পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ দুপুর 3টে - টপ নিউজ় @ দুপুর 3টে

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

TOP NEWS @ 3 PM
টপ নিউজ় @ দুপুর 3টে

By

Published : Jan 30, 2021, 3:01 PM IST

1. ব্যস্ত নাড্ডা-রাজনাথ, কাল ডুমুরজলায় বিজেপির স্মৃতি ফেরানোর দায়িত্বে ইরানি

জেপি নাড্ডা ও রাজনাথ সিং আসবেন বলে প্রাথমিকভাবে শোনা গেলেও, শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, তাঁরা কেউ আসতে পারছেন না । তাঁদের বদলে আসছেন স্মৃতি ইরানি ।

2. ইজরায়েলের দূতাবাসের বাইরে বিস্ফোরণের দায়স্বীকার জইশ-উল-হিন্দের

সিসিটিভি ফুটেজে দু'জন সন্দেহভাজন ব্যক্তিকে একটি ক্যাব থেকে নামতে দেখা গিয়েছে ৷ আরও বড় কোনও নাশকতার ছক করা হচ্ছিল বলেও অনুমান করছে পুলিশ ।

3. অমিতের পাঠানো চাটার্ড বিমানে দিল্লি যাচ্ছেন রাজীব-বৈশালীরা, আজই বিজেপিতে যোগদান

দিল্লি চললেন বেসুরো, বহিষ্কৃত ও দলত্যাগী তৃণমূলীরা৷ তাঁরা দিল্লি গিয়ে অমিত শাহ, জেপি নাড্ডার সঙ্গে দেখা করবেন ৷ আজই বিজেপিতে যোগদান ৷ তাঁদের বিশেষ চার্টার্ড বিমান পাঠাচ্ছেন অমিত শাহ ৷

4. প্রয়াত বর্ষীয়ান অভিনেতা ইন্দ্রজিৎ দেব

73 বছর বয়সে এসে শেষ নিশ্বাস ত্যাগ করলেন টেলিভিশন-সিনেমার পরিচিত অভিনেতা ইন্দ্রজিৎ দেব ।

5. "ট্র্যাক্টর সমাবেশে হিংসার দায় কৃষক নেতাদেরই"

"কৃষক নেতাদের অনুরোধেই দিল্লিতে শান্তিপূর্ণ ট্র্যাক্টর সমাবেশের অনুমতি দেওয়া হয়েছিল । কিন্তু, নির্ধারিত সময়ের আগে যাওয়ার চেষ্টা করেই তা লঙ্ঘন করেন কৃষকরা ।" ইটিভি ভারতকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এমনটাই দাবি করলেন প্রীত বিহারের এসিপি বীরেন্দ্রকুমার শর্মা ।

6. ইজ়রায়েলের দূতাবাসে বিস্ফোরণ ঘটনার সিসিটিভি ফুটেজে 2 সন্দেহভাজন

ইজ়রায়েলের দূতাবাসের বিস্ফোরণ ঘটনায় সিসিটিভি ফুটেজে দুজন সন্দেহজনক ব্যক্তিকে একটি ক্যাব থেকে নামতে দেখা গিয়েছে ৷ তারা দূতাবাসের সামনে বিস্ফোরক রেখেছিল কিনা তদন্ত করছে পুলিশ ৷ ক্যাব চালককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷

7. তৃণমূল হাতে চুড়ি পরে বসে নেই : অনুব্রত

"যাঁরা অপরাধ করেছেন, তাঁরা কেউ ছাড় পাবেন না । হুমকি দিয়ে কিছু হবে না । তৃণমূল হাতে চুড়ি পরে বসে নেই ।" শুক্রবার মঙ্গলকোটের নিগনে খুন হওয়া তৃণমূল নেতা সুজিত ঘোষের পরিবারের সঙ্গে দেখা করতে যান তিনি। তাদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে ফের হুঁশিয়ারি দেন অনুব্রত মণ্ডল ।

8. ‘‘অমিত শাহের সভা বাতিল করে মতুয়াদের অপমান’’, বিজেপিকে নিশানা মমতাবালার

ঠাকুরনগরে অমিত শাহের সভা বাতিলকে কেন্দ্র করে নয়া রাজনৈতিক বিতর্ক উস্কে দিলেন মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি মমতাবালা ঠাকুর ৷ তাঁর অভিযোগ বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার মতুয়াদের নাগরিকত্ব দিতে পারবে না বলেই অমিত শাহ ঠাকুরনগরের সভায় এলেন না ৷

9. ব্রিটিশ সিংহ বধে ভরসা কি হবেন হার্দিক ?

দেশে ও বিদেশে দু’রকম স্ট্র্যাটেজি নিয়ে খেলে ভারতীয় দল ৷ উপমহাদেশে দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার সঙ্গে তৃতীয় স্পিনার হিসেবে মাঝেমধ্যে খেলেন কুলদীপ যাদব ৷ পেস বোলিংয়ে কোহলি ভরসা করেন মহম্মদ শামি, জসপ্রীত বুমরা ও উমেশ যাদবদের উপর ৷

10. বলিউডের হিরোরা টাইপকাস্ট হন, আমি নই : নওয়াজ়ুদ্দিন

নওয়াজ়ুদ্দিন সিদ্দিকির মতো ভার্সেটাইল অভিনেতা ইন্ডাস্ট্রিতে কমই আছেন । এত ধরনের চরিত্রে তিনি অভিনয় করেছেন যে, তাঁকে কোনও নির্দিষ্ট খাপে বসানো যায় না । নওয়াজ়ের মতে বলিউডের যারা মেইনস্ট্রিম হিরো, তাঁরাই আসলে টাইপকাস্ট হয়ে যান ।

ABOUT THE AUTHOR

...view details