1.Chetla Fire : চেতলার বস্তিতে আগুন, জখম চার
এই অগ্নকাণ্ডের ঘটনায় কোনও মৃত্যুর খবর না মিললেও আগুনের তাপে চারজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে ৷
2. Mumbai Fire : মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন, মৃত 1 ; পালাতে গিয়ে নিচে পড়ল মানুষ
দক্ষিণ মুম্বইয়ের কালাচৌকি এলাকার একটি বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড ৷ ঘটনাস্থলে দমকলের 60টি ইঞ্জিন ৷
3. Fuel Price Hike : 95 শতাংশ ভারতীয় পেট্রল ব্যবহার করেন না, দাবি বিজেপি মন্ত্রীর
এর আগে বিজেপি-র তরফে তো বটেই, কেন্দ্রীয় পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের প্রতিমন্ত্রী রামেশ্বর তেলি আবার সাফ জানিয়ে দেন, বিনামূল্যে করোনার টিকা দিচ্ছে সরকার । সে ক্ষেত্রে পেট্রলের দাম তো বাড়বেই ।
4. BJP : বাংলাদেশের মতো পরিস্থিতি যেন বঙ্গে না হয়, তারা মায়ের কাছে প্রার্থনা সুকান্ত-দিলীপের
শুক্রবার সকালে তারাপীঠে পুজো দিলেন পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার । সঙ্গে ছিলেন বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ও বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা-সহ জেলার অন্যান্য নেতা-কর্মীরা ৷ পুজো দেওয়ার পর সুকান্ত মজুমদার বলেন, "বাংলায় শান্তি ফিরে আসুক । বাংলাদেশের মতো পরিস্থিতি পশিমবঙ্গে যেন না হয় । মা তারার কাছে এই প্রার্থনা পুজো দিয়ে প্রার্থনা করেছি ।" আজ সকাল সাড়ে আটটা নাগাদ সুকান্ত মজুমদার ও দিলীপ ঘোষ তারাপীঠে আসেন । তারপর দু’জনেই মা তারার পুজো দেন । বৃহস্পতিবার বীরভূমে এসেছেন তাঁরা ৷ সিউড়ি থেকে গতকাল রাতেই তাঁরা তারাপীঠে পৌঁছান ।
5. ITBP Food Poisoning : খাবারে বিষক্রিয়া, হাসপাতালে ভর্তি 21 আইটিবিপি জওয়ান
রাতে আমিষ জাতীয় খাবার খেয়েছিলেন ৷ তারপর ছত্তিশগড়ের একটি ক্যাম্পে অসুস্থ হয়ে পড়েন 21 জন আইটিবিপি জওয়ান ৷ বারে বারে বমি আর ডায়েরিয়ায় ফলে তাঁদের হাসপাতালে ভর্তি করতে হয়েছে ৷