1.ভবানীপুর মিত্র ইনস্ট্রিটিউশনের ভোট দিলেন মমতা
ভোট দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ এদিন তিনটের একটু পরে ভবানীপুরে মিত্র ইস্টিটিউশনে ভোট দিতে আসেন তিনি ৷ তাঁর ভোট প্রদান ঘিরে এদিন ভবানীপুরে সিআরপিএফের কড়া নিরাপত্তাবেষ্টনী ছিল ৷
2.ভবানীপুরে বিজেপির সব অভিযোগ খারিজ করল কমিশন
ভবানীপুর কেন্দ্রে (Bhabanipur By-poll) তৃণমূলের বিরুদ্ধে বিজেপির আনা 23টি অভিযোগই খারিজ করে দিলেন উপনির্বাচনী আধিকারিক দক্ষিণ (DEO South) অবনীন্দ্র সিং ৷ তিনি জানিয়েছে, সব অভিযোগ ভিত্তিহীন ৷
3.খালসা স্কুলে কেউ ভুয়ো ভোটার নন, ভোট দিয়ে বেরিয়ে বললেন ফিরহাদ
স্ত্রী ও দুই কন্যাকে নিয়ে ভোট দিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim) । এদিন দুপুর দুটো নাগাদ চেতলা বালিকা বিদ্যালয়ে 159 নম্বর বুথে ভোট দিতে যান মন্ত্রী ৷ ভোট দিয়ে বেরিয়ে এসে সাংবাদিক বৈঠক করেন । বলেন, "চেতনায় ভোট মানে উৎসব । মানুষ এখানে উৎসবের মেজাজে ভোট দিচ্ছেন ৷ বিজেপির তরফ থেকে যে অভিযোগগুলি করা হচ্ছে তার কোনও ভিত্তি নেই । এমন কোনও টুইট তিনি করেননি যা নির্বাচনের বিধি ভঙ্গ করে । তিনি কোনও ভোটারকে প্রভাবিত-ও করেননি । হ্যাশট্যাগ দেওয়া মানে তা বেশি সংখ্যায় মানুষের কাছে পৌঁছবে ৷ তবে তার মানে স্ত্রী ও দুই কন্যাকে নিয়ে ভোট দিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim) । এদিন দুপুর দুটো নাগাদ চেতলা বালিকা বিদ্যালয়ে 159 নম্বর বুথে ভোট দিতে যান মন্ত্রী ৷ ভোট দিয়ে বেরিয়ে এসে সাংবাদিক বৈঠক করেন । বলেন, "চেতলায় ভোট মানে উৎসব । মানুষ এখানে উৎসবের মেজাজে ভোট দিচ্ছেন ৷ বিজেপির তরফ থেকে যে অভিযোগগুলি করা হচ্ছে তার কোনও ভিত্তি নেই । এমন কোনও টুইট তিনি করেননি যা নির্বাচনের বিধিভঙ্গ করে । তিনি কোনও ভোটারকে প্রভাবিতও করেননি । হ্যাশট্যাগ দেওয়া মানে তা বেশি সংখ্যায় মানুষের কাছে পৌঁছবে ৷ তবে তার মানে ভোটারদের প্রভাবিত করা নয় । আসলে পরাজয়ের ভয়ে বিজেপি ও প্রিয়াঙ্কা টিবরেওয়াল এইসব অপপ্রচার করছে ।" খালসা স্কুলে ভুয়ো ভোটার প্রসঙ্গে ফিরহাদ বলেন, "যাঁদের ধরা হয়েছিল, তাঁরা কেউই ভুয়ো ভোটার নন । কর্মসূত্রে তাঁরা বাইরে থাকলেও তাঁরা এই কেন্দ্রের ভোটার । তাঁরা নিজেদের ভোট দিতে এসেছিলেন ।"
4.খালসা হাইস্কুলে উত্তেজনা, পরস্পরকে দোষারোপ বিজেপি-তৃণমূলের
ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে উত্তেজনা ৷ ভবানীপুরের খালসা হাইস্কুলে দু’জন ভুয়ো ভোটার ঢোকে বলে অভিযোগ করেছেন বিজেপির প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল ৷ এমনকি দু’-তিনজন তৃণমূলকর্মী বুথের মধ্যে ভোটারদের প্রভাবিত করছিলেন বলে অভিযোগ করেছেন তিনি ৷ আর সেই ঘটনাকে কেন্দ্র করে বুথের মধ্যেই তৃণমূল এবং বিজেপি কর্মীদের মধ্যে হাতাহাতিও হয় বলে অভিযোগ ৷ তবে, তৃণমূলের তরফে গোটা ঘটনায় বিজেপির বিরুদ্ধে পাল্টা অভিযোগ করা হয়েছে ৷ প্রিয়াঙ্কা টিবরেওয়ালের বিরুদ্ধে লোকজন নিয়ে গিয়ে ঝামেলা করার অভিযোগ এনেছে তৃণমূল ৷
5.জঙ্গিপুরে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে, দাবি জাকিরের
গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন জাকির হোসেন (Jakir Hossain) । তাঁর বিধানসভায় একাধিক জায়গায় অবৈধ জমায়েতের অভিযোগ উঠেছে ৷ মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী অবশ্য সে অভিযোগ অস্বীকার করেছেন ৷ তিনি বলেন, "অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন চলছে ৷ ব্যাপকভাবে মানুষের সাড়া পাচ্ছি আমরা ৷ তাঁরা নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন ৷"