1.Amit Shah's Bengal Visit : কলকাতায় নেমেই বাংলায় শাহী-টুইট, দু'দিনের বঙ্গ সফরে ঠাসা কর্মসুচি
দু'দিনের বঙ্গ সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ কলকাতা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক-সহ শীর্ষ নেতৃত্বরা (Union Home Minister Amit Shah arrives at Kolkata Airport in 2 day WB Visit) ৷
2.Mamata Banerjee on Lakshmir Bhandar: 1.5 কোটি মানুষ লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পাচ্ছেন: মমতা
1.5 কোটি মানুষ লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পাচ্ছেন (Mamata Banerjee at Netaji Indoor)৷ নেতাজি ইন্ডোরে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee on Lakshmir Bhandar)৷
3.Amit Shah in West Bengal : কলকাতা বিমানবন্দরে অমিত শাহের পা ছুঁয়ে প্রণাম শুভেন্দুর
আজ সকালে দু'দিনের বঙ্গ সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ কলকাতা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে আগে থেকে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক (Union Home Minister Amit Shah arrives at Kolkata Airport in 2 day WB Visit) ৷ মৈত্রী মিউজিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন, হরিদাসপুরে প্রহরী সম্মেলনে যাওয়ার কথা রয়েছে ৷ আজই উত্তরবঙ্গে যাবেন তিনি ৷
4.Chittorgarh Suicide : চিতোরগড়ে পারিবারিক অশান্তিতে 3 সন্তানকে মেরে আত্মঘাতী মা
তিন সন্তানকে খুন করে আত্মঘাতী মা ৷ ঘটনাটি চিতোরগড়ের কাপাসন থানা এলাকার (Mother killed her 3 children and dies by suicide in Chittorgarh) ৷ পুলিশ দেহগুলি ময়নাতদন্তে পাঠিয়েছে ৷ অনুমান পারিবারিক অশান্তর জেরেই এই ঘটনা ৷
5.Honor Killing in Hyderabad: হায়দরাবাদে অনারকিলিং, প্রকাশ্য রাস্তায় বোনের স্বামীকে নৃশংস খুন যুবকের
হায়দরাবাদে ফের অনারকিলিঙের ঘটনা ঘটল (Honor Killing in Hyderabad)৷ প্রকাশ্য রাস্তায় বোনের স্বামীকে নৃশংস ভাবে খুন করল এক যুবক (Man brutally kills his sister's husband)৷