পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ বিকেল 5টা - news at a glance

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top 5
top 5

By

Published : Mar 30, 2021, 5:08 PM IST

1.কালীঘাট মন্দিরে পুজো দিলেন অমিত শাহের স্ত্রী

রাজ্যে প্রচারে ঝড় তুলছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ আর তাঁর সঙ্গেই আজ কলকাতায় এসে কালীঘাটে পুজো দিলেন তাঁর স্ত্রী সোনাল শাহ ৷

2.লালার হাজিরার দিন নিয়ে প্রশ্ন তুলল কংগ্রেস, মন্তব্য নারাজ সিপিএম-তৃণমূল

দ্বিতীয় দফার প্রচারের শেষ দিন সিবিআই দফতরে আচমকা হাজিরা দিলেন কয়লা কাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা ৷ তাঁর হাজিরার দিনক্ষণ নিয়ে প্রশ্ন তুলল কংগ্রেস ৷ মন্তব্যে নারাজ সিপিএম-তৃণমূল ৷

3.নন্দীগ্রামে শ্মশানের নীরবতা, অডিও বার্তা বুদ্ধদেবের

নন্দীগ্রামে শ্মশানের নীরবতা, গণতন্ত্র আক্রান্ত ৷ সমাজবিরোধীরা একজোট ৷ তৃণমূলের স্বৈরাতান্ত্রিক নির্যাতন, বিজেপির আগ্রাসন রুখতে এবার অডিও বার্তা বুদ্ধদেবের ৷

4.নন্দীগ্রামে মমতার গাড়ি দেখে জয় শ্রীরাম ধ্বনি

মমতার কনভয় বেরোতে দেখেই একদল বিজেপি কর্মী-সমর্থকরা পতাকা, ফেস্টুন নিয়ে জয় শ্রীরাম স্লোগান দিতে থাকেন ৷

5.অমিত শাহের প্রতিশ্রুতিকে কটাক্ষ অভিষেকের

গোসাবা বিধানসভায় তৃণমূলের প্রার্থী জয়ন্ত নস্করের সমর্থনে জনসভা করেন যুব তৃণমূল সভাপতি এবং ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকের ওই সভা থেকে কেন্দ্রীয় সরকারের একাধিক নীতির বিরুদ্ধে সরব হন তিনি ।

6.নন্দীগ্রামেই ফেল শুভেন্দু

বেজে গেছে ভোটের দামামা । বিধায়কের 5 বছরের কাজে কতটা খুশি আমজনতা ? দৈনন্দিন জীবনযুদ্ধে কতটা পাশে পেলেন বিধায়ককে ? ইটিভি ভারতকে কী বলল নন্দীগ্রামের ভোটদাতারা ? 50 শতাংশ নম্বর পেলেই পাশ ৷ কত পেলেন বিধায়ক? পাশ করলেন না ফেল...

7."মেয়েদের উপর অত্যাচার চালাতে গুন্ডা আনছে বিজেপি", সোনাচূড়ায় তোপ মমতার

বিজেপি একটা মেয়েকে খুন করে বলবে যে সেটা তৃণমূল করেছে ৷ এরপর ওরা দাঙ্গা বাঁধানোর চেষ্টা করবে ৷ সোনাচূড়ার সভায় অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷

8.মোদির ইস্তাহার বাস্তবে রূপ দেওয়ার দাবি ভারতীর

ডেবরায় সম্মুখ সমরে দুই প্রাক্তন আইপিএস অফিসার ৷ একদিকে তৃণমূল প্রার্থী হুমায়ুন কবীর ৷ অন্যদিকে মায়ের স্নেহধন্য আইপিএস অফিসার থেকে উঠে আসা বিজেপির পদপ্রার্থী ভারতী ঘোষ । ডেবরায় শেষলগ্নের প্রচারে বেরিয়ে ভারতী বললেন, মোদির ইস্তাহারের বাস্তব রূপায়ণ করবেন তিনি ৷

9.করোনা আক্রান্ত হলেন ক্রিকেটার হরমনপ্রীত

করোনা আক্রান্ত হলেন ভারতীয় মহিলা টি-20 দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর ৷ তিনি সোমবার করোনার পরীক্ষা করান ৷ আজ সেই রিপোর্ট পজিটিভ এসেছে ৷ বর্তমানে বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছেন হরমনপ্রীত ৷

10.নারী সুরক্ষার প্রশ্ন তুলে মমতাকে নন্দীগ্রামে গোল দেওয়ার ডাক অমিতের

নন্দীগ্রামে শেষ দিনের প্রচারে শুভেন্দু অধিকারীর সমর্থনে রোড শো করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ বিরাট মার্জিনে জেতার ব্যাপারে আশাবাদী তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details