পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Dec 15, 2020, 7:06 PM IST

ETV Bharat / bharat

টপ নিউজ় @ সন্ধে 7 টা

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top news @ 7 pm
টপ নিউজ় @ সন্ধে 7 টা

1. এখনই পশ্চিমবঙ্গে আদর্শ আচরণবিধি লাগুর দাবি, নির্বাচন কমিশনে বিজেপি

রাজ্যে যাতে আদর্শ আচরণবিধি জারি করা হয়, নির্বাচন কমিশনের আধিকারিকদের কাছে আজ সেই আবেদন জানালেন বিজেপির প্রতিনিধি দলের সদস্যরা ।

2. শুভেন্দুকে ফোন কৈলাসের, মিনিট চারেকের বার্তালাপে তুঙ্গে জল্পনা

বিজেপি-তে যোগদান জল্পনার মধ্যেই শুভেন্দু অধিকারীকে ফোন কৈলাস বিজয়বর্গীয়র । তবে কি সত্যিই গেরুয়া শিবিরে যেতে চলেছেন বিদ্রোহী তৃণমূল নেতা ? বাড়ছে জল্পনা ।

3. "আপনাদের অবস্থাও লক্ষ্মণ শেঠ, বিনয় কোঙারদের মতো হবে"

একদিকে দলের হয়ে সৌগত রায় যখন তাঁর মানভঞ্জনের চেষ্টা করছিলেন তখন দলের অনেকেই তাঁকে আক্রমণ করেছেন । কেউ নাম করে, কেউ নাম না করে । আজ হলদিয়ার সভা থেকে তাঁদের জবাব দিলেন শুভেন্দু অধিকারী । বলেন, "কেউ কেউ আমাকে ব্যক্তি আক্রমণ করছেন । অনেক বড় বড় পদে আছেন তাঁরা । আপনারা বুঝতে পারবেন কিছুদিন পরে । জনগণ যখন চটঘেরা জায়গায় যাবে ও তাদের আঙুলটা এমন জায়গায় টিপবে, আপনাদের অবস্থাও অনিল বসু, লক্ষ্মণ শেঠ, বিনয় কোঙারের মতো হবে ।"

4. "10 বছর সরকারে থেকে সবটা খেয়ে এখন এর সাথে ওর সাথে বোঝা বাঁধলে সহ্য করব না"

"তৃণমূল কংগ্রেসে বড়-ছোটো নেই । আমি বড়, ও বড়, দেখার প্রয়োজন নেই । দশ বছর পার্টির হয়ে খেয়ে দশ বছর সরকারে থেকে সরকারের সবটা খেয়ে এখন ভোটের আগে এর সাথে ওর সাথে বোঝা বাঁধলে আমি কিন্তু সহ্য করব না ।" কারও নাম না করে আজ এই হুঁশিয়ারি দেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

5. প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি বরিস জনসন

প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে ভারতে আসছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন ৷

6. কৃষকদের বিভ্রান্ত করা হচ্ছে, প্রধানমন্ত্রীর নিশানায় বিরোধীরা

বিরোধীরা কৃষকদের ভুল পথে চালিত করার চেষ্টা করছে বলে দাবি করলেন প্রধানমন্ত্রী । তাঁর কথায়, যে সংস্কারগুলি আনা হয়েছে তা বিভিন্ন কৃষক সংগঠন, এমনকী বিরোধী দলগুলিও দীর্ঘদিন ধরে চেয়ে আসছিল ।

7. জাতীয় সংগীত পালটে দেখাক, কেন্দ্রকে হুঁশিয়ারি মমতার

চাকরির প্রতিশ্রতি , বহিরাগত ইশু থেকে জাতীয় সংগীত , গোর্খাল্যান্ড-সহ একাধিক ইশু নিয়ে বিজেপিকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের । বললেন, বিজেপি হিংসা ও কুৎসার রাজনীতি করছে ।

8. দলের একজন কর্মী গেলেও আমাদের ক্ষতি : ব্রাত্য বসু

শুভেন্দু অধিকারীর বিজেপি যোগের জল্পনা নিয়ে আজ তেমন কোনও মন্তব্য করতে চাননি তৃণমূল নেতা ব্রাত্য বসু । তবে তিনি জানিয়ে দেন, দল ছেড়ে কেউ চলে যাক, সেটা তাঁরা কখনই চান না ।

9. টেস্ট ব়্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে বিরাট, তালিকায় আর কোন কোন ভারতীয় ?

টেস্ট ব়্যাঙ্কিংয়ে বর্তমানে তৃতীয় স্থানে রয়েছে ভারত । তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে ভালো ফল করলে উঠে আসতে পারে আরও উপরে ।

10. "কতদিন আর কাঁদবেন ?", হৃত্বিককে প্রশ্ন কঙ্গনার

2016 সালে কঙ্গনার বিরুদ্ধে FIR দায়ের করেছিলেন হৃত্বিক । এবার সেই মামলার তদন্তভার তুলে দেওয়া হল ক্রাইম ব্রাঞ্চের হাতে । আর এই খবর প্রকাশ্যে আসার পরই ফের সোশাল মিডিয়ায় সরব হয়েছেন কঙ্গনা । টুইটারে হৃত্বিকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details