1. Mamata to Visit Bagtui : বিরাট ষড়যন্ত্র ! আগামিকাল বগটুই যাচ্ছেন মমতা
বৃহস্পতিবার রামপুরহাট যাচ্ছেন মমতা (Mamata to go to Bagtui) ৷ এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নিজেই জানালেন সেকথা ৷
উপপ্রধানকে খুন ৷ তারপর প্রায় 10টি বাড়ি জ্বালিয়ে দেওয়া ৷ এই ঘটনায় তোলপাড় রাজ্য ৷ এই ঘটনাকে স্বতঃপ্রণোদিত মামলা হিসেবে গ্রহণ করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court over Rampurhat Massacre) ৷
3. Biman Bose in Rampurhat: বগটুইতে পৌঁছলেও পুলিশি বাধার মুখে প্রবীণ বামনেতা বিমান বসু
রামপুরহাটের বগটুই গ্রামে পৌঁছলেন প্রবীণ বামনেতা বিমান বসু-সহ অন্য বাম নেতারা ৷ তবে দগ্ধ বাড়িগুলির কাছে যেতে পুলিশি বাধার মুখে পড়লেন বামনেতা ৷ সাংবাদিকদের তিনি বলেন, "পুলিশ বলছে এখন যাওয়া যাবে না ৷ কারণ ফরেনসিকের লোকেরা তদন্ত করছে ৷" ফরেনসিক দফতরের কাজ শেষ হওয়া অবধি অপেক্ষা করবেন তিনি, সাংবাদিকদের জানালেন বিমান বসু ৷ তথ্য ও প্রকৃত সত্য ধামাচাপা দিতে ঘটনার সঙ্গে সঙ্গে খুব সুচতুর ভাবে সিট বা বিশেষ তদন্তকারী দল গঠন করেছে পশ্চিমবঙ্গ সরকার, ঘটনাস্থল থেকে জানালেন বর্ষীয়ান বাম নেতা ৷ (Police prohibits Leftfront leader Biman Bose to enter Bagtui Rampurhat Massacre premises)
4. Rampurhat Massacre : নীরব দর্শক হয়ে বসে থাকব না, রামপুরহাট কাণ্ডে মমতাকে পাল্টা চিঠি রাজ্যপালের
রামপুরহাট কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠির জবাব দিয়ে তাঁর অতীত আন্দোলনের কথা স্মরণ করালেন রাজ্যপাল (Jagdeep Dhankhar Tweet) জগদীপ ধনকড় (Dhankhar's reply to Mamata over Rampurhat Arson) ৷ জানিয়ে দিলেন, তিনি নীরব দর্শক হয়ে বসে থাকবেন না ৷
5. Yogi's Swearing-in Ceremony : যোগীর শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি তুঙ্গে
অগামী 25 মার্চ উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী হিসাবে বিজেপির যোগী আদিত্যনাথ শপথ নেবেন ৷ তার আগে গোটা শহর সেজে উঠেছে ৷ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় মন্ত্রীগণসহ 12 জন বিভিন্ন রাজ্য়ের মুখ্যমন্ত্রী, পাঁচ রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা (Preparations in full swing for Yogi Adityanath's swearing-in ceremony) ।