1. Weather Update in Bengal : বঙ্গে এবার শীতের রোদ্দুর, পরিষ্কার আকাশ
শেষমেশ বহু প্রতীক্ষিত শীত এল রাজ্যে ৷ বর্ষা বিদায় নিলেও বেশ কিছুদিন ধরে মেঘলা আকাশ আর নিম্নচাপের বৃষ্টিতে নাজেহাল হয়েছিলেন রাজ্যবাসী ৷ অতঃপর নামে পারদ (Weather Update in Bengal) ৷
2.Opposition leaders meet : মল্লিকার্জুনের দফতরে বৈঠকে সংসদের উভয়কক্ষের বিরোধী নেতারা
12 জন সাংসদকে বহিষ্কার ইস্যুতে পদযাত্রার প্রস্তাব (Opposition leaders meet to Discuss on Protest March) দিয়েছে লোকসভা এবং রাজ্যসভার বিরোধী দলগুলি ৷ সেই প্রস্তাব নিয়ে আলোচনা করতেই বৈঠক বিরোধী দলগুলির নেতাদের (Opposition leaders meet) ৷ আজ অধিবেশন শুরুর আগে রাজ্যসভার নেতা মল্লিকার্জুন খাড়গের দফতরে এই বৈঠক হবে ৷
3.First Omicron death in UK : ব্রিটেনে ওমিক্রনে প্রথম মৃত্যু নিশ্চিত করলেন জনসন
ওমিক্রন এবার মৃত্যু ডেকে আনল ব্রিটেনে (First Omicron death in UK) ৷ সে দেশে প্রথম ওমিক্রনের কারণে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন (Boris Johnson confirms first Omicron death in UK) ৷
4. Modi witnesses Ganga Aarti : শিব দীপোৎসবে লেজ়ার শো, গঙ্গা আরতিতে সন্ধে কাটল প্রধানমন্ত্রীর
বারাণসী তাঁর লোকসভা কেন্দ্র ৷ আসছে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন ৷ 2024-এর লোকসভা নির্বাচনের আগে যোগী রাজ্যের এই নির্বাচনের ফলাফল গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং গেরুয়া শিবিরের কাছে ৷ সোমবার কাশী বিশ্বনাথ করিডর প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ৷ তাঁর আগমনে নতুন রূপে সেজে উঠেছে বারাণসী ৷ সন্ধ্যায় গঙ্গা আরতি (PM Narendra Modi witnesses Ganga Aarti) আর শিব দীপোৎসব উপলক্ষ্যে লেজ়ার শো দেখতে মগ্ন ছিলেন প্রধানমন্ত্রী ৷ সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী যোগী (PM Narendra Modi witnesses laser light show in Varanasi) ৷ রাতে যোগী আদিত্যনাথকে নিয়ে ঘুরে দেখলেন বারাণসী রেল স্টেশন ৷
5.Indonesia Flores Island earthquake : ইন্দোনেশিয়ায় সমুদ্রে ভূমিকম্প, জারি সুনামির সতর্ক বার্তা
কেঁপে উঠল সমুদ্র ৷ তাহলে কি ফের সুনামি ? তেমনই আশঙ্কা প্রকাশ করেছে ইন্দোনেশিয়ার মেটেরিওলজিক্যাল সংস্থা (Undersea earthquake has struck off Flores Island) ৷