1.চলতি বছরের মধ্যেই সমস্ত দেশবাসীকে ভ্যাকসিন, সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্র
2021-এর মধ্যেই সমস্ত দেশবাসী কোভিডের ভ্যাকসিন পাবেন বলে সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্রীয় সরকার ৷
2.আমি স্তম্ভিত, মুখ্যসচিবকে নিয়ে নির্দেশ প্রত্যাহারের অনুরোধে মোদিকে চিঠি মমতার
নির্বাচন চলাকালীন সময় থেকে রাজ্যে করোনা মোকাবিলার কাজ একা হাতে সামলেছেন মুখ্যসচিব । সেই অভিজ্ঞতাকে কাজে লাগাতেই আরও তিন মাস মুখ্যসচিবের মেয়াদ বাড়ানোর জন্য আবেদন জানায় রাজ্য সরকার । মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন, গত 24 মে রাজ্যকে অনুমতি দেওয়ার পর কী এমন হল যে, 28 মে সেই অনুমতি প্রত্যাহার করতে হল । পাশাপাশি তাঁর অনুরোধ, জনস্বার্থের কথা ভেবে এই নির্দেশ প্রত্যাহার করা হোক ।
3.আলাপনকে নিয়ে টানাপোড়েন, পরবর্তী মুখ্যসচিব হতে পারেন হরিকৃষ্ণ দ্বিবেদী
কেন্দ্র ও রাজ্যের মধ্যে আলাপন বন্দ্যোপাধ্যায়য়কে নিয়ে টানাপোড়েনর মাঝে পরবর্তী মুখ্যসচিব হিসাবে উঠে এল হরিকৃষ্ণ দ্বিবেদীর নাম ৷ রাজ্যের তরফে প্রকাশ্যে কিছু ঘোষণা করা হয়নি ৷ তবে এমনই সূত্রের খবর ৷
4.গেলেন না দিল্লি, নবান্নে মুখ্যসচিব
প্রত্যেকদিনের মতো আজও নবান্নেই গিয়েছেন আলাপন বন্দ্যোপাধ্যায় । আজ সচিব স্তরে যে বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী তাতে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে আলাপন বন্দ্যোপাধ্যায়েরও । দুপুর তিনটের যশ নিয়ে বৈঠকে মুখ্যসচিব হিসেবে আলাপন বন্দ্যোপাধ্যায়ই উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে ।
5.প্রায় দেড় লাখে নামল দৈনিক সংক্রমণ, কমল মৃতের সংখ্যাও
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের শেষ বুলেটিন অনুযায়ী, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা 2 কোটি 80 লাখ 47 হাজার 534 জন ৷ মোট মৃত্যু 3 লাখ 25 হাজার 972 ৷ তবে আক্রান্তের চেয়ে সুস্থের সংখ্যা বেশি ৷ এখনও পর্যন্ত মোট করোনাজয়ীর সংখ্যা 2 কোটি 56 লাখ 92 হাজার 342 ৷ সক্রিয় আক্রান্তের সংখ্যা 20 লাখ 26 হাজার 92 জন ৷ এখনও পর্যন্ত করোনার টিকা পেয়েছেন 21 কোটি 31 লাখ 54 হাজার 129 জন ৷