পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Top News: দুপুর 1টা - Narendra Modi

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে (Top News) ৷

Etv Bharat
Etv Bharat

By

Published : Oct 1, 2022, 1:06 PM IST

1. 5G Telecom Services: 5জি টেলিকম পরিষেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদি

5জি টেলিকম পরিষেবার (5G Telecom Services) সূচনা হল শনিবার৷ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷

2. Ankita Bhandari Murder Case: অঙ্কিতা খুনে গ্রেফতার উত্তরাখণ্ডের রাজস্ব আধিকারিক

অঙ্কিতা ভাণ্ডারি খুনে (Ankita Bhandari Murder Case) গ্রেফতার আরও এক ৷ এবার গ্রেফতার করা হল উত্তরাখণ্ডের পাটোয়ারি (রাজস্ব দফতরের সাব-ইন্সপেক্টর ) বৈভব প্রতাপকে (Vaibhav Pratap) ৷ তাঁর বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ করেছে আইপিএস রেণুকা দেবীর (IPS Renuka Devi) নেতৃত্বাধীন পুলিশের বিশেষ তদন্তকারী দল (Special Investigation Team) বা সিট (SIT) ৷

3. Government of Pakistan's Twitter account: ভারতে খুলছে না পাকিস্তানে সরকারের টুইটার অ্যাকাউন্ট

পাকিস্তান (Pakistan) সরকারের টুইটার অ্যাকাউন্ট (Twitter Account) শনিবার সকাল থেকে ভারতে (India) খোলা যাচ্ছে না ৷ কেন এমন হল, তা নিয়ে প্রশ্ন উঠছে ৷

4. Narendra Modi Launch 5G: 10 টাকাতেই মিলবে 1 জিবি ডেটা, 5জি-র উদ্বোধনের পর বললেন মোদি

শনিবার দিল্লির প্রগতি ময়দানে এক অনুষ্ঠান থেকে ভারতে 5জি টেলিকম পরিষেবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi Launch 5G) ৷ তার পর তিনি জানান, দেশকে নতুন যুগের দিকে এগিয়ে যাওয়ার পদক্ষেপ ৷

5. PM Narendra Modi: মাইক ব্যবহারের সময় পেরিয়ে যাওয়ায় ভাষণ দিলেন না মোদি

শুক্রবার রাতে রাজস্থানের সিরোহীতে সভা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) ৷ রাত 10টার পর তিনি সেখানে পৌঁছান ৷ ততক্ষণে মাইক ব্যবহারের সময় পেরিয়ে গিয়েছে ৷ সেই কারণে ভাষণ না দিয়েই সভাস্থল ছাড়েন প্রধানমন্ত্রী (Modi Skips Address to obey Loudspeaker Norms) ৷

6. BJP Durga Puja: পৌরহিত্য করছেন 'অব্রাহ্মণ মহিলা', বিজেপি'র দুর্গাপুজোয় আধুনিকতার ছোঁয়া

গেরুয়াশিবিরের এবারের পুজোর পৌরহিত্য করছেন একজন মহিলা । শুধু তাই নয়, তিনি 'অব্রাহ্মণ' ৷ নাম সুলতা মণ্ডল । মাত্র 18 বছর বয়সেই শাস্ত্রজ্ঞানে পারদর্শী মণ্ডল পরিবারের একমাত্র কন্যা । চণ্ডীপাঠেও একইভাবে দক্ষ সুলতা (Sulata Mondal is presiding over BJP Durga Puja) ।

7. Sisir Adhikari Controversy: সাংসদ পদ নিয়ে বিতর্কের আবহেই বিজেপি নেতাদের সঙ্গে এক মঞ্চে, শিশিরকে বিঁধল তৃণমূল

এমনিতেই তাঁর সাংসদ পদ নিয়ে প্রবল বিতর্কের সৃষ্টি হয়েছে ৷ খাতায় কলমে তৃণমূল সাংসদ হলেও বিজেপির সঙ্গে নৈকট্য নিয়ে চর্চা হয় সব মহলেই ৷ এবার আরও একবার শিশির অধিকারীকে বিজেপি নেতাদের সঙ্গে মঞ্চ ভাগ করে নিতে দেখা গেল (TMC MP Sisir Adhikari with BJP leaders) ৷

8. Debit-Credit Card Tokenisation: আজ থেকে বাধ্যতামূলক ডেবিট-ক্রেডিট কার্ডে টোকেনাইজেশন

ডিজিটাল মাধ্যমে টাকার লেনদেনকে আরও নিরাপদ করতে নতুন পদক্ষেপ করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই ৷ আজ থেকেই কার্যকর হচ্ছে নয়া পদ্ধতি (Debit Credit Card Tokenisation) ৷

9. Asha Parekh: 'প্রথম শুনে তো বিশ্বাসই হয়নি', দাদা সাহেব ফালকে হাতে নিয়ে আবেগে ভাসলেন আশা

সপ্তম মহিলা হিসাবে দাদা সাহেব ফালকে পুরস্কারে সম্মানিত করা হল প্রবীণ অভিনেত্রী আশা পারেখকে (Asha Parekh at 68th National Film Awards )৷ নয়াদিল্লিতে 68তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে এই পুরস্কার তাঁর হাতে তুলে দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ তাঁর 80তম জন্মদিনের ঠিক দু'দিন আগে এই পুরস্কার তুলে দেওয়া হল তাঁর হাতে ৷

10. Richa Chadha-Ali Fazal wedding: প্রিওয়েডিং পার্টির আগে চিরাচরিত সাজে প্রকাশ্যে রি-আলি জুটি

আগামী 4 অক্টোবর বিবাহ বন্ধনে বাঁধা পড়তে চলেছেন রি-আলি অর্থাৎ আলি ফজল এবং রিচা চাড্ডা ৷ এখন প্রি-ওয়েডিং সেরিমনির জন্য অবশ্য় দিল্লিতে রয়েছেন তাঁরা ৷ শুক্রবার তাঁদের ককটেল পার্টির ঠিক আগে চিত্রগ্রাহকদের জন্য পোজও দেন এই তারকা জুটি (Richa Chadha Ali Fazal cocktail party) ৷

ABOUT THE AUTHOR

...view details