পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ দুপুর 3 টে - Top News @ 3 PM

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

টপ নিউজ় @ দুপুর 3 টে
টপ নিউজ় @ দুপুর 3 টে

By

Published : Oct 31, 2021, 3:16 PM IST

1.Abhishek Banerjee : ডিসেম্বরেই ত্রিপুরায় সভা মমতার, আগরতলায় ঘোষণা অভিষেকের

আগামী ডিসেম্বর মাসেই ত্রিপুরায় আসবেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ বিপ্লব দেবের ‘মনোবাঞ্ছা পূর্ণ করে’ বিবেকানন্দ ময়দানে সভা করবেন তৃণমূল সুপ্রিমো ৷ রবিবার আগরতলার সভামঞ্চ থেকে একথা ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ তিনি জানান, ত্রিপুরায় আসন্ন পৌরসভা নির্বাচনে সবক’টি আসনেই লড়বে তৃণমূল কংগ্রেস ৷

2. Rajib Banerjee : আগরতলায় অভিষেকের সভায় তৃণমূলে প্রত্যাবর্তন রাজীবের

বিজেপি ছেড়ে ফের তৃণমূল কংগ্রেসে ফিরলেন রাজীব বন্দ্যোপাধ্য়ায় ৷ রবিবার আগরতলায় তৃণমূলের সমাবেশে ঘর ওয়াপসি হয় রাজীবের ৷ কাণ্ডারী, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায় ৷ রাজীবের দাবি, বিজেপিতে গিয়ে তিনি ভুল করেছিলেন !

3. Manohar Pukur Road Murder : স্ত্রীর ‘ঔদ্ধত্য’ সহ্য করতে না পেরেই খুন, দাবি কর্মহীন অরবিন্দর

মনোহরপুকুর রোড হত্যাকাণ্ডে নতুন তথ্য ৷ ধৃত অরবিন্দ বাজাজের দাবি, তিনি কর্মহীন হওয়ার পর থেকেই ঔদ্ধত্য শুরু করেছিলেন স্ত্রী ৷ তাই তাঁকে খুন করেন তিনি ৷

4. Sardar Udham Oscars: সর্দার উধমের অস্কার থেকে ছিটকে যাওয়ায় তোপ তসলিমার, বির্তক থেকে দূরে সুজিত

চলতি বছরের অস্কার মনোনয়ন থেকে 'সর্দার উধম' (Sardar Udham Oscars)-এর ছিটকে যাওয়া নিয়ে সরব হলেন বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন (Taslima Nasreen) ৷ এই বিতর্ক নিয়ে মুখ খুলেছেন ছবির পরিচালক সুজিত সরকারও (Shoojit Sircar)৷

5. Bengal Winter: রাজ্যে হাজির উত্তরের ঠান্ডা বাতাস, আজ আরও কমবে তাপমাত্রা

নিম্নচাপ সরে যেতেই বিনা বাধায় উত্তর-পশ্চিম দিক থেকে শীতল বাতাস (Cold Wind) প্রবেশ করছে রাজ্যে । আজ থেকে কলকাতা-সহ গোটা রাজ্যে তাপমাত্রা (Bengal Winter) আরও কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷

6. Diwali 2021 : চিনা আলো নয়, এবারের দীপাবলিতে মৃৎশিল্পীদের হাতে তৈরি প্রদীপের কদর

মৃৎশিল্পীদের আঁতুড়ঘর চালতেবেরিয়ার পালপাড়া ৷ 35 নম্বর জাতীয় সড়কের দু‘ধারে গড়ে উঠেছে মৃৎশিল্পের কারখানা ৷ দীপাবলির আগে এখান থেকে মাটির প্রদীপ, গণেশ-লক্ষ্মীর মূর্তি, জলের পট, মাটির তৈরি ঘর সাজাবার সরঞ্জাম ট্রাকে ভরে প্রতিদিন পাড়ি দিচ্ছে ভিনরাজ্যে ৷ যাচ্ছে উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাত, বিহারে ৷ গতবছর করোনার কারণে ব্যবসা মার খেয়েছিল ৷ তবে এবছরের দীপাবলিতে মুখে হাসি ফুটেছে পালপাড়ার শিল্পীদের ৷

7. Kolkata Police : নজরদারি শহরজুড়ে, বাজি পোড়ানো বা বিক্রিতে কড়া ব্যবস্থা পুলিশের

আসছে কালীপুজো, দীপাবলি, ছটপুজো ৷ তার আগে কলকাতা হাইকোর্ট নিষিদ্ধ করেছে যে কোনও ধরনের বাজির কেনা-বেচা ও ফাটানো ৷ তাই কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, কেউ নিয়ম ভাঙলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ৷

8. Girl Child: কন্যাসন্তানের জন্মের খুশিতে ভুরিভোজ বহরমপুরে

নিজের দ্বিতীয় কন্যাসন্তানের জন্মের খুশিতে বাড়িতে ঘটা করে লক্ষ্মীপুজো ও শতাধিক মানুষকে ভুরিভোজ করিয়ে অভিনব বার্তা দিলেন বহরমপুর কাশিমবাজার ভাটপাড়ার বাসিন্দা সুহর্ষ প্রামাণিক। পেশায় আদালতকর্মী সুহর্ষ প্রামাণিকের স্ত্রী গত 22 অক্টোবর দ্বিতীয় কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। সেই খুশিতে আজ ভাটপাড়া মিলনী সংঘের মাঠে ভুরিভোজের আয়োজন করা হয়েছে।

9. Uttarakhand Accident: উত্তরাখণ্ডে খাদে গাড়ি পড়ে মৃত 11

উত্তরাখণ্ডে ভয়াবহ দুর্ঘটনায় (Uttarakhand Accident) মৃত্য হল 11 জনের ৷ আহত হয়েছেন কয়েকজন ৷ খাদে গাড়ি পড়ে গিয়ে এই দুর্ঘটনা ঘটে ৷

10. U-23 Asian Cup Qulaifiers : কিরঘিজদের হারিয়েও পরের রাউন্ডে যাওয়া হল না ধীরজদের

ধীরজের দক্ষতায় কিরঘিজস্তান মাত্র 2টি শট নিশানায় রাখতে সমর্থ হয় ৷ প্রতিযোগিতার নিয়মে দশটি গ্রুপের চ্যাম্পিয়ন দল ছাড়াও সেরা চারটি রানার্স দল পৌঁছবে পরের রাউন্ডে ৷ কিন্তু জিতেও সেই লক্ষ্যে পৌঁছতে ব্যর্থ ভারত ৷

ABOUT THE AUTHOR

...view details