1.নন্দীগ্রাম মামলা অন্য বেঞ্চে সরানোর আবেদনের রায়দান স্থগিত হাইকোর্টের
নন্দীগ্রাম ভোট পুনর্গণনার আবেদনের মামলার শুনানি শুরু হল ৷ শুনানিতে ভার্চুয়ালি অংশ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আজ সকাল 11টা নাগাদ মামলার শুনানি শুরু হয় ৷ মামলাটি বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চ থেকে অন্য বেঞ্চে সরানোর আবেদন করা হয় ৷ সেই আবেদনের আজ কোনও নিষ্পত্তি হয়নি ৷
কোভিড মোকাবিলায় অন্ধ্রপ্রদেশ সরকারের ব্যবস্থাপনায় সম্পূর্ণ নিশ্চিত না হওয়া পর্যন্ত দ্বাদশ শ্রেণির পরীক্ষায় সম্মতি দেওয়া সম্ভব নয় ৷ বৃহস্পতিবার একথা স্পষ্ট করে দিল সুপ্রিম কোর্ট ৷ আদালত তার পর্যবেক্ষণে জানিয়েছে, কোভিডে আক্রান্ত হয়ে কারও মৃত্য়ু হলে মৃতের পরিবারকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে কিনা, প্রয়োজনে তা নিয়েও ভাবনা, চিন্তা করা হবে ৷
3.Kaliachak Murder Case: আরিফ মহম্মদ ও তাঁর মামাকে আদালতে পেশ, নেওয়া হবে গোপন জবানবন্দি
কালিয়াচকে একই পরিবারের চার সদস্যের পচাগলা দেহ উদ্ধারের ঘটনায় গোপন জবানবন্দি নেওয়া হবে মূল অভিযুক্ত আসিফ মহম্মদের দাদা আরিফ মহম্মদের ৷ সেই কারণেই বৃহস্পতিবার তাঁকে মালদা জেলা আদালতে পেশ করে কালিয়াচক থানার পুলিশ ৷ একই কারণে আরিফের মামা শিস মহম্মদকেও এদিন আদালতে পেশ করা হয় ৷
4.31 জুলাইয়ের মধ্যে ঘোষণা করতে হবে দ্বাদশের ফল, রাজ্যগুলিকে নির্দেশ সুপ্রিম কোর্টের
দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলপ্রকাশ (Class 12 Results) আগামী 31 জুলাইয়ের (July 31) মধ্যে করতে হবে ৷ রাজ্যের বোর্ডগুলিকে এই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court) ৷ আগামী 10 দিনের মধ্যে অন্তর্বর্তী মূল্যায়নের পদ্ধতিও তৈরি করে ফেলতে হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত ৷
5) লোকাল ট্রেন চালানোর দাবিতে বিক্ষোভ, মল্লিকপুর স্টেশনে ভাঙচুর
বুধবারের পর আজও সোনারপুর স্টেশনে বিক্ষোভ দেখায় নিত্যযাত্রীরা । গতকাল কয়েকশো পুরুষ ও মহিলা টানা চার ঘণ্টা বিক্ষোভ দেখায় । এদিন সকালেও সোনারপুর স্টেশনে স্টাফ স্পেশাল ট্রেনের সামনে বিক্ষোভে বসে যায় তারা । ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায় । পৌঁছান রেল পুলিশের আধিকারিকরাও । আজ যাত্রীরা বিক্ষোভ দেখায় মল্লিকপুর স্টেশনেও ৷