পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ দুপুর 3 টে - top news@3pm

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top news@3pm
টপ নিউজ় @ দুপুর 3 টে

By

Published : Oct 3, 2021, 3:09 PM IST

1.ভবানীপুরে জিতে ভারতের পথে আরও এগোলেন মমতা

বিধানসভা নির্বাচনে তৃণমূল ডাবল সেঞ্চুরি করে ৷ তার পর দেশজুড়ে বিজেপি বিরোধিতায় সুর চড়িয়েছে তারা ৷ ভবানীপুরে মমতার জয় সেই বিজেপি-বিরোধিতাকে আরও অক্সিজেন দিল বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের ৷

2.নিজের মেয়েকেই চাইল ভবানীপুর

গত 30 সেপ্টেম্বর ভবানীপুর বিধানসভায় উপ-নির্বাচন হয় ৷ ভোটের হার ছিল প্রায় 57 শতাংশ ৷ রবিবার ইভিএম খুলতে দেখা গেল অধিকাংশ ভোট গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝুলিতেই ৷

3.ফিল্মের কেউ জড়ালেও তদন্ত নিরপেক্ষ হবে, আরিয়ান-কাণ্ডে দাবি এনসিবি প্রধানের

মাদক মামলায় ফিল্মের কেউ জড়ালেও তদন্ত নিরপেক্ষ হবে ৷ মুম্বইয়ের ক্রুজে মাদক পার্টি (Cruise Drugs Party Case) থেকে শাহরুখ খানের ছেলে (SRK's son) আরিয়ান খানের (Aryaan Khan) আটক হওয়ার ঘটনায় এমনই দাবি করলেন এনসিবি প্রধান (NCB Chief) এসএন প্রধান (SN Pradhan)৷

4.ভবানীপুরে রেকর্ড ভোটে জয়ী মমতা

ভবানীপুর উপনির্বাচন সহ আজ তিন কেন্দ্রের ভোটের ফলাফল ঘোষণা ৷ যদিও হাইভোল্টেজ কেন্দ্র ভবানীপুরের দিকেই সকলের চোখ ৷ যে কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ভোটগণনা কেন্দ্রগুলিকে কড়া নিরাপত্তায় মোড়া হয়েছে ৷ এই কেন্দ্র থেকে কে বাজিমাত করবে সেদিকেই নজর ছিল গোটা রাজ্যের ৷ শেষ পর্যন্ত শেষ হাসি হাসেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

5.বিরোধীদের সব চক্রান্তকে জব্দ করে দিয়েছে ভবানীপুরের মানুষ, জয়ের পর বললেন মমতা

ভবানীপুরের উপ-নির্বাচনে জিতলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ 58 হাজার 832 ভোটে তিনি জিতেছেন ৷ জয়ের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, বিরোধীদের সব চক্রান্তকে জব্দ করে দিয়েছে ভবানীপুরের মানুষ ৷

6.মমতার জয় স্পষ্ট হতেই লকেটকে জবাব কুণালের, উচ্ছ্বসিত ফিরহাদও

ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচনের গণনা শুরু হতেই স্পষ্ট হয়ে যায় মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের জয় নিশ্চিত ৷ আর তারপরই টুইটারে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্য়ায়কে নিশানা করলেন কুণাল ঘোষ ৷ টুইটে উচ্ছ্বাস প্রকাশ করেন ফিরহাদ হাকিমও ৷

7.হাতে রং মশাল, গান গেয়ে আনন্দে মাতলেন মদন

উপ-নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা হওয়ার আগেই উৎসবের মেজাজ ভবানীপুরে । এই কেন্দ্রের উপ-নির্বাচনে তৃণমূল প্রার্থী হয়েছেন স্বয়ং দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বিপুল ভোটে তাঁর জয়ের ইঙ্গিত মিলতেই গান গেয়ে, হাতে রং মশাল নিয়ে উৎসবে মেতে উঠলেন তৃণমূল নেতা মদন মিত্র । নিজের গানের মাধ্যমেই দলনেত্রীর প্রতি শ্রদ্ধা ভালবাসা জানালেন তিনি । তিনি জানিয়েছেন, আগামী 2024 এর লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এগিয়ে চলেছে তৃণমূল ।

8.ক্রুজে মাদক পার্টি থেকে আটক শাহরুখ-পুত্র-সহ 8 জনকে জেরা এনসিবি-র

শাহরুখ খানের (Shah Rukh Khan) ছেলে আরিয়ান খান (Aryaan Khan)-সহ 8 জনকে জিজ্ঞাসাবাদ করছে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (NCB) ৷ প্রমোদ তরীতে মাদক পার্টিতে (Mumbai Cruise Drugs Case) হানা দিয়ে তাঁদের আটক করেছে এনসিবি ৷

9.দিল্লিতে ‘আটক’ লালুপ্রসাদ, তেজপ্রতাপের নিশানায় তেজস্বী

লালুপ্রসাদ যাদবকে দিল্লিতে গৃহবন্দি করে রাখা হয়েছে ৷ অভিযোগ তাঁর বড় ছেলে তেজপ্রতাপের ৷ তাঁর দাবি, কিছু লোক আরজেডি সভাপতি হওয়ার স্বপ্ন দেখছেন বলেই তাঁর বাবাকে এভাবে আটকে রাখা হয়েছে ৷ ওয়াকিবহাল মহলের একাংশ মনে করছে, এক্ষেত্রে ছোট ভাই তেজস্বী যাদবকেই নিশানা করেছেন তেজপ্রতাপ ৷

10.খেলা হবে-র সঙ্গে শঙ্খধ্বনি, তৃণমূল সমর্থকদের উচ্ছ্বাস ভবানীপুরে

সম্পূর্ণ ফলাফল বেরোতে এখনও বাকি ৷ তার আগেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের আনন্দে মাতলেন তৃণমূল কর্মী-সমর্থকরা ৷ কখনও শঙ্খ বাজিয়ে, তো কখনও খেলা হবে-র তালে কোমর দোলালেন তাঁরা ৷

ABOUT THE AUTHOR

...view details