পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ বিকেল 5 টা - top news@5pm

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top news@5pm
টপ নিউজ় @ বিকেল 5 টা

By

Published : Oct 4, 2021, 5:02 PM IST

1.সিবিআই অফিসারদের বিধানসভার স্পিকারের সঙ্গে দেখা করার নির্দেশ হাইকোর্টের

সিবিআইয়ের তরফে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছিল এই মর্মে যে, স্পিকারের সিবিআই অফিসারদের সমন পাঠানোর কোনও ক্ষমতা নেই ৷

2.মুখ্যমন্ত্রী চান বৃহস্পতিবার শপথ, রাজভবন চুপ থাকায় দিনক্ষণ নিয়ে জটিলতা

একুশের ভোটে তৃণমূল কংগ্রেস অভাবনীয় জয় পেলেও নন্দীগ্রামে হেরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর চেয়ার ধরে রাখতে তাঁকে যেভাবেই হোক ছয় মাসের মধ্যে জিতে আসতে হত। সেইমতো ভবানীপুর উপনির্বাচনে লড়াই করেন তৃণমূল সুপ্রিমো ৷

3.ভোট পরবর্তী হিংসায় ক্ষতিপূরণ নিয়ে রাজ্যের ভূমিকায় অসন্তুষ্ট কলকাতা হাইকোর্ট

গত 19 অগস্ট ভোট-পরবর্তী হিংসার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট । কম গুরুত্বপূর্ণ অভিযোগের ক্ষেত্রে সিট গঠন করে দেয় আদালত ৷ তাছাড়া আক্রান্তদের ক্ষতিপূরণ দিতেও নির্দেশ দেওয়া হয়েছিল আদালতের তরফে ৷

4.গৃহবন্দি অবস্থায় ঘর পরিষ্কার করছেন প্রিয়াঙ্কা, ভাইরাল ভিডিয়ো

সীতাপুরের পুলিশ লাইনে আটক হওয়ার পর ঝাঁটা হাতে দেখা গেল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি বঢরাকে ৷ তাঁকে যে ঘরে রাখা হয়েছে, সেই ঘরে ঝাড়ু দিতে দেখা গিয়েছে ৷ কংগ্রেসের তরফে সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়েছে ৷ আজ লখিমপুর খারি যাওয়ার পথে প্রিয়াঙ্কাকে আটক করে পুলিশ ৷ উত্তরপ্রদেশের সীতাপুরের হরগাঁওতে প্রিয়াঙ্কাকে আটক করার চেষ্টা হলে, তিনি বাধা দেন বলে অভিযোগ ৷ যোগী সরকার এবং তাঁর পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন প্রিয়াঙ্কা ৷ প্রসঙ্গত, গতকাল লখিমপুরে কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদের সময়, একটি গাড়ি কৃষকদের পিষে দেয় বলে অভিযোগ ৷ সেই ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীর অজয় মিশ্রের ছেলে আকাশ মিশ্রের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ৷ পুলিশ সেই ঘটনায় আকাশের বিরুদ্ধে খুনের মামলাও রুজু করেছে ৷ বর্তমানে লখিমপুরের পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে 144 ধারা জারি করা হয়েছে ৷ কিন্তু, 144 ধারা উপেক্ষা করে সেখানে যাওয়ার চেষ্টা করলে প্রিয়াঙ্কাকে পুলিশ আটকায় ৷

5.'প্যান্ডোরা পেপারস'-এ নাম সচিনেরও, তালিকায় প্রায় 300 ভারতীয়

এর আগে আন্তর্জাতিক ক্ষেত্রে একাধিক নামী ব্যক্তিত্বের হিসেব বহির্ভূত লেনদেন নিয়ে 5 বছর আগে প্রকাশিত হয়েছিল 'পানামা পেপারস' ৷ মনে করা হচ্ছে 'প্যান্ডোরা পেপারস'-এ এর তিন গুণ বেশি নাম আছে ৷

6.স্বস্তি শুভেন্দুর, ত্রিপল চুরি মামলায় তদন্ত প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ হাইকোর্টের

কাঁথি পৌরসভা থেকে ত্রিপল চুরি সংক্রান্ত মামলার বিষয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও তাঁর ভাই সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে সমস্ত মামলার তদন্তের বিষয়ে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট ৷

7.8 অক্টোবর খুলছে রামোজি ফিল্ম সিটি, বিশদে জানুন

আগামী 8 অক্টোবর থেকে খুলছে রামোজি ফিল্ম সিটি (Ramoji Film City) ৷ বিনোদনের পসরা সাজিয়ে ও কোভিড সুরক্ষা (Covid Safety) মেনে পর্যটকদের স্বাগত জানাতে তৈরি বিশ্বের বৃহত্তম ফিল্ম সিটি ৷

8.বিজেপি ছাড়ার ‘ইঙ্গিত’, হিরণ-সহ চার বিধায়ককে নিয়ে বাড়ছে জল্পনা

আবারও গেরুয়া শিবিরে ভাঙনের ইঙ্গিত ৷ সূত্রের খবর, শীঘ্রই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন চার বিধায়ক ৷ এঁরা হলেন খড়্গপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্য়ায়, দার্জিলিংয়ের বিধায়ক নীরজ জিম্বা, কোচবিহার উত্তরে বিধায়ক সুকুমার রায় এবং সোনামুখীর বিধায়ক ‌দিবাকর ঘরামি ৷ গত কয়েক দিন ধরেই বিজেপির বিভিন্ন কর্মসূচিতে এই চার বিধায়কের দেখা মিলছে না ৷ আর সেই কারণেই এঁদের নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছে ৷

9.আইসিসি-র বড় সিদ্ধান্ত, 70 শতাংশ দর্শকের উপস্থিতিতে হবে বিশ্বকাপের যুদ্ধ

করোনা প্যানডেমিকের মধ্যে সংযুক্ত আরব আমিরশাহিতে সবচেয়ে বড় ইভেন্ট আয়োজিত হতে চলেছে ৷ আইপিএলের পর 17 অক্টোবর থেকে শুরু হবে টি-20 বিশ্বকাপ ৷ স্টেডিয়ামে দর্শকদের উপস্থিতিতে বিশ্বকাপ জয়ের লড়াইয়ে নামবে ভারত, পাকিস্তান সহ বাকি দেশগুলি ৷

10.আইপিএল অভিষেকেই রেকর্ড গড়লেন উমরান

চতুর্দশ আইপিএলে নেট বোলার হিসেবে মরু শহরে পাড়ি দিয়েছিলেন উমরান মালিক ৷ টুর্নামেন্ট শুরু হওয়ার পর সানরাইজার্স পেসার টি নটরাজন কোভিড-19 আক্রান্ত হওয়ার পর পরিবর্ত হিসেবে উমরানকে দলে নেয় হায়দরাবাদ ৷ ঘরোয়া ক্রিকেটেও খুব বেশি খেলার অভিজ্ঞতা নেই জম্মু-কাশ্মীরের এই ফাস্ট বোলারের ৷

ABOUT THE AUTHOR

...view details