1 আজ শুরু সংসদের বাজেট অধিবেশন, রাষ্ট্রপতির ভাষণ বয়কটের ডাক 16 দলের
সাধারণতন্ত্র দিবসে কৃষকদের ট্র্যাক্টর মিছিলকে কেন্দ্র করে দিল্লিতে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে তার পিছনে কেন্দ্রীয় সরকারের হাত রয়েছে বলে অভিযোগ করল বিরোধীরা। আজ সংসদে রাষ্ট্রপতির ভাষণ বয়কটের ডাক দিয়েছে 16টি বিরোধী দল।
2 আন্দোলনে অনড় কৃষকরা, গাজিপুর সীমান্তে মোতায়েন আরও পুলিশকর্মী
উত্তরপ্রদেশ সরকারের সীমান্ত খালি করার নির্দেশ মানতে নারাজ বিক্ষোভরত কৃষকরা । আন্দোলনরত এলাকা খালি করতে বলা হলে গতকাল রাতে ফের ধস্তাধস্তি হয় পুলিশের সঙ্গে ৷ মোতায়েন করা হয় পুলিশ ও ব়্যাফ ৷
3 কোরোনা অতিমারিতে নির্বাচন এবং সেই সংক্রান্ত চ্যালেঞ্জ
এবারের নির্বাচনে ভোটগ্রহণ কেন্দ্রে প্রতি ভোটারের সংখ্যা সর্বোচ্চ এক হাজারের মধ্যে বেঁধে দেওয়া হয়েছে । এর ফলে বুথের সংখ্যা এক ধাক্কায় বেড়ে গিয়েছে অনেকটাই ।
4 ভারত ক্রমশ ঘুরে দাঁড়ালেও সমস্যা এখনও রয়েছে
কোরোনা পরিস্থিতিতে ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার নামতে শুরু করেছিল ৷ এখন পরিস্থিতির উন্নতি হচ্ছে ধীরে ধীরে ৷ ২০২০ সালের এপ্রিলে যখন দেশ জুড়ে লকডাউন জারি করা হয়েছিল, সেই সময়ের প্রেক্ষিতে তা প্রায় ৭০ শতাংশ বৃদ্ধি পেয়েছে ।কোরোনা পরিস্থিতির আগে ও পরে ভারতের অর্থনৈতিক গতিবিধি নিয়ে আলোচনায় ড.মহেন্দ্র বাবু কুরুভা ।
5 এবার বিজেপিতে কারা? নজরে ডুমুরজলায় অমিতের সভা
অমিত শাহের সভাতেই বড় চমক দিতে পারে বিজেপি ৷ 31 জানুয়ারি হাওড়ার ডুমুরজলাতে জনসভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির চাণক্য অমিত শাহ ৷ ওই সভাতেই তৃণমূলের একাধিক হেভিওয়েট মন্ত্রী ও বিধায়ক গেরুয়া শিবিরে পদ্ম পতাকা হাতে তুলে নিতে পারেন ৷
6 আয়ের উৎস খুঁজে ব্যয়ের দিশা কি দেখাতে পারবে নির্মলার বাজেট ?
বিগত কয়েক বছরে যে আয়-ব্যয়ের যে লক্ষ্যমাত্রা তৈরি করা হয়েছিল, তা পূরণ করতে পারেনি কেন্দ্র । এবার কোরোনার ধাক্কা সামাল দেওয়ার বাজেটেও যদি সেই একই ঘটনার পুনরাবৃত্তি হয়, তবে অর্থনীতি আরও মুখ থুবড়ে পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা ।
7বিধানসভায় কেন্দ্রীয় কৃষি আইন বিরোধী প্রস্তাব পাশ
বৃহস্পতিবার কেন্দ্রীয় কৃষি আইন বাতিলের প্রস্তাব করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় দাবি করেন, হয় কেন্দ্র নতুন কৃষি আইন বাতিল করুক অথবা ক্ষমতা থেকে সরে যাক ৷
8 ‘কান ধরে হিন্দি শিখিয়ে দেব’, নাম না করে মোদিকে আক্রমণ মমতার
92 ফেব্রুয়ারি নবান্ন অভিযানের ডাক পার্শ্বশিক্ষকদের
শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনাতেও জট খোলেনি ৷ তাই এবার শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নবান্ন অভিযোনের ডাক দিল পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চ। 2 ফেব্রুয়ারি এই অভিযান হবে বলে তাদের তরফে জানানো হয়েছে ৷
10. বসল আরও দুটি স্টেন্ট, সৌরভ-সাক্ষাৎ মমতার
ফের বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভরতি বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ তাঁর হৃদযন্ত্রে বসানো হল দুটি স্টেন্ট ৷ তাঁর চিকিৎসার জন্য আসেন বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেটি ৷