পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ সকাল 11 টা - টপ নিউজ় @ সকাল 11 টা

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

টপ নিউজ় @ সকাল 11 টা
টপ নিউজ় @ সকাল 11 টা

By

Published : Jun 12, 2021, 11:32 AM IST

1.Mukul Roy : মুকুলকে জ়েড ক্যাটাগরি দিতে পারে রাজ্য

গতকালই মুকুলের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য পুলিশকে । ইতিমধ্যেই বিজেপির দেওয়া কেন্দ্রীয় নিরাপত্তা ছেড়েছেন মুকুল । এর জন্য প্রয়োজনীয় চিঠিপত্র আগেই পাঠিয়ে দিয়েছেন তিনি । শনিবার সকালে তিনি জানিয়েছেন, তিনি কোনও কেন্দ্রীয় নিরাপত্তা নিচ্ছেন না । আবার শোনা যাচ্ছে, রাজ্যের তরফে তাঁকে জ়েড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হতে পারে ।

2.Newtown Shoot-out : ভুয়ো নামে সিম কিনে জাল তৈরি করছিল ভরত

নতুন তথ্য উঠে এল নিউটাউন শ্যুট আউট কাণ্ডে (Newtown Shoot-out) ৷ গ্যাংস্টাররা ভুয়ো এক ব্যক্তির নামে মোবাইলের সিম কার্ড তুলেছিল ৷ পশ্চিম মেদিনীপুরের আকাশ পাল নামে এই ভুয়ো ব্যক্তিকে কেন বেছে নেওয়া হল তা জানতে তদন্ত চলছে ৷ এ বিষয় পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারের সঙ্গে আলোচনা চালাচ্ছেন রাজ্য পুলিশের এসটিএফের গোয়েন্দারা ।

3.Weather Forecast : বর্ষা এল বঙ্গে, বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ ও আগামী কাল আকাশ মেঘলা থাকবে । রাজ্যের সর্বত্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । কয়েকটি জেলায় ভারী ও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

4.Corona in India : 70 দিন পর দেশে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ, বাড়ল মৃত্যু

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত 24 ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে 84 হাজার 332 । এই নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 2 কোটি 93 লাখ 59 হাজার 155 । একদিনে মৃত্যু হয়েছে 4 হাজার 2 জনের ।

5.Sonu Sood: সোনুর সঙ্গে দেখা করতে হায়দরাবাদ থেকে খালি পায়ে হেঁটে মুম্বই এল ভক্ত

বৃহস্পতিবার সোনু ইনস্টাগ্রামে সেই ভক্তের সঙ্গে একটি ছবি শেয়ার করে লিখেছেন, " ভেঙ্কটেশ নামের এই ছেলেটি আমার সঙ্গে দেখা করার জন্য হায়দরাবাদ থেকে মুম্বই খালি পায়ে হেঁটে এসেছে ৷ তার জন্য কোনও রকম পরিবহনের ব্যবস্থাও সে আমায় করতে দেয়নি ৷ ছেলেটি খুবই অনুপ্রেরণাশীল, এবং আমি আপ্লুত ৷"

6.Babul Supriyo : ব্যাডমিন্টনের শাটল-এর সঙ্গে তুলনা, মুকুলকে তীব্র আক্রমণ বাবুলের

মুকুল রায়কে কটাক্ষ করে নিজের ফেসবুক পোস্টে বাবুল সুপ্রিয় লেখেন, "আচ্ছা বলুন তো, রাজনৈতিক নেতাদের মানুষ অপছন্দ কেন করবে না ? কোনও রাজনৈতিক নেতার থেকে 'নৈতিক' কিছু মানুষ (আর) আশা করে না, তাদের দোষও দেব না ৷"

7.Samaresh Majumdar : শ্বাসনালীতে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি সমরেশ মজুমদার

প্রবল শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হলেন সমরেশ মজুমদার (Samaresh Majumdar) ৷ শুক্রবার সন্ধ্যায় তাঁকে সল্টলেকের কাছে ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ৷ জানা গিয়েছে তাঁর শ্বাসনালীতে সংক্রমণ ধরা পড়েছে ৷

8.Prashant Kishor : মুম্বইয়ে শরদ পাওয়ারের সঙ্গে পিকে-র বৈঠক, উস্কে দিল 'মিশন 2024' জল্পনা

শুক্রবার মুম্বইয়ে শরদ পাওয়ারের (Sharad Pawar) সঙ্গে মধ্যাহ্নভোজের মোড়কে 4 ঘণ্টার বৈঠক সেরেছেন প্রশান্ত কিশোর (Prashant Kishor) ৷ 'অবসর' নেওয়ার কথা বললেও শুক্রবার তাঁর সারাদিনে কর্মসূচি তাঁর 'মিশন 2024' নিয়ে গুঞ্জন তৈরি করেছে ৷ তারপরই সন্ধ্যায় যান শাহরুখ খানের (Shah Rukh Khan) সঙ্গে দেখা করতে ৷ প্রশান্তের ঘনিষ্টমহল সূত্রে জানা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং এমকে স্ট্যালিনকে (M. K. Stalin) সমর্থন করা প্রতিটি নেতার সঙ্গেই সাক্ষাৎ করবেন তিনি ৷

9.কন্ট্রোভার্সিতে ভরপুর করিনা

বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম করিনা কাপুর খান ৷ অসাধারণ অভিনয় ও বিতর্কিত মন্তব্যে যেন সর্বদাই লাইমলাইটে বলিউডের বেবো ৷ সেইসঙ্গে তাঁর লাইফস্টাইলও নানা কারণে চর্চিত হয়েছে মিডিয়াতে ৷

10.করোনা আক্রান্ত হয়ে প্রয়াত রামকৃষ্ণ মিশনের ভাইস প্রেসিডেন্ট শিবমায়ানন্দ, শোকপ্রকাশ রাজ্যপালের

22 মে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন স্বামী শিবমায়ানন্দ । ওইদিনই তাঁর করোনা রিপোর্ট পজ়িটিভ আসে । তবে ক্রমে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে । এরপরই গতকাল রাত 9টা 5 মিনিট নাগাদ তাঁর মৃত্যু হয় ।

ABOUT THE AUTHOR

...view details