1. 2 এপ্রিলের পর দেশে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ, কমল মৃত্যুও
আক্রান্তের পাশাপাশি কমছে মৃতের সংখ্যা ৷ স্বস্তি দিচ্ছে দেশের করোনা পরিস্থিতি ৷ লাখের নিচে সংক্রমণ ৷
2. আসানসোলে পথ দুর্ঘটনায় দগ্ধ হয়ে মৃত্যু ম্যাটাডোর চালকের, মৃত আরও এক
রবিবার সাতসকালে আসানসোল উত্তর থানা এলাকার কাল্লা মোড়ে 2 নম্বর জাতীয় সড়কের উপর মর্মান্তিক একটি পথ দুর্ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে ৷ তাঁদের মধ্যে একজন একটি ম্যাটাডোরের চালক ৷ তিনি সম্পূর্ণ দগ্ধ হয়ে মারা যান ঘটনাস্থলেই ৷ একজনের অবস্থা আশঙ্কাজনক ৷ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷
3. 47th G7 summit : ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ে সাহায্যের জন্য জি-7 দেশগুলিকে ধন্যবাদ মোদির
এবারের 47তম জি7 বৈঠকে (47th G7 summit) ভবিষ্যতে প্যানডেমিকের বিরুদ্ধে লড়তে স্থিতিশীল স্বাস্থ্য পরিকাঠামোর দিকে নজর দেওয়া হয়েছে ৷ পাশাপাশি ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের মোকাবিলায় সাহায্য করার জন্য জি7 দেশগুলিতে ধন্যবাদ জানান মোদি ৷
4. Amit Mitra : জিএসটির বৈঠকে উপেক্ষিত হওয়ার অভিযোগ অমিত মিত্রের, অভিযোগ ওড়ালেন অনুরাগ ঠাকুর
রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রের (Amit Mitra) দাবি, কেন্দ্র জোর করে কোভিড সামগ্রী যেমন, মাস্ক, পিপিই কিট এবং স্যানিটাইজারে জিএসটি বসিয়েছে ৷ রাজ্যগুলির থেকে জোর করে কর আদায় করা হয়েছে । তাঁর অভিযোগ, এই বিষয়ে তিনি গতকাল জিএসটি কাউন্সিল বৈঠকে বলতে চাইলে তাঁকে বলতে দেওয়া হয়নি । যদিও অনুরাগ ঠাকুরের পাল্টা দাবি, কেন্দ্রীয় অর্থমন্ত্রী কাউকে উপেক্ষা করেননি । বলার সুযোগ দেওয়া হয়েছিল । কিন্তু, তিনি কিছুই বলেননি ।
5. নদী ভাঙনকে "জাতীয় বিপর্যয়" ঘোষণা করা হোক, প্রধানমন্ত্রীকে আর্জি অধীরের
গঙ্গার নদী ভাঙনে জর্জরিত মালদা ও মুর্শিদাবাদ জেলার মানুষ । আর তাই প্রধানমন্ত্রীর কাছে নদী ভাঙনকে "জাতীয় বিপর্যয়" ঘোষণা করার আর্জি করেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী । তিনি চিঠিতে বলেন, নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষদের সমস্যা সমাধান করা হোক ।