কলকাতা, 23 জানুয়ারি : নেতাজি সুভাষচন্দ্র বসুর 125 তম জন্মজয়ন্তী পালনে কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আজ দুপুর তিনটে নাগাদ কলকাতা বিমানবন্দরে নামেন তিনি । বিমানবন্দরে তাঁকে সংবর্ধনা জানাতে উপস্থিত ছিলেন মন্ত্রী পূর্ণেন্দু বসু ।
সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর জন্মদিবসকে জাতীয় পরাক্রম দিবস হিসাবে ঘোষণা করেছেন ৷ ভারতমাতার এই বীর সন্তানকে ইটিভি ভারতে শ্রদ্ধার্ঘ্য।
3.চারটি জাতীয় রাজধানীর দাবি মমতার
"আমি কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানাচ্ছি ঘুরিয়ে ফিরিয়ে দেশের চার জায়গায় সংসদের অধিবেশন হোক।" কলকাতায় রেড রোডের অনুষ্ঠানে এমনই বলেন মুখ্যমন্ত্রী ।
4."নেতাজির পরিকল্পনা কমিশনের ভাবনাকে নষ্ট করেছে", কেন্দ্রকে নিশানা মমতার
নেতাজির জন্মজয়ন্তীতে বিজেপিকে নিশানা মমতার৷ গেরুয়া শিবিরের প্রতি তাঁর কটাক্ষ, ‘‘নেতাজি দূরদর্শী ছিলেন৷ দেশ স্বাধীন হওয়ার আগেই তিনি পরিকল্পনা কমিশন এবং জাতীয় সেনাবাহিনীর ধারণা তৈরি করতে পেরেছিলেন৷ ওঁরা নেতাজিকে নিজেদের আদর্শ বলে দাবি করেন৷ অথচ নেতাজির পরিকল্পনা কমিশনের ভাবনাকে ওঁরা নষ্ট করে দিয়েছেন৷‘‘
5.মমতাকে চ্যালেঞ্জের জবাবে শুভেন্দুকে "বাপের ব্যাটা" আক্রমণ সুপ্রকাশের
ভোটের হাওয়া গরম । চলছে আক্রমণ, পালটা আক্রমণ । ভোটযুদ্ধ শুরুর আগে বাগযুদ্ধে তপ্ত বঙ্গ রাজনীতি । লেগেই আছে ঠোকাঠুকি ।