পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ দুপুর 1 টা - top news@1pm

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top news@1pm
টপ নিউজ় @ দুপুর 1 টা

By

Published : Nov 19, 2021, 1:02 PM IST

1.তিন বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা মোদির

তিন বিতর্কিত কৃষি আইন (Farm Laws) প্রত্যাহার করার ঘোষণা করলেন মোদি (Narendra Modi) ৷ আগামী সাংসদ অধিবেশনে এই নিয়ে পদক্ষেপ করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷

2.কৃষি আইন প্রত্যাহার কৃষক সমাজের জয়, বললেন মমতা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা করেছেন ৷ তারপরই টুইট করে কৃষকদের অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ বললেন, এটা কৃষক সমাজের জয় ৷

3.কৃষি আইন প্রত্যাহারে কৃষকদের অভিনন্দন জানানোর ধুম বামেদের, মমতাকে খোঁচা সুজনের

কেন্দ্রের 3টি বিতর্কিত কৃষি আইনের বিরোধিতায় 2020-র নভেম্বরে দিল্লি সীমান্তে আন্দোলনে নেমেছিলেন কৃষকেরা ৷ দেশের বিভিন্ন প্রান্ত থেকে কৃষকেরা জড়ো হয়েছেন এখানে ৷ আজ সেই আন্দোলনের জয় হল ৷

4.বুদবুদে রাস্তায় হাতির দল, অবরুদ্ধ জাতীয় সড়ক

বুদবুদের তিলডাঙা এলাকায় জাতীয় সড়কে 24টি হাতির দল ৷ সতর্কতা জারি হল পূর্ব ও পশ্চিম বর্ধমানের বেশ কিছু এলাকায়।

5.স্কুল চালু হলেও হাল ফিরল না পুলকার মালিকদের

স্কুল পুনরায় চালু হলেও অবস্থার কোনও পরিবর্তন হয়নি পুলকার মালিকদের ৷ এই অবস্থায় মুখমন্ত্রী থেকে শুরু করে পরিবহণ ভবন সর্বত্র চিঠি দিয়েছেন তারা। কিন্তু কোনও লাভ হয়নি।

6.খাগড়ায় আক্রান্ত কংগ্রেস নেতা, তৃণমূলকে কাঠগড়ায় তুললেন অধীর

পুজোর প্রসাদ খেতে গিয়ে হঠাৎ আক্রন্ত হন কংগ্রেস নেতা হীরু হালদার ও কয়েকজন কংগ্রেস কর্মী ৷ গুরুতর জখম অবস্থায় তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন ৷ তৃণমূল সরকারের কাছে অধীর চৌধুরীর প্রশ্ন, মুর্শিদাবাদ-সহ রাজ্যে কংগ্রেস শূন্য হওয়া সত্ত্বেও এই হামলার কোনও প্রয়োজন আছে কি ?

7.আপাতত রোদ ঝলমলে দিন, রাতে ঠান্ডার আমেজ রাজ্যে

সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে ৷ তাই দুপুরের দিকে একটু অস্বস্তিকর গরম থাকছে ৷ আবার রাতে ঠান্ডা ৷ তবে বৃষ্টির পূর্বাভাস দেয়নি আবহাওয়া অফিস ৷

8.রাসচক্র ঘুরিয়ে কোচবিহারে রাস উৎসবের সূচনা করলেন জেলাশাসক পবন কাদিয়ান

কোচবিহারে 200 বছরের প্রাচীন রাস উৎসবের সূচনা করলেন দেবত্র ট্রাস্ট বোর্ডের সভাপতি তথা কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান । উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারী ।

9.নিউটাউনের পুকুরে মাছ ধরলেন দিলীপ, শৈশবের স্মৃতি রোমন্থন করে পোস্ট সোশ্যাল মিডিয়ায়

কোনও সভা বা বিতর্কিত মন্তব্য নয় ৷ নিউটাউনের একটি পুকুরে ছিপ ফেলে মাছ পেয়েছেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ সেই ভিডিয়ো, ছবি নিজেই পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় । ছোটবেলার স্মৃতির কথা জানিয়ে লেখেন, "কথায় বলে মাছে ভাতে বাঙালি । ছোটবেলায় প্রবল উৎসাহে গ্রামের বাড়িতে ছিপে মাছের চারা দিয়ে মাছ ধরতাম । আজ আবার ইচ্ছে হল । নিউটাউনের আশপাশেই একটি পুকুরে ছিপ ফেলে মাছ ধরলাম ।" কিছুদিন আগে শৈশবের গ্রামের বাড়ি গোপীবল্লভপুরে গিয়েছিলেন দিলীপ । সেদিনও নিজের ফেসবুকে শেয়ার করেছিলেন শৈশবের টুকরো চিত্র । লিখেছিলেন, "আজ আমার আজন্মলালিত বাল্যভূমি গোপীবল্লভপুরে গিয়েছিলাম । গ্রামের বাড়িতে সেই ছোটবেলার দিনগুলো ফিরে পেলাম । মায়ের লাগানো গাছ থেকে বাতাবিলেবু, কমলালেবু পাড়তে পাড়তে বারবার স্মৃতির সারণী বেয়ে ফিরে পাচ্ছিলাম নিজের শৈশব ।"

10.পাহাড়ে ফের নয়া সমীকরণ, অনিতের পর এবার প্রাক্তন জিএনএলএফ সেনাপতির নতুন রাজনৈতিক দল

জিএনএলএফের (Gorkha National Liberation Front) প্রাক্তন নেতা শুরু করতে চলেছেন নতুন দল ৷ বৃহস্পতিবার রাতে সোশ্যাল মিডিয়ায় অজয় এডওয়ার্ডস তাঁর নতুন দলের নাম ঠিক করার জন্য সাধারণের মতামত চেয়েছেন ৷ বিশেষজ্ঞদের মতে, অজয় এভাবে মানুষের সমর্থন কতটা তাঁর দিকে রয়েছে তা বোঝার চেষ্টা করছেন ৷

ABOUT THE AUTHOR

...view details