পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ সকাল 11 টা - TOP news @ 11 AM

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

TOP news @ 11 AM
টপ নিউজ় @ সকাল 11 টা

By

Published : Mar 11, 2021, 11:18 AM IST

1. Z+ নিরাপত্তাতেও হামলা ? মমতার সুরক্ষা বলয়ে গাফিলতি নাকি চক্রান্ত ?

তাঁর উপর হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কিন্তু Z+ নিরাপত্তা থাকা সত্ত্বেও কীভাবে এমন ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ বেড়েছে উদ্বেগও ৷

2. গোড়ালি-পায়ের পাতার হাড়ে চিড়, শ্বাসকষ্ট ! আজ ফের সিটি স্ক্যান মমতার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঁ পায়ের গোড়ালিতে ও পায়ের পাতায় গুরুতর চোট রয়েছে ৷ জানালেন এসএসকেএম-এর ডাক্তাররা ৷ আজ ফের সিটি স্ক্যান করা হবে মুখ্যমন্ত্রীর ৷

3. মমতার উপর 'হামলা', কমিশনে যাচ্ছে তৃণমূল, জানালেন পার্থ চট্টোপাধ্যায়

ফের শুরু হয়েছে "পুরানো খেলা" ৷ তবে এভাবে দমানো যাবে না তৃণমূল নেত্রীকে ৷ মন্তব্য পার্থ চট্টোপাধ্যায়ের ৷

4. নাটকে পিএইচডি করেছেন, মুখ্যমন্ত্রীর আহত ঘটনায় কটাক্ষ দিলীপের

নন্দীগ্রামে মমতার আহত হওয়ার ঘটনা নিয়ে প্রশ্ন তুলে দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ জ়েড প্লাস ক্যাটেগরির সুরক্ষা থাকা সত্ত্বেও কীভাবে কেউ মুখ্যমন্ত্রীকে ধাক্কা মারতে পারে ? এই বিষয়ে তিনি সিবিআই তদন্তের দাবি চেয়েছেন ৷ পাশাপাশি, তাঁর দাবি মমতা পুরোটাই নাটক করছেন ৷

5. এসএসকেএমে বিক্ষোভের মুখে রাজ্যপাল, ছোড়া হল জুতো

নন্দীগ্রামে আহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আপাতত তিনি কলকাতার এসএসকেএম চিকিৎসাধীন ৷ তাঁকে সেখানে দেখতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷

6. মমতাকে চুপ করানোর চেষ্টা প্রথম নয়, তবু তাঁর ইচ্ছেশক্তিকে দমানো যায়নি: তৃণমূল

পরিকল্পনামাফিক ষড়যন্ত্র করে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা চালানো হয়েছে ৷ এ বার নিজেদের অফিসিয়াল হ্যান্ডেলে টুইট করে এমনই অভিযোগ করল তৃণমূল ৷ মমতার ইচ্ছেশক্তিকে এ ভাবে দমানো যাবে না বলেও জানায় তারা ৷

7. বিজেপিকে অভিযুক্ত করছে তৃণমূল, মমতার বিরুদ্ধে নাটক করার অভিযোগ বিরোধীদের

পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে প্রচারে বেরিয়ে আহত মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর পায়ে চোট লেগেছে ৷ তিনি এই ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন ৷ তারই পালটা প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি সাংসদ অর্জুন সিং ৷ তাঁর প্রশ্ন, মমতার কনভয়ে কি তালিবানরা আক্রমণ করল ?

8. প্রথম দফার মনোনয়ন জমা শেষ, মহিলা পরিচালিত বুথ 1553

রাজ্যে প্রথম দফার নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেওয়ার প্রক্রিয়া শেষ হল ৷ প্রথম দফার জন্য মোট 222 জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন ৷

9. 'একনায়কতন্ত্র চলছে', টিকিট না পেয়ে পদত্যাগ শিলিগুড়ির সিপিআইএম কাউন্সিলরের ?

ইচ্ছে ছিল শিলিগুড়ি বা ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্র থেকে নির্বাচনে সংযুক্ত মোর্চার হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার ৷ কিন্তু টিকিট পাননি ৷ এরপরই দল ছাড়েন শিলিগুড়ির সিপিআইএম নেতা শংকর ঘোষ ৷ বললেন, আত্মসম্মান বাঁচাতে দলত্যাগ করতে বাধ্য হলাম ৷

10. প্রথমবার আইএসএলের ফাইনালে মুম্বই

এবারই প্রথম ৷ ইন্ডিয়ান সুপার লিগের সপ্তম মরসুমে বাজিমাত করল মুম্বই সিটি এফসি ৷ এফসি গোয়াকে হারিয়ে আইএসএলের ফাইনালে পৌঁছে গেল বাণিজ্য নগরীর দল ৷

ABOUT THE AUTHOR

...view details