পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ দুপুর 3 টে - খবর এক নজরে

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধূলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top 3
top3

By

Published : Mar 14, 2021, 3:10 PM IST

1.হুইলচেয়ারেই মিছিল মমতার, ভাঙা পায়েই জেতার ডাক অভিষেকের

ভাঙা পা নিয়েই ভোটে লড়ে ফের ক্ষমতা দখল করবেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়৷ নন্দীগ্রাম দিবস উপলক্ষে মেয়ো রোডে বক্তব্য় রাখতে গিয়ে একথা বললেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় ৷

2.শুধুই কি মমতার অসুস্থতার কারণে ইস্তাহারের দিন পরিবর্তন ?

দলনেত্রীর শরীর অসুস্থ থাকার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ আজ কলকাতার বাইরে চলে যাবেন মমতা ৷ সে কারণে সময়ের অভাব ৷ জানানো হয়েছে দলের তরফে ৷

3.মতুয়া ভোটের দিকে নজর ? ওড়াকান্দি সফরে প্রধানমন্ত্রী

মতুয়া গুরু হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুরের জন্মস্থান ওড়াকান্দি ৷ তাই মতুয়াদের কাছে ওই স্থানটি অত্য়ন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ ৷ শান্তনু ঠাকুর জানিয়েছেন, প্রধানমন্ত্রী সেখানে যাবেন এবং পুজো দেবেন ৷ সেখানে প্রচুর মানুষ আসবেন৷ তাঁদের সঙ্গে কথাও বলবেন প্রধানমন্ত্রী ।

4.অ্যাকোরিয়ামের রঙিন মাছে ভোটের উত্তাপ খুঁজছে বাঙালি

গান, মিষ্টি তো অনেক হল ৷ চিরকালের হুজুগে বাঙালি এবার রঙিন মাছের মাধ্যমে ভোট যুদ্ধে মেতেছে ৷ বাড়ির ছাদে বাগান বা অ্যাকোরিয়ামে মাছ পোষা বাঙালির শখের মধ্য অন্যতম ৷ সেই শখেও মিশেছে রাজনৈতিক রং ৷ অ্যাকোরিয়ামের রঙিন বাসিন্দারাও এখন বাংলার রাজনৈতিক উত্তাপের অংশ ৷ হাওড়ার রঙিন মাছের দোকানে এখন এমন মাছের চাহিদা ঊর্ধ্বমুখী ।

5.নন্দীগ্রামে গুলি চালানো পুলিশকে পদোন্নতি দিয়েছে রাজ্য, স্মরণ করালেন শুভেন্দু
নন্দীগ্রাম আন্দোলনের সময় কার ভূমিকা বেশি ছিল... মমতার না শুভেন্দুর, তা প্রমাণ করার লড়াই এবারের নির্বাচনে ৷ ভোটের বাকি আর মাত্র কয়েকদিন ৷ তার আগে নন্দীগ্রামে পুলিশের গুলি চালানোর স্মৃতি ফের উস্কে দিলেন শুভেন্দু ৷

6.বালিতে রবিবাসরীয় প্রচারে তৃণমূল প্রার্থী

বালি বিধানসভা কেন্দ্রে এবারের তৃণমূল প্রার্থী রানা চট্টোপাধ্যায় ৷ রবিবার কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে নিজের বিধানসভা এলাকায় নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করেন তিনি ৷ স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন ৷ শোনেন তাঁদের সমস্যার কথা ৷ এলাকাবাসীও নিজেদের ক্ষোভের কথা জানান প্রার্থীকে ৷ তবে সব সামলেও নিজের জয়ের বিষয়ে আত্মপ্রত্যয়ী রানা চট্টোপাধ্যায় ৷

7.জল খেতে মন্দিরে ঢোকায় যোগীরাজ্যে বালককে বেধড়ক মার

আবারও খবরের শিরোনামে উত্তরপ্রদেশ ৷ জল খেতে মন্দিরে ঢোকায় বেধড়ক মারধর করা হল এক বালককে ৷ এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে ৷

8.বার্থডে স্পেশাল : মিস্টার পারফেকশনিস্ট নয়, আমিরের আসল পরিচয় তাঁর প্যাশনে

স্রোতের বিপরীতে হেঁটে কখনও নিয়েছেন ঝুঁকি,আবার কখনও নতুন চ্যালেঞ্জ । পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে গিয়ে প্রতি মুহূর্তে নিজেকে ভেঙেছেন । নিখুঁতভাবে অভিনয় করেছেন নানা বয়সের নানা ধরনের চরিত্রে । সময়ের সঙ্গে হয়ে উঠেছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট । কার কথা হচ্ছে বুঝতে পারছেন নিশ্চয়ই । তিনি আমির খান । আজ আমিরের জন্মদিন 9.6,6,6,6...যুবি মনে করালেন বিশ্বকাপের রাত

শনিবার যুবরাজের ব্যাটিং স্টুয়ার্ট ব্রড দেখেছেন কি না জানা নেই ৷ দেখে থাকলে 14 বছর আগের দুঃস্বপ্নের রাতে ফিরে যেতেন তিনি ৷

10.15তম কোটিপতি লিগে 10 দলের লড়াই, মে মাসে নিলাম

চলতি বছরেই আট থেকে দল দলের আইপিএল করার কথা ভেবেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড ৷ কিন্তু করোনা সংক্রমণের কথা চিন্তা করে সেই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসতে হয় ৷

ABOUT THE AUTHOR

...view details