1.রবিবার থেকে 50 শতাংশ যাত্রী নিয়ে লোকাল ট্রেন চালানোর অনুমতি
আগামী রবিবার অর্থাৎ 31 অক্টোবর থেকে 50 শতাংশ যাত্রী নিয়ে চলবে লোকাল ট্রেন ৷ প্রায় 6 মাস পর রাজ্যের অনুরোধে বঙ্গে ট্রেন পরিবেষা শুরু করার সিদ্ধান্তের কথা জানিয়েছে রেল কর্তৃপক্ষ ৷
2.সিদ্ধার্থের পর অকালেই হার্ট অ্যাটাকে মৃত জনপ্রিয় কন্নড় অভিনেতা রাজকুমার
হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন 46 বছরের জনপ্রিয় কন্নড় অভিনেতা পুনিত রাজকুমার (Puneeth Rajkumar)৷ তাঁর মৃত্যুতে ভক্তদের সামলাতে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছে কর্নাটক সরকার (Karnataka govt)৷
3.চব্বিশে মোদিকে প্রধানমন্ত্রী করতে হলে বাইশে যোগীকে জেতান, উত্তরপ্রদেশে বার্তা শাহের
কেন্দ্রে সরকার গঠনের ক্ষেত্রে উত্তরপ্রদেশের ভূমিকা অনস্বীকার্য ৷ তাই 2024 সালে নরেন্দ্র মোদিকে ফের প্রধানমন্ত্রী করতে হলে 2022 সালে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথকেই মুখ্যমন্ত্রী করতে হবে ৷ শুক্রবার উত্তরপ্রদেশে বিজেপির যোগদান কর্মসূচির মঞ্চ থেকে একথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ ৷
4.লিয়েন্ডারকে দলে টেনে গোয়া সফরে বড় চমক মমতার
অ্যাংলো-ইন্ডিয়ান অধ্যুষিত গোয়ায় পেজের মত হেভিওয়েটকে দলে টেনে সেখানে সংখ্য়াগুরু মানুষের মন জয় করার চেষ্টা করলেন মমতা ৷ লিয়েন্ডার যে এমনটি করবেন সেটা কাকপক্ষীও টের পায়নি ৷ তৃণমূলে যোগ দেওয়ার বিষয়ে একাধিক নাম শোনা গেলেও সেই তালিকায় লিয়েন্ডার ছিলেন না ৷
5.আরিয়ানকে আজই বাড়ি ফেরাতে তৎপরতা শাহরুখের আইনজীবীদের
আরিয়ান খানের (Aryan Khan) আইনজীবীরা আজই তাঁকে বাড়ি ফেরানোর চেষ্টায় তৎপর ৷ হাইকোর্টের দেওয়া জামিনে আদেশের অনুলিপির জন্য অপেক্ষা করছেন তাঁরা ৷ আজই যাতে শাহরুখ পুত্র মান্নতে ফিরতে পারেন তার জন্য সবরকমের চেষ্টা চলছে ৷