1.সুশান্ত ঘোষকে ধাক্কা দিয়ে কি জঙ্গলমহল আবার জবাব দিল সিপিএমকে ?
শনিবার প্রথম দফার নির্বাচন হল পশ্চিমবঙ্গে ৷ প্রথম দফার 30 টি আসনের মধ্যে ছিল পশ্চিম মেদিনীপুরের শালবনি ৷ যেখানে সিপিএমের হয়ে লড়াই করছেন সুশান্ত ঘোষ ৷ এক সময় যে এলাকায় দোর্দণ্ডপ্রতাপ বলে পরিচিত ছিলেন সুশান্ত, সেখানেই তিনি ধাক্কা খেলেন ৷ কেন এই ঘটনা ঘটল, উঠছে প্রশ্ন ?
2.উত্তর এড়াচ্ছে বাম-কং, অডিয়ো নিয়ে গেরুয়া ঝড়ের মাঝে ঘাসফুলের মধ্যপন্থা
প্রলয় পালকে ফোন করে কোনও ভুল কাজ করেননি মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ মন্তব্য় করলেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ ৷ এবিষয়ে সুজন বলেন, নির্বাচনের প্রার্থী যে কাউকে ফোন করতেই পারেন ৷
3.ছয় বছরে প্রথমবার শান্তিপূর্ণ নির্বাচন, কমিশনকে ধন্যবাদ কৈলাসের
সৌমেন্দু অধিকারীর উপর হামলা হয়েছে বলে অভিযোগ করেন বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয় ৷ বলেন, আগামী পর্বের নির্বাচনে যাতে আজকের মতো দশ শতাংশ হিংসাও না হয় তা নিশ্চিত করুক কমিশন ৷
4.ভোট দিলেই মিলছে পান-গুটখা-চকোলেট
আগে ভোটের দিনগুলিতে ভোটারদের কোথাও বাতাসা, জল কোথাও মুড়ি-ছোলা দেওয়া হত ৷ তাছাড়া, জঙ্গলমহলে মুড়ি-চপ ও মুড়ি-ছোলার দেওয়ার রীতি রয়েছে ৷ কিন্তু এই প্রথম পান, বিড়ি, গুটখা দেওয়া হল ভোটারদের ৷ অভিযোগ, পান, বিড়ি, গুটখা দিয়ে ভোটারদের প্রভাবিত করছে তৃণমূল ৷ অন্যদিকে, বিজেপিও ভোটারদের পান ও চকোলেট দিয়েছে ৷
5."প্রথম দফাতেই বিজেপির দফারফা হবে", পিংলায় আত্মবিশ্বাসী মমতা
গদ্দাররা রাতে টাকা বিলোচ্ছে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর অভিযোগ, উত্তরপ্রদেশ থেকে বন্দুকধারীদের দলকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছেন মহিলারা ৷