পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ দুপুর 1টা - টপ নিউজ় @ দুপুর 1টা

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধূলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

টপ নিউজ় @ দুপুর 1টা
টপ নিউজ় @ দুপুর 1টা

By

Published : Sep 13, 2021, 1:04 PM IST

1.Partha Chatterjee : নির্বাচনের কাজে ব্যস্ত, সিবিআই দফতরে যাচ্ছেন না পার্থ চট্টোপাধ্যায়

নির্বাচনের কাজে ব্যস্ত থাকার জন্য তিনি সিবিআই দফতরে যেতে পারবেন না বলে জানিয়েছেন ৷ এই মর্মে সিবিআইকে তিনি একটি চিঠি দিয়েছেন ৷

2. Priyanka Tibrewal : শুভেন্দু-অর্জুন-সৌমিত্রকে নিয়ে মনোনয়ন জমা দেবেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল

শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), অর্জুন সিং (Arjun Singh) এবং সৌমিত্র খাঁ (Saumitra Khan)-কে সঙ্গে নিয়ে আলিপুরে মনোনয়ন জমা দেবেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল (Priyanka Tibrewal) ৷ মনোনয়ন জমার আগে রয়েছে মিছিল কর্মসূচিও ৷

3. Corona in India : সংক্রমণ কমে 27 হাজারের ঘরে, মৃত 219

দেশের দৈনিক সংক্রমণের মধ্যে 20 হাজার 240 জন আক্রান্ত হয়েছেন শুধু কেরালাতেই ৷

4. Kolkata Shootout : শহরে রাতের অন্ধকারে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি

রাত তখন 1টা ৷ কোনও এক বন্ধুর বাড়িতেই গিয়েছিলেন পঙ্কজ ৷ সেখান থেকেই রাতের দিকে বাড়ি ফিরছিলেন ৷ সেইসময় তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা ৷

5. Asansol Landslide: আসানসোল কোলিয়ারিতে ধস, ক্ষতিগ্রস্ত 15টি বাড়ি

আসানসোল দক্ষিণের কালীপাহাড়ির নিউ ঘুসিক কোলিয়ারিতে ধস ৷ রবিবার রাতের ঘটনায় এলাকার অন্তত 15টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ ৷ বাসিন্দারা রাত থেকে বাড়ির বাইরে আশ্রয় নিয়েছেন ৷ অনেকেই প্রয়োজনীয় সামগ্রী নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছেন ৷

6. Fever in Children : জলপাইগুড়িতে জ্বরে আক্রান্ত 130 শিশু, চিকিৎসাধীন সদর হাসপাতালে

জলপাইগুড়ি, ময়নাগুড়ি, ধূপগুড়ি-সহ পার্শ্ববর্তী এলাকায় গত কয়েকদিনে জ্বরে আক্রান্ত হচ্ছে শিশুরা ৷ কোচবিহারেও এমনটা দেখা যাচ্ছে ৷ এমন 130 জন শিশু জলপাইগুড়ি জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৷ শিশুদের কোভিড পরীক্ষা করা হয়েছে এবং রিপোর্ট নেগেটিভ এসেছে ৷ তাও দুশ্চিন্তা কাটছে না হাসপাতাল কর্তৃপক্ষের ৷ ইতিমধ্যেই অতিরিক্ত 45টি শয্যার ব্যবস্থা করা হয়েছে ৷

7. Bhupendra Patel : আজই গুজরাতের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন ভূপেন্দ্র প্যাটেল

রবিবার বিজেপির পরিষদীয় বৈঠকে গুজরাতের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নেওয়া হয় ভূপেন্দ্র প্যাটেলের নাম ৷ এরপর ওইদিন সন্ধেবেলা রাজ্যপাল আচার্য দেবরতের সঙ্গে দেখা করেন ৷ আজ অমিত শাহের উপস্থিতিতে শপথ নেবেন ভূপেন্দ্র প্যাটেল ৷

8. Zabiullah Mujahid : কাবুলে প্রতিপক্ষের নাকের ডগায় ছিলাম, ওরা আমাকে 'ভূত' ভেবেছিল : মুজাহিদ

তালিবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ (Zabiullah Mujahid) জানিয়েছেন, তিনি এতদিন কাবুলে তাঁর প্রতিপক্ষের নাকের ডগাতেই বসবাস করেছেন ৷ আফগানিস্তানে যুদ্ধ চলাকালীন তারা তাঁর উপস্থিতিকে পাত্তা দেয়নি, ভূতের মতো অদৃশ্য কেউ বলে মনে করেছে ৷ গত মাসে কাবুল দখলের পর প্রায় এক দশক পর প্রথমবার তিনি এক সংবাদমাধ্যমের সামনে আসেন ৷

9. US Open 2021 : স্বপ্ন পূরণ হল না জকোভিচের, ইউএস ওপেন জয় মেদভেদেভের

ইউএস ওপেনের ফাইনালের প্রথম থেকেই ফর্মে ছিলেন না জকোভিচ ৷ তবে একসময় তৃতীয় সেটে পুরানো ফর্মে ফিরে আসেন ৷ কিন্তু, তারপরেও ইউএস ওপেন ফাইনাল জেতা হল না জকোভিচের ৷ সেইসঙ্গে ক্যালেন্ডার স্ল্যামও হাতছাড়া হয়ে যায় ৷

10. Haldia Coast Guard : মাঝসমুদ্রে যান্ত্রিক ত্রুটি, মন্ত্রীর তৎপরতায় উদ্ধার ট্রলার-সহ 14 জন মৎসজীবী

দিঘা উপকূল থেকে প্রায় 70 কিলোমিটার দূরে একটি ট্রলারের পাখা ভেঙে বিকল হয়ে যায় । মৎস্যমন্ত্রী অখিল গিরির (Akhil Giri) তৎপরতায় ট্রলারকে উদ্ধার করল হলদিয়া উপকূলরক্ষী বাহিনী (Haldia Coast Guard) । রবিবার সকাল 6টা নাগাদ ট্রলারটি বিকল হয়ে মাঝ সমুদ্রে আটকে পড়ে ৷ খবর পেয়ে মৎস্য দফতর তৎক্ষণাৎ হলদিয়া কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগ করে ৷ ট্রলারের নাম-সহ যাবতীয় তথ্য সরবরাহ করা হয় কোস্টগার্ডকে । তাদের টহলরত জাহাজ সেখানে পৌঁছে ট্রলারটিকে উদ্ধার করে ৷ সেটি বেঁধে হলদিয়ায় নিয়ে আসা হয় ৷ ট্রলারে 14 জন মৎস্যজীবী ছিলেন ৷ পূর্ব মেদিনীপুরের সহ-মৎস্য অধিকর্তা (মেরিন) সুরজিৎ বাগ বলেন, "উপকূলরক্ষী বাহিনী দ্রুত পদক্ষেপ করেছে । এখন সমুদ্র উত্তাল রয়েছে । সব ট্রলার লাইন দিয়ে ফিরে আসছে । যান্ত্রিক ত্রুটির কারণে ওই ট্রলার আটকে পড়েছিল ।

ABOUT THE AUTHOR

...view details