পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

TOP NEWS : টপ নিউজ় @ বিকেল 5 টা - সেরা দশটি খবর

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top-news-at-5-pm
টপ নিউজ় @ বিকেল 5 টা

By

Published : Jan 16, 2022, 5:06 PM IST

  1. সাধারণতন্ত্র দিবসে ব্রাত্য বাংলার ট্যাবলো, মোদিকে চিঠি মমতার

কেন্দ্রের সিদ্ধান্তের পুর্নবিবেচনা করার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

2. সঙ্কটজনক নারায়ণ দেবনাথ, উদ্বিগ্ন পরিবার

নারায়ণ দেবনাথের শারীরিক অবস্থা আশঙ্কাজনক (Narayan Debnath Health Update) ৷ 23 দিন ধরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৷ বাবাকে নিয়ে উদ্বেগের কথা ইটিভি ভারতকে জানালেন ছেলে প্রদীপ দেবনাথ ৷

3. কোহলির সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন অনুষ্কা

সামান্য দেরিতে হলেও স্বামীর গৃহীত চরম সিদ্ধান্তে প্রতিক্রিয়া দিলেন বলি অভিনেত্রী ৷ সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্টে বিরাট সিদ্ধান্তকে সমর্থন অনুষ্কার ৷

4. জরুরি ভিত্তিতে ঠাকুরবাড়িতে মহাসংঘের সদস্যদের নিয়ে বৈঠকে শান্তনু ঠাকুর

শনিবারের বৈঠকের পর আজ মতুয়া মহাসংঘের সদস্যদের নিয়ে শান্তনু ঠাকুরের এই জরুরি বৈঠক নিয়ে আলোচনা শুরু হয়েছে ৷

5. চূর্ণীর সঙ্গে বিয়ের ছবি পোস্ট, বিবাহবার্ষিকীতে কৃতজ্ঞতা কৌশিকের

চূর্ণী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে নব বরবধূ বেশে (wedding photo of kaushik ganguly and churni ganguly) ছবি পোস্ট করলেন কৌশিক গঙ্গোপাধ্যায় (kaushik churni marriage anniversary)৷ বিবাহবার্ষিকীতে কৃতজ্ঞতা জানালেন সবাইকে ৷

6. লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থার অবনতি, দেখা করার অনুমতি বাতিল

লতা মঙ্গেশকরের অবস্থার আরও অবনতি হয়েছে বলে জানা গিয়েছে (Health Condition of Lata Mangeshkar has worsened) ৷ এই মুহূর্তেই কাউকেই তাঁর সঙ্গে দেখা করতে দিচ্ছেন না চিকিৎসকরা ৷

7. পাল্টা আঘাত বিজেপির, গেরুয়া শিবিরের পথে মুলায়মের পুত্রবধূ

বিজেপিতে যোগ দিতে পারেন মুলায়ম সিং যাদবের পুত্রবধূ অপর্ণা যাদব ৷

8. গোয়ায় মমতার পাল্টা কেজরিওয়ালের, সরকারে এলে মহিলা ও যুবদের ভাতার প্রতিশ্রুতি

শেষমেশ কি পাইয়ে দেওয়ার রাজনীতিতেই আস্থা রাখলেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal in Goa) ? গোয়ার আসন্ন বিধানসভা নির্বাচনের (Goa Assembly Election 2022) আগে 13 দফা প্রতিশ্রুতির ডালি সাজিয়ে হাজির হলেন তিনি ৷ জানালেন, গোয়ায় তাঁর দল সরকার গড়লে নিয়মিত ভাতা পাবেন মহিলা ও বেকার যুবক-যুবতীরা ৷ কেজরিওয়ালের এই ঘোষণায় মমতা বন্দ্যোপাধ্য়ায়ের প্রতিদ্বন্দ্বীর (TMC AAP fight in Goa) সংখ্য়া বাড়ল বলেই মত ওয়াকিবহাল মহলের ৷

9. লিয়েন্ডারের সঙ্গে ডিজনি ডে আউটে কিম

আমেরিকায় ছুটি কাটাচ্ছেন লিয়েন্ডার পেজ ও কিম শর্মা (Kim Sharma's Disney day out with Leander Paes) ৷ তাঁদের ডিজনি ডে আউটের ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ৷

10. কোভিড রুখতে 7 দিন বন্ধ চায়ের দোকান, সংসার চলছে না ব্যবসায়ীদের

কোভিড সংক্রমণ (covid in Burdwan) রুখতে প্রশাসনের নির্দেশিকায় 7 দিন ধরে বন্ধ চায়ের দোকান (tea stalls closed in Burdwan) ৷ ফলে সংসার চলছে না ব্যবসায়ীদের ৷ বিধি মেনে দোকান খোলার আর্জি জানালেন তাঁরা ৷

ABOUT THE AUTHOR

...view details