1.দেশে সর্বপ্রথম লাখের গণ্ডি ছাড়াল দৈনিক সংক্রমণ
গত 24 ঘণ্টায় দেশে সর্বাধিক দৈনিক সংক্রমণ ৷ আক্রান্ত 1 লাখ 3 হাজার 558 জন ৷
2.করোনা মোকাবিলায় পঞ্চমুখী দাওয়াই প্রধানমন্ত্রীর
রবিবার উচ্চ পর্যায়ের জরুরি বৈঠকে পাঁচটি বিষয়ে গুরুত্ব দিতে বলেন নরেন্দ্র মোদি ৷ এগুলি হল, করোনা নির্ণয়ের পরীক্ষা, করোনা রোগীর সন্ধান, তাঁদের চিকিৎসা, কোভিডের উপযোগী আচরণ এবং টিকাকরণ ৷ এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রের শীর্ষস্তরের আমলা এবং নীতি আয়োগের প্রতিনিধিরা ৷
3.ছত্তিশগড় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী, দেখা করবেন আহত জওয়ানদের সঙ্গে
দুর্ঘটনার খবর পাওয়ার পর অসমে নির্বাচনী প্রচার কাটছাঁট করে তড়িঘড়ি গতকাল দিল্লি ফেরেন স্বরাষ্ট্রমন্ত্রী ৷ আজ যাচ্ছেন ছত্তিশগড় ৷
4.400 মাওবাদীর আচমকা হামলা, তিন দিক ঘিরে কয়েক ঘণ্টা গুলিবর্ষণ
সিআরপিএফ প্রধানের মতে, তাঁর জাওয়ানরা আচমকা আক্রমণ মুখে পড়ে ৷ যা কয়েক ঘণ্টা ধরে চলে ৷ সম্ভবত উপায়হীন পরিস্থিতি তৈরি করেছিল মাওবাদীরা ৷
5.পুড়শুড়ায় 3 বিজেপি কর্মীকে মারধর, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
তিন বিজেপি কর্মীকে মারধরের ঘটনায় উত্তেজনা ছড়াল পুড়শুড়ায় ৷ অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ৷