1.বয়ালে ক্ষুব্ধ মমতার নিশানায় মোদি-অমিত-কমিশন
বয়ালে তিনদিন ধরে এই ধরনের তাণ্ডব চলছে ৷ বুথ থেকে বেরিয়ে অভিযোগ মমতার ৷
2.অ-বিজেপি নেতাদের চিঠি নিয়ে মমতাকে কটাক্ষ মোদির
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জনসভা করলেন দক্ষিণ 24 পরগনার জয়নগরে ৷ সভার মঞ্চ থেকে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার নিশানা করলেন ৷ তিনি বললেন, ‘‘কাল চিঠি লিখে সমর্থন চাইছেন ৷ যাঁরা দিদির নজরে বহিরাগত, যাঁদের দেখা করার সময়ও দিতেন না ৷ এখন তাঁদের সমর্থন চাইছেন ৷’’
3.লাইভ : নন্দীগ্রাম নিয়ে চিন্তিত নই, 90 শতাংশ ভোট পাব : মমতা
চার জেলায় 30টি বিধানসভা কেন্দ্রে দ্বিতীয় দফার নির্বাচন ৷ পশ্চিম ও পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এবং দক্ষিণ 24 পরগনা ৷ এই দফায় একাধিক হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে ৷ সবার নজর থাকবে নন্দীগ্রামের উপর ৷ কারণ সম্মুখ সমরে দুই যুযুধান প্রতিপক্ষ ৷ খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী নন্দীগ্রামের প্রার্থী ৷
4.বেলা গড়াতে বুথ তদারকিতে মমতা; বয়ালে উত্তজেনা, সংঘর্ষ
ঘড়ির কাটা 1টা পেরোতেই বুথ তদারকিতে বেরিয়ে পড়লেন মমতা ৷ সকাল থেকে ঘরবন্দিই ছিলেন ৷ যেন প্রতিপক্ষকে আদ্যপ্রান্ত মেপে নিয়ে তারপর ময়দানে নামলেন তৃণমূল সুপ্রিমো ৷
অবশেষে নন্দীগ্রামের রেয়াপাড়ার বাড়ি থেকে বেরোলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ভোটের পরিস্থিতি খতিয়ে দেখতে বিভিন্ন বুথে যাচ্ছেন তিনি ৷ ইতিমধ্য়েই বয়ালে পৌঁছেছেন তিনি ৷ সেইসঙ্গে সোনাচূড়া ও গোকুলনগর-সহ একাধিক জায়গায় যাওয়ার কথা রয়েছে তাঁর ৷