পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ বিকেল 5 টা - Top news

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

টপ নিউজ়
টপ নিউজ়

By

Published : Jul 11, 2021, 5:01 PM IST

1. লখনউয়ে গ্রেফতার দুই সন্দেহভাজন জঙ্গি

বড়সড় নাশকতার ছক বানচাল করল উত্তরপ্রদেশ পুলিশ ৷ লখনউয়ের দুবগ্গা এলাকা থেকে দুই সন্দেহভাজন জঙ্গি গ্রেফতার ৷

2. কলকাতা পুলিশের জালে 3 সন্দেহভাজন জেএমবি জঙ্গি

গত কয়েকমাস ধরে হরিদেবপুর এলাকায় তারা বাড়ি ভাড়া নিয়ে থাকছিল ৷ খবর পেয়ে ওই এলাকায় নজরদারি চালানো হচ্ছিল ৷ এরপর আজ সকালে ওই এলাকায় অভিযান চালায় কলকাতা পুলিশের এসটিএফ বিভাগ ৷ আজ দুপুরে তাদের গ্রেফতার করে ৷

3. Copa America 2021 : এই মুহূর্তের জন্য অনেক স্বপ্ন দেখেছি , বললেন ম্যাচের সেরা মারিয়া

কোপা আমেরিকা 2021 জিতে 28 বছরের ট্রফির খরা কাটিয়েছে আর্জেন্টিনা ৷ আর সেই জয় নিয়ে আপ্লুত আর্জেন্টাইন তারকা মিড ফিলডার অ্যাঞ্জেল দি মারিয়া ৷ অন্যদিকে, ম্যাচ হারলেও আর্জেন্টিনা যোগ্য দল হিসেবেই খেতাব জিতেছে বলে মনে করেন ব্রাজিলের মিডফিল্ডার কাসেমিরো ৷

4. Euro 2020 : মেসি পেরেছেন, ইংল্যান্ড কি পারবে 55 বছরের খরা কাটাতে ?

55 ধরে ফুটবলে কোনও মেজর ট্রফি জেতেনি ইংল্যান্ড ৷ আজ ইউরোর ফাইনালে কি ট্রফির খরা কাটাতে পারবেন হ্যারি কেনরা ?

5. Mir Afsar Ali : হুমম...কিন্তু আস্তে ! দি মারিয়ার গোল নিয়ে মীরের পোস্ট ভাইরাল

কোপা আমেরিকায় আর্জেন্টিনার অ্যাঞ্জেল ডি মারিয়ার গোল নিয়ে মীর আফসর আলির মজাদার ফেসবুক পোস্ট ৷

6. আর্জেন্টিনার কোপা জয়ে আড়মোড়া ভাঙল বাঙালির, মেসিতে মজে প্রাক্তনরা

মারাকানা থেকে যুবভারতী ক্রীড়াঙ্গন, ভৌগোলিক দূরত্বটা কত ? চটজলদি বলাটা শক্ত । কিন্তু রবিবাসরীয় ভোরে নীল সাদা জার্সির দশ নম্বর মিলিয়ে দিল দুটো স্টেডিয়ামকে । কলকাতায় অধিনায়ক মেসির অভিষেক হয়েছিল যে । মেসি কোপা আমেরিকা জেতায় খুশি ফুটবল পাগল বাঙালি ৷

7. হতাশ নেইমারকে জড়িয়ে ধরে সান্ত্বনা মেসির, মুগ্ধ ফুটবল বিশ্ব

বন্ধু ও বার্সেলোনার একসময়ের সতীর্থ লিওনেল মেসির সান্ত্বনা পেলেন ৷ কান্নায় ভেঙে পড়া নেইমারকে দেখে জড়িয়ে ধরলেন আর্জেন্টাইন তারকা ৷

8. পদ্ম সম্মানের জন্য প্রতিভাধরদের বেছে নিন, দেশবাসীকে আহ্বান মোদির

পদ্ম পুরস্কারের (Padma Awards) জন্য প্রতিভাধরদের নাম মনোনয়নের জন্য জনগণের (People's Padma) কাছে আর্জি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ টুইট করে তিনি জানিয়েছেন, 15 সেপ্টেম্বর পর্যন্ত পাঠানো যাবে মনোনয়ন ৷

9. করোনার ডেল্টা স্ট্রেন প্রতিরোধে 90 শতাংশ কার্যকরী স্পুটনিক ভি, দাবি বিজ্ঞানীর

করোনা ভাইরাসের (Coronavirus) ডেল্টা ভ্যারিয়েন্ট (Delta strain) প্রতিরোধে 90 শতাংশ কার্যকরী রাশিয়ার টিকা স্পুটনিক ভি (Sputnik V) ৷ নোভোসিবার্স্ক স্টেট ইউনিভার্সিটির গবেষণাগারের প্রধান সের্গেই নেকেসভ এমনই দাবি করলেন ৷

10. করোনা বিধিনিষেধের মধ্যেই পার্ক স্ট্রিটের হোটেলে নাচ-গান, গ্রেফতার 37

বেশ কিছুদিন ধরে পার্ক স্ট্রিট থানায় অভিযোগ জমা পড়ছিল । সেই অভিযোগে বলা হচ্ছিল, রাত বাড়লেই পার্ক স্ট্রিটের ওই নামী হোটেল থেকে ডিজে গান ভেসে আসছে এবং নাচ-গান চলছে ।

ABOUT THE AUTHOR

...view details