পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ দুপুর 3 টে

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

টপ নিউজ় @ দুপুর 3 টে
টপ নিউজ় @ দুপুর 3 টে

By

Published : Sep 26, 2021, 3:05 PM IST

1.Subramanian Swamy: কোন আইনে মমতাকে রোমে যেতে বাধা, বিজেপির অস্বস্তি বাড়িয়ে প্রশ্ন স্বামীর

কোন আইনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) রোম (Rome) সফরে যেতে বাধা দিল কেন্দ্রীয় সরকার ? টুইটে এই প্রশ্নে সরব হলেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী (Subramanian Swamy) ৷

2. INDW vs AUSW : সৌরভদের ইডেনের স্মৃতি ফেরালেন মিতালিরা

অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলের টানা 26টি ম্যাচে অপরাজিত থাকা রেকর্ড ভাঙল মিতালি রাজের নেতৃত্বাধীন ভারত ৷ আজ তৃতীয় ওয়ান ডে-তে রান তাড়া করে অস্ট্রেলিয়াকে 2 উইকেটে হারিয়ে দেয় ভারত ৷

3. Cyclone Gulab: আজই স্থলভাগে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় 'গুলাব', উপকূলবর্তী জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

'গুলাব'-এর প্রভাবে প্রবল বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ৷ সবচেয়ে বেশি প্রভাব পড়বে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলায় ৷

4. Mann Ki baat : আজ 'বিশ্ব নদী দিবস'-এ দেশজুড়ে নদী উৎসব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

81তম মন কি বাত শুরু হল সময় মেনে ৷ প্রথমেই প্রধানমন্ত্রী উল্লেখ করলেন দেশের নদীগুলিকে পরিচ্ছন্ন রেখে, দূষণমুক্ত করার লক্ষ্যে শুরু হয়েছিল নমোমি গঙ্গে প্রকল্প ৷ এই প্রসঙ্গে উল্লেখ করলেন মহাত্মা গান্ধির স্বচ্ছতা নিয়ে আন্দোলনের কথা ৷

5. TMC-BJP Clash: সবুজসাথীর সাইকেল চুরির অভিযোগে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, গুলিবিদ্ধ 5

সবুজসাথী প্রকল্পের সাইকেল চুরি ও বিক্রি করার ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ ৷ নদিয়ার কৈখালীর ঘটনায় দু’পক্ষের মধ্যে গুলিও চলেছে ৷ ঘটনায় 5 জন আহত হয়েছেন ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

6. Ramoji Film City : তেলাঙ্গানা পর্যটন পুরস্কার পাচ্ছে রামোজি ফিল্ম সিটি

পর্যটনে সেরার শিরোপা পেল রামোজি ফিল্ম সিটি (Ramoji Film City) ৷ তেলাঙ্গানা রাজ্য পর্যটন পুরস্কার (Telangana State Tourism Award) পেতে চলেছে হায়দরাবাদের এই পর্যটন স্থল ৷

7. Cyclone Gulab : ধেয়ে আসছে গুলাব, আগাম সতর্কতায় বাতিল 24টি দূরপাল্লার ট্রেন

24টি দূরপাল্লার ট্রেন বাতিল করল পূর্ব উপকূলীয় রেল ৷

8. sharmistha mukherjee : সক্রিয় রাজনীতি আর নয়, জানিয়ে দিলেন প্রণব-কন্যা শর্মিষ্ঠা

সক্রিয় রাজনীতি থেকে অবসর নিচ্ছেন প্রণব মুখোপাধ্যায়ের কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায় ৷ তবে কংগ্রেসের প্রাথমিক সদস্য পদ ছেড়ে অন্য় দলে তিনি যাচ্ছেন না বলেও স্পষ্ট করে দিয়েছেন প্রণব-কন্যা ৷

9. IPL 2021 KKR vs CSK : সামনে ধোনির চেন্নাই, জয়ের ধারা অব্যাহত রাখতে পারবে নাইটবাহিনী ?

কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংস পরপর দুটি ম্যাচে জয়ী হয়েছে ৷ আজও জয়ের ধারা অব্যাহত রাখতে বদ্ধ পরিকর দু'পক্ষ ৷ তবে ম্যাচ কার দখলে যায় তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুক্ষণ ৷

10. Press Distributes food : দুর্গতদের পাশে কোস্টাল প্রেস কর্নার

শুধু খবর পরিবেশন করাই নয়, খবরের পরিবেশনের পাশাপাশি বানভাসি মানুষদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিল পূর্ব মেদিনীপুর জেলার সাংবাদিক ও চিত্র সাংবাদিকদের সংগঠন "কোস্টাল প্রেস কর্নার।" ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুর জেলার অতি বর্ষণের কারণে কেলেঘাই নদীবাঁধ ভেঙে প্লাবিত হয় পটাশপুর ও ভগবানপুর বিধানসভার বিস্তীর্ণ এলাকা। জলবন্দি হয়ে পড়েন প্রায় তিন লক্ষাধিক মানুষ। খবর করতে গিয়ে সংবাদমাধ্যমে ক্যামেরায় উঠে আসে এলাকার দুর্দশার চিত্র। একমুঠো খাবারের জন্য হাহাকার করছে বানভাসি এলাকার মানুষেরা। সেই চিত্র দেখে পূর্ব মেদিনীপুরের "কোস্টাল প্রেস কর্নার" সদস্যরা তাদের জন্য ছুটে যান খাওয়ার নিয়ে। যেখানে দীর্ঘদিন ধরে বানভাসি গ্রামের মানুষেরা এখনও পর্যন্ত কোনও ত্রাণ পাননি। সেইসব অনাহারে মানুষের পাশে দাঁড়াতে হাজির হয় সংবাদকর্মীরা। তাঁরা রান্না করা খাওয়ার পরিবেশন করে বানভাসি মানুষদের। প্রায় 900 জনকে দুপুরে রান্না করা খাওয়ার পরিবেশন করা হয়।

ABOUT THE AUTHOR

...view details