পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : May 17, 2021, 5:40 PM IST

ETV Bharat / bharat

টপ নিউজ় @ বিকেল 5 টা

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

Top 5
Top 5

1.নারদা লাইভ : ভার্চুয়ালি শুনানি শেষ, 6 ঘণ্টা পর নিজাম প্যালেস থেকে বেরোলেন মমতা

নারদকাণ্ডে রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও সুব্রত মুখোপাধ্যায়কে গ্রেফতার করল সিবিআই ৷ পাশাপাশি, রাজ্যে নবনির্বাচিত বিধায়ক মদন মিত্র ও প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়কেও গ্রেফতার করেছে সিবিআই ৷ ইতিমধ্যে ফিরহাদ হাকিমকে গ্রেফতারের প্রতিবাদে চেতলায় বিক্ষোভ দেখাতে শুরু করেছে তৃণমূল কর্মী-সমর্থকরা ৷

2.করোনার ওষুধ 2 ডিজি স্বাস্থ্যমন্ত্রকের হাতে তুলে দিলেন রাজনাথ সিং

ডিআরডিও-র তৈরি এই 2ডিজি অ্যান্টি কোভিড ড্রাগটিকে অনুমোদন দিয়েছিল আইসিএমআর সহ অন্যান্য কেন্দ্রীয় সংস্থা ৷ যার পর আজ তা করোনা রোগীদের চিকিৎসার জন্য আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্যমন্ত্রকের হাতে তুলে দেওয়া হয়েছে ৷

3.মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের

অভিযোগ দায়ের হয়েছে পশ্চিম মেদিনীপুরের কোতয়ালি থানায়৷ দায়ের করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।

4.বাংলার স্বার্থে সবার কাছে আইনশৃঙ্খলা রক্ষার আর্জি অভিষেকের

রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষায় দলের কর্মী-সমর্থকদের কাছে আবেদন জানালেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ লকডাউন বিধি না-ভাঙার জন্য সবার কাছে আর্জি জানান তিনি ৷

5.নিজাম প্যালেসে পৌঁছে কি রাজনৈতিক মাস্টারস্ট্রোক দিলেন মমতা ?

সিবিআই দফতরে হাজির থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আবার এই ঘটনা থেকে নিজের রাজনৈতিক লাভ তুলতে পারেন কি না !

6.নারদকাণ্ডে আইন মেনেই গ্রেফতার, দাবি সিবিআইয়ের

নারদা মামলায় ধৃত সুব্রত মুখোপাধ্য়ায়, ফিরহাদ হাকিম, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্য়ায় ৷ সিবিআইয়ের বক্তব্য, কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে 2017 সালের 16 এপ্রিল এই ঘটনায় মামলা রুজু করে তারা ৷ পরবর্তী ঘটনাক্রমও এগিয়েছে আইন মেনেই ৷ এদিন অন্তত এমনটাই দাবি করেছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার মুখ্য তথ্য আধিকারিক আরসি জোশি ৷

7.করোনা পরিস্থিতিতে এমন প্রতিহিংসামূলক কাজ ঠিক নয় : শিখা

করোনা মহামারিতে এত মানুষ মারা যাচ্ছেন ৷ এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের এই প্রতিহিংসামূলক কাজ ঠিক নয় ৷ নারদ কাণ্ডে ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়দের গ্রেফতারি নিয়ে বললেন প্রয়াত সোমেন মিত্রর স্ত্রী তথা প্রাক্তন বিধায়ক শিখা মিত্র ৷ তিনি বলেন, "এসব করে কেন্দ্রীয় সরকার নিজেকে ছোট করছে ৷ এর প্রতিবাদ করা উচিত ৷"

8.রক্তচোষা, পাগলা কুকুর ; রাজ্যপালকে তীব্র আক্রমণ কল্যাণের

কিছুদিন আগেই নারদ মামলায় ফিরহাদ সহ 4 জনের বিরুদ্ধে চার্জশিট গঠনের প্রস্তাবে অনুমতি দেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷

9.নিজাম প্যালেসের সামনে কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ

জিজ্ঞাসাবাদের জন্য তুলে আনা হয়েছিল নেতাদের ৷ তারপরই করা হয় গ্রেফতার ৷ তাতেই পরিস্থিতি গিয়েছে বিগড়ে ৷ নিজাম প্যালেসের সামনে তৃণমূলের কর্মী-সমর্থকরা বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ করল কেন্দ্রীয় বাহিনী ৷

10.প্রধানমন্ত্রী ও ভেন্টিলেটরের মধ্যে অনেক মিল, ফের মোদিকে বিঁধলেন রাহুল

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ভেন্টিলেটরের মধ্যে অনেক মিল রয়েছে ৷ দেশের কোভিড পরিস্থিতি নিয়ে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিঁধলেন রাহুল গান্ধি ৷

ABOUT THE AUTHOR

...view details