পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jan 4, 2021, 7:07 PM IST

ETV Bharat / bharat

টপ নিউজ় @ সন্ধে 7 টা

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top-news-at-7-pm
top-news-at-7-pm

1. নেতাজির সব ফাইল প্রকাশ্যে আনার দাবি মুখ্যমন্ত্রীর

নেতাজির 125তম জন্মজয়ন্তী নিয়ে নবান্নে ভার্চুয়াল বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

2. কৈলাস বিজয়বর্গীয়র গাড়ি লক্ষ্য করে জুতো

সোমবার খিদিরপুর থেকে শুরু হয় বিজেপির মিছিল ৷ মিছিলের নেতৃত্বে ছিলেন কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায় ও অর্জুন সিং ৷

3. অনুরাগ ঠাকুরকে কালো পতাকা বাম কর্মী-সমর্থকদের

অনুরাগ ঠাকুরকে কালো পতাকা দেখালেন বাম কর্মী-সমর্থকরা ৷ আজ হালতু এরিয়া কমিটির অন্তর্গত 107 নম্বর ওয়ার্ডে GST ভবনের গেটের সামনে কেন্দ্রীয়মন্ত্রীকে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখানো হয় । কৃষি আইন পুরোপুরি বাতিল এবং সংশোধিত বিদ্যুৎ বিল 2020 প্রত্যাহারের দাবিতে এই বিক্ষোভ বলে জানা গেছে।

4. অটলজি দরজা খুলে না দিলে মাননীয়ার পার্টির ঘাস উপড়ে যেত : শুভেন্দু

"বিজেপিতে যাওয়ায় আমাকে বলা হচ্ছে মীরজ়াফর, বিভীষণ । আমি নাকি গডসে পার্টিতে নাম লিখিয়েছি ৷ আমি বলতে চাই, 2001 সালে সেদিন ওই গডসের পার্টির ভারতরত্ন অটলজি যদি মাননীয়াকে দরজা না খুলে দিত তাহলে পার্টির ঘাসফুল কবে উপড়ে যেত ।" ছোটো আঙারিয়া দিবসে গড়বেতায় জনসভা করতে এসে তৃণমূলকে এভাবেই কটাক্ষ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ।

5. "চোখের আলো", দুস্থ ছাত্রছাত্রীদের জন্য নয়া প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর

"চোখের আলো" নতুন প্রকল্পে উপকৃত হবেন সরকারি স্কুলের গরিব দুস্থ ছাত্র-ছাত্রীরা । 2025-এর মধ্যে বিনামূল্যে সকলের চক্ষু পরীক্ষার ব্যবস্থা করা হবে ।

6. দাদা ফাইটার, দ্রুত ফিরে আসবেন : অনুরাগ ঠাকুর

কেন্দ্রীয়মন্ত্রী কিংবা ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন কর্তা হিসেবে নয়, বন্ধুত্বের খাতিরেই সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখতে এসেছিলেন । হাসপাতালে সৌরভের সঙ্গে সাক্ষাতের পর বললেন অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অনুরাগ ঠাকুর । কেরিয়ারে বিভিন্ন সময়ে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন ৷ তবে ঘুরে দাঁড়িয়েছেন বারবার ৷ জীবনের এই কঠিন সময় থেকেও ফিরে আসবেন বর্তমান ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ৷ এ ব্যাপারে নিশ্চিত অনুরাগ ঠাকুর ।

7.কলকাতায় বিজেপির মিছিল, নেই শোভন-বৈশাখি

খিদিরপুর থেকে শুরু হল বিজেপির মিছিল ৷ মিছিলের নেতৃত্বে রয়েছেন কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায় ও অর্জুন সিং ৷ মিছিলে নেই শোভন-বৈশাখি । মিছিলটি খিদিরপুর থেকে হেস্টিংস, ধর্মতলা, সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে বিজেপি অফিসে পৌঁছাবে ।

8.বাংলায় বিজেপিকে এনেছেন মমতা, তোপ আব্বাস সিদ্দিকির

"বাংলায় বিজেপিকে এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ।" আজ বারাসত-ব্যারাকপুর রোড সংলগ্ন নারায়ণপুরে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই মন্তব্য করলেন ফুরফুর শরিফের পীরজ়াদা আব্বাস সিদ্দিকি । তিনি আরও বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় যে সব কাজ করেছেন তাতে বিজেপি সুবিধা পেয়েছে । তিনি বিজেপির মন্ত্রিসভায় রেলমন্ত্রীও ছিলেন । অতএব বাংলায় বিজেপির আসাটা মমতা বন্দ্যোপাধ্যায়েরই অবদান ।" এইসঙ্গে বলেন, ওয়েইসি তাঁকে সমর্থন করছেন । দ্রুত দল ঘোষণা করবেন ৷

9. কোরোনার স্বাস্থ্যবিধি মেনে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি তুঙ্গে

নতুন বছরের জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে চলেছে গঙ্গাসাগর মেলা । ওই সময় কুম্ভমেলা না থাকায় গঙ্গাসাগর মেলায় পুন্যার্থীর সংখ্যা এবার আরও বাড়বে বলে অনুমান জেলা প্রশাসনের । ফলে কোরোনা বিধি মেনেই মেলা প্রস্তুতিতে কোনওরকম ফাঁক রাখতে চাইছে না প্রশাসন । মেলা শুরুর আগেই প্রস্তুতি সেরে নিতে বাড়তি কর্মী নামিয়ে শেষ মুহূর্তের কাজ চলছে ।

10.টিম ইন্ডিয়ার প্রত্যেকের কোরোনা রিপোর্ট নেগেটিভ, জানাল বিসিসিআই

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্ট শুরু হবে 7 জানুয়ারি । সিরিজ়ে দুই দলই এখনও পর্যন্ত একটি করে ম্যাচ জিতেছে । এই পরিস্থিতিতে সিডনির ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অজিঙ্কে রাহানের দলের কাছে। তাই দলের সকলের কোরোনা রিপোর্ট নেগেটিভ আসা সত্যিই স্বস্তির বিষয় ।

ABOUT THE AUTHOR

...view details