পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ বিকেল 5 টা - Top news at 5 p.m

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

টপ নিউজ় @ বিকেল 5 টা
টপ নিউজ় @ বিকেল 5 টা

By

Published : May 25, 2021, 5:06 PM IST

1.শীর্ষ আদালত থেকে আবেদন প্রত্যাহার সিবিআইয়ের, নারদ মামলা হাইকোর্টেই

নারদ মামলা নিয়ে সুপ্রিম কোর্ট থেকে আবেদন প্রত্যাহার করল সিবিআই । মামলা ফিরছে কলকাতা হাইকোর্টেই । সুপ্রিম কোর্টের বিচারপতি বিনীত সরান ও বিচারপতি ভূষণ গাভাইয়ের অবকাশকালীন বেঞ্চে মামলার সওয়াল-জবাব চলাকালীন সলিসিটর জেনেরাল তুষার মেহেতা বেঞ্চকে জানান, তাঁরা সুপ্রিম কোর্ট থেকে এই আবেদন প্রত্যাহার করছেন এবং কলকাতা হাইকোর্টে মামলাটির শুনানি হোক তাঁরা চান ।

2. যশ সামলাতে আজ রাতে নবান্নেই থাকছেন মুখ্যমন্ত্রী

ব্যতিক্রম হল না ঘূর্ণিঝড় যশের ক্ষেত্রেও ৷ দুর্যোগ মোকাবিলায় এবারও রাত জাগবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মঙ্গলবার নবান্ন থেকে এই কথাই জানালেন তিনি ৷

3. গতিপথে পরিবর্তন, আগামীকাল ওড়িশার ধামরা বন্দরে আছড়ে পড়তে পারে যশ

আগামীকাল সকালে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে ওড়িশার পারাদ্বীপ ও পশ্চিমবঙ্গ উপকূলে চাঁদবালি ও ধামরা বন্দরের কাছে পৌঁছাবে ৷ এরপর দুপুর নাগাদ ওড়িশার ধামরা বন্দরে আছড়ে পড়বে যশ ৷ তারপর ঝাড়খণ্ডের দিকে ঝড়ের অভিমুখ থাকবে ৷

4. বুদ্ধদেবের চিকিৎসায় গঠিত ছয় সদস্যের মেডিক্য়াল বোর্ড

দক্ষিণ কলকাতার উডল্যান্ডস হাসপাতালের 313 নম্বর কেবিনে ভর্তি রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ৷ তাঁর চিকিৎসার জন্য হাসপাতালের পক্ষ থেকে ছয় সদস্যের মেডিক্যাল বোর্ড তৈরি করা হয়েছে ৷ এই মেডিক্যাল বোর্ডে রয়েছেন সৌতিক পণ্ডা, কৌশিক চক্রবর্তী, অঙ্কন বন্দ্যোপাধ্যায়, সোমনাথ মাইতি, সরোজ মণ্ডল ও ধ্রুব ভট্টাচার্য ৷

5. অশান্ত হচ্ছে সমুদ্র, যশের ঘূর্ণি সামাল দিতে দিঘায় নামছে সেনা

ক্রমশ এগিয়ে আসছে যশ । সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, দিঘা থেকে মাত্র 370 কিলোমিটার দূরে অবস্থান করছে যশ । সূত্রের খবর অনুযায়ী, যশের মোকাবিলায় পূর্ব মেদিনীপুরের দিঘায় নামানো হচ্ছে সেনা । আজই দিঘায় এসে পৌঁছবে 70 জন জওয়ানের সেনা-দল ।

6. যে পথে এসে বঙ্গে ধ্বংসলীলা চালিয়েছিল আয়লা, আমফানরা

আমফানের দগ্ধ ঘা শোকাতে না শোকাতেই ফের আঘাত হানতে চলেছে আরও এক ঘূর্ণিঝড় যশ ৷ বঙ্গ নয়, যশের অভিমুখ ওড়িশার বালাসোর ৷ তবে ব্যাপক প্রভাব পড়তে চলেছে বাংলাতেও ৷

7. রেললাইনের সঙ্গে শিকল দিয়ে বাঁধা হল ট্রেন, যশের জন্য সতর্ক রায়গঞ্জ

যশের জন্য আগাম সতর্কতা নিতে রায়গঞ্জে রেললাইনের সঙ্গে শিকল দিয়ে বাঁধা হল দুটি ট্রেন ৷ কোনও রকম অপ্রীতিকর ঘটনা রুখতেই এই সতর্কতা নেওয়া হয়েছে ৷

8. আগামী 12 ঘণ্টায় আরও শক্তি বাড়াবে যশ, রাজ্যে শুরু বিক্ষিপ্ত বৃষ্টিপাত

আগামী 12 ঘণ্টার মধ্যে আরও শক্তি বৃদ্ধি করবে যশ ৷ আছড়ে পড়ার সম্ভাবনা ওড়িশার বালাসোরের আশপাশে ৷ ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্যে ইতিমধ্যেই শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত ৷

9. 26 দিনের লড়াই শেষ, কোভিডে প্রয়াত পবিত্র চট্টোপাধ্যায়

26 দিন ধরে করোনাভাইরাসের সঙ্গে তীব্র লড়াই চালিয়ে অবশেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন দুর্গাপুর পৌর নিগমের জল দফতরের মেয়র পারিষদ সদস্য পবিত্র চট্টোপাধ্যায়ের ৷

10. তখতে তছনছ ময়দানের সেট, মন খারাপ বনি কাপুরের

ঘূর্ণিঝড় তখতের তাণ্ডবে তছনছ হয়ে গিয়েছে অজয় দেবগণের ময়দান ফিল্মের সেট ৷ তবে সেই চ্যালেঞ্জকে গ্রহণ করতে হবে বলে জানালেন প্রযোজক বনি কাপুর ৷ যে ক্ষয়ক্ষতি হয়েছে, সেই হৃদয়বিদারক দৃশ্য সামনে থেকে দেখা এড়াতে এখনও সেখানে পরিদর্শনে যাননি ৷

ABOUT THE AUTHOR

...view details