পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ @ বিকেল 5 টা - TOP NEWS @ 5 PM

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

TOP NEWS @ 5 PM
টপ নিউজ @ বিকেল 5 টা

By

Published : Nov 10, 2021, 5:01 PM IST

  1. Upper Primary Recruitment : অভিযোগের পাহাড়, উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ আপাতত বন্ধের নির্দেশ হাইকোর্টের

এর আগে আদালত নির্দেশে জানিয়েছিল, সেক্রেটারি পর্যায়ের অফিসাররা শুধুমাত্র এই অভিযোগের নিষ্পত্তি করতে পারবেন । 15 সপ্তাহ পর ফের মামলাটির শুনানি করা হবে।

2. Kunal Ghosh : মমতা তোমার গোটা পরিবারকে রাজনৈতিক জন্ম দিয়েছেন, নন্দীগ্রামে দাঁড়িয়ে শুভেন্দুকে আক্রমণ কুণালের

নন্দীগ্রামে শহিদ দিবসে শুভেন্দু-সহ অধিকারী পরিবারকে আক্রমণ কুণাল ঘোষের ৷

3. Suvendu Adhikari : শোকে সুব্রতর স্মরণসভায় যাননি, অথচ পার্টিতে যান মমতা ; বিস্ফোরক শুভেন্দু

শোকে সুব্রত মুখোপাধ্যায়ের (Subrata Mukherjee) স্মরণসভায় যাননি তিনি ৷ অথচ ইকো পার্কের পার্টিতে গিয়েছিলেন ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) বিঁধে এ কথা বললেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷

4. Accident : ঝাড়খণ্ডে সড়ক দুর্ঘটনায় জখম 75 বাঙালি তীর্থযাত্রী

ঝাড়খণ্ডের হাজারিবাগে সড়ক দুর্ঘটনার কবলে পড়লেন পশ্চিমবঙ্গে প্রায় 75 জন তীর্থযাত্রী ৷ তাঁরা বিহারের বৌদ্ধগয়া থেকে উত্তরপ্রদেশের বৃন্দাবনের দিকে যাচ্ছিলেন ৷

5. Post Poll Violence : ভোট পরবর্তী হিংসা নিয়ে আরও একটি এফআইআর সিবিআইয়ের

রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনায় সিবিআই আরও একটি এফআইআর দায়ের করল ৷ 5 মে সবংয়ের বিজেপি সমর্থক বিশ্বজিৎ মাহেশ খুন হন ৷

6. Maheshtala PS : থানায় নিয়ে গিয়ে যুবককে মারধরের অভিযোগ, আদালতে পরিবার

মশেহতলা থানার এসআই'য়ের মারে জখম এক যুবক ৷ পরিবারের দাবি, এক্স-রে রিপোর্ট অনুযায়ী তাঁর অন্তত চার জায়গায় হাড় ভেঙে গিয়েছে ।

7. CPIM : একলা চলোর দাবি জোরালো হচ্ছে সিপিআইএমের অন্দরে

মাসখানেকের মধ্যেই কলকাতা-হাওড়ায় পুরভোট ৷ জোট আর নয়, সিপিআইএমের অন্দরে এবার একলা চলোর দাবি উঠতে শুরু করেছে ৷

8. Afghanistan : আফগান পরিস্থিতির প্রভাব পড়েছে আশপাশে, নিরাপত্তা বৈঠকে জানাল ভারত

নয়াদিল্লিতে বুধবার আট দেশের নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক হল ৷ সেখানেই এই বিষয়টি বলেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ৷

9. Nawab Malik: মুম্বইয়ে আন্ডারওয়ার্ল্ডের বাড়বাড়ন্ত নিয়ে 'হাইড্রোজেন বোমা' নবাবের, ফুলঝুরি বলল বিজেপি

দেবেন্দ্র ফড়নবীশের (Devendra Fadnavis) জন্যই মুম্বইয়ে আন্ডারওয়ার্ল্ডের বাড়বাড়ন্ত ৷ ফের তোপ দেগে এ কথা বললেন মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক (Nawab Malik) ৷

10. Mentally Disabled Woman : সদ্যোজাত সন্তানকে নিয়ে স্বাস্থ্যকেন্দ্রের বারান্দায় ঠাঁই মানসিক ভারসাম্যহীন মহিলার

দুর্গাপুরের মানসিক ভারসাম্যহীন এক মহিলা সদ্যোজাত শিশুকে নিয়ে ঠাঁই নিয়েছেন স্বাস্থ্যকেন্দ্রের বারান্দায়। খবর পেয়ে এই মহিলার চিকিৎসা এবং তাঁকে বাড়ি ফেরানোর আশ্বাস দিয়েছেন মলানদিঘি গ্রাম পঞ্চায়েত প্রধান পীযূষ মুখোপাধ্যায় ৷

ABOUT THE AUTHOR

...view details