের তরফে জানানো হয়, তাঁকে ওই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।