পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ দুপুর 3 টে - top news@3pm

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top news@3pm
টপ নিউজ় @ দুপুর 3 টে

By

Published : Oct 5, 2021, 3:03 PM IST

1.রাজ্য স্বাস্থ্য কমিশনারের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে

করোনা পরিস্থিতিতে এমনিতেই মানুষ দিশেহারা, তার মধ্যে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে কপর্দকশূন্য হয়ে যাচ্ছে রোগীর পরিবার ৷ ইচ্ছেমতো বিল তৈরি করে হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে ৷ এর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হল আজ ৷

2.গ্রেফতার প্রিয়াঙ্কা গান্ধি

মঙ্গলবার ভোরে উত্তরপ্রদেশ পুলিশ গ্রেফতার করল কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বঢরাকে (Priyanka Gandhi Vadra) ৷ লখিমপুরে যাওয়ার পথে গতকাল সীতাপুরে তাঁকে আটক করা হয় ৷ সেখানে একটি গেস্ট হাউসে তাঁকে গৃহবন্দি করে রাখা হয় ৷

3.ত্রিপুরায় বিজেপিতে প্রথম ভাঙন, তৃণমূলের পথে গেরুয়া বিধায়ক

ত্রিপুরার সুরমা বিধানসভা আসনের বিধায়ক আশিস দাস ৷ তিনি আগামিকাল বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে চলেছেন ৷

4.ভয় পাওয়ার পাত্রী নন আসল কংগ্রেসি প্রিয়াঙ্কা, বোনের পাশে দাঁড়িয়ে টুইট রাহুলের

উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে কৃষকদের গাড়ি চাপা দিয়ে খুনের অভিযোগ ঘিরে উত্তপ্ত গোটা দেশ ৷ ঘটনাস্থলে যাওয়ার পথে আটক হয়েছেন প্রিয়াঙ্কা গান্ধি ৷ বোনের পাশে দাঁড়িয়ে মঙ্গলবার টুইট করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷

5.রামবিলাসের ‘ঘর’-এর বদলে চিরাগ-পশুপতির জুটল হেলিকপ্টার-সেলাই মেশিন

রামবিলাস পাসোয়ানের তৈরি লোক জনশক্তি পার্টি নিয়ে বেশ কিছুদিন ধরেই গোলমাল চলছিল ৷ এবার সেই দলের প্রতীক বাজেয়াপ্ত করে নতুন দু’টি দল ও দু’টি আলাদা প্রতীক দিল নির্বাচন কমিশন ৷

6.সোমবার কয়েক ঘণ্টার বিপর্যয়ে মার্ক জুকারবার্গের ক্ষতি 600 কোটি ডলার

সোমবার রাত থেকে বেশ কয়েক ঘণ্টা ধরে সারা দুনিয়ায় বিচ্ছিন্ন ছিল ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়্যাটসঅ্যাপ, মেসেনজারের যোগাযোগ ৷ কয়েক ঘণ্টায় কোটি কোটি মানুষ, ছোট বড় ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন ৷ কিন্তু জানেন কি খোদ ফেসবুক মালিক কয়েক ঘণ্টায় নিচে নেমেছেন ধনীতম ব্যক্তির তালিকায় ?

7.চাষিদের পিষে ফেলার ভিডিয়ো প্রকাশ কংগ্রেস নেতা ললিতেশপতি ত্রিপাঠীর

লখিমপুর খেরির চাষিদের পিষে দেওয়ার ঘটনার পর মির্জাপুরের প্রাক্তন কংগ্রেস বিধায়ক ললিতেশপতি ত্রিপাঠী একটি ভিডিয়ো টুইট করেন ৷ তিনি লেখেন, যাঁরা কৃষকদের মেরে ফেলার প্রমাণ চান, তাঁরা এই ভিডিয়োটি দেখে নিন ৷ ফের এমন কাজ করার সাহস যেন না হয়, তাই খুনিদের কঠিনতম সাজা দেওয়া হোক ৷ শেষবার হলোকাস্টে নাজিরা ইহুদিদের উপর এমন বর্বরতা করেছিল, যা এখন ক্ষমতায় চুর হয়ে থাকা লোকেরা করছে ৷

8.মমতার বার্তা নিয়ে লখিমপুরে তৃণমূলের সাংসদ দল

লখিমপুর খেরিতে পৌঁছলেন তিন তৃণমূল সাংসদ ৷ এদিন কৃষকদের পরিবারের সঙ্গে দেখা করেন সাংসদ দোলা সেন, আবিররঞ্জন বিশ্বাস এবং প্রতিমা মণ্ডল ৷ কাকলি ঘোষ দস্তিদার ও সুস্মিতা দেবও গিয়েছেন উত্তরপ্রদেশ, তবে তাঁরা সেখানে পৌঁছতে পারেননি ৷ পুলিশের কাছে বাধা পেয়ে লখনউ থেকে ফিরে আসতে হয় তাঁদের ৷

9.কালিয়াচকে জ্বালানির কাঠ সংগ্রহে গিয়ে মজুত বোমা বিস্ফোরণ, আহত দুই কিশোর3

জ্বালানির কাঠ সংগ্রহ করতে গিয়ে বোমার আঘাতে আহত হল দুই কিশোর ৷ মালদার কালিয়াচক 1নং ব্লকের ঘটনায় চাঞ্চল্য ৷ লিচুবাগানে একটি ড্রামের মধ্যে বোমাগুলি রাখা ছিল বলে জানা গিয়েছে ৷ প্রাথমিক চিকিৎসার পর দুই কিশোর সুস্থ রয়েছে ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

10.ধর্ষিতার পরিচয় প্রকাশ মামলায় রাহুলের বিরুদ্ধে নোটিস জারির আর্জি খারিজ আদালতের

এই মামলায় টুইটারকে নোটিস দিয়েছে দিল্লি হাইকোর্ট ৷ এই নিয়ে টুইটারের জবাব চাওয়া হয়েছে আদালতের তরফে ৷ এর জন্য 30 নভেম্বর পর্যন্ত টুইটারকে সময় দিয়েছে দিল্লির উচ্চআদালত ৷ তার মধ্যেই জবাব দিতে বলা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details