1.দেশে দৈনিক সংক্রমণ পৌঁছল রেকর্ড 1.84 লাখে, করোনা লাফিয়ে বাড়ছে বঙ্গেও
যত দিন যাচ্ছে ততই চিন্তা আরও বাড়াচ্ছে করোনাভাইরাস ৷ দেশে এ বার দৈনিক সংক্রমণ বেড়ে 1.84 লাখ ছাড়িয়ে গেল ৷ করোনায় মৃতের সংখ্যাও হাজার ছাড়িয়েছে ৷ রাজ্যেও করোনার বাড়-বাড়ন্তে কপালে ভাঁজ পড়েছে স্বাস্থ্যকর্তাদের ৷
2.আত্মরক্ষার জন্য গুলি চালাতে পারে বাহিনী, সাফ জানালেন বিবেক দুবে
চতুর্থ দফায় ভোটের দিন শীতলকুচিতে সিআইএসএফের জওয়ানদের গুলিতে প্রাণ হারিয়েছিলেন চার গ্রামবাসী ৷ তার মধ্যে আনন্দ বর্মন নামে এক বিজেপি কর্মীর মৃত্যুকে ঘিরে রাজনীতিতে জলঘোলা হয়েছে বিস্তর ৷ কেন্দ্রীয় বাহিনীর তরফে একই ঘটনার পুনরাবৃত্তি চায় না কমিশন ৷ পাশাপাশি নিরাপত্তার স্বার্থে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গুলি চালাতে পারেন বলেও স্পষ্ট করে জানিয়েছেন কমিশনের বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে ৷
3.মমতার সঙ্গে দেখা করবে না আনন্দ বর্মনের পরিবার
চতুর্থ দফা ভোটের দিন মাথাভাঙা উত্তপ্ত হয়ে উঠেছিল বিজেপি কর্মী হিসাবে পরিচিত আনন্দ বর্মনের মৃত্যুকে ঘিরে ৷ তাঁর মৃত্যুকে ঘিরে রাজনীতিতে জল গড়িয়েছে বিস্তর ৷ ঘটনার পরের দিন মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা থাকলেও যেতে পারেননি মমতা ৷ অবশেষে আজ তাঁর যাওয়ার কথা ঠিক হয় ৷ কিন্তু নেত্রীর সঙ্গে কোনওভাবেই দেখা করবেন না বলে সাফ জানিয়েছেন মৃত আনন্দ বর্মনের পরিবার ৷
4.জিতলেই কামারহাটিতে কুড়ি হাজার চাকরি দেবেন মদন
2016 সালের নির্বাচনে টিম ছিল, জার্সি ছিল ৷ ছিল না শুধু ক্যাপ্টেন ৷ কিন্তু এবারের নির্বাচনে খোদ ক্যাপ্টেন রয়েছে ৷ ওই নির্বাচনে হার হয়েছিল বলেই এবার মানুষ দ্বিগুণ ভোটে নির্বাচিত করবে ৷ নন্দীগ্রামের পরে কামারহাটির নাম জনপ্রিয় হয়ে উঠবে ৷
5.অপেক্ষাই সার, শাহ না-আসায় মন খারাপ দাড়িভিটে নিহতের পরিবারের
রোড শো সেরে অমিত শাহ যাবেন বলে ঠিক ছিল ৷ তাই দই-মিষ্টি বানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য অপেক্ষা করছিল দাড়িভিটের নিহত ছাত্রের পরিবার ৷ তবে শাহ শেষ পর্যন্ত না-যাওয়ায় তাদের মন খারাপ ৷