পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ দুপুর 1টা - Top news at 1 p.m

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

টপ নিউজ়
টপ নিউজ়

By

Published : Sep 3, 2021, 1:11 PM IST

1. Viswabharati : বিশ্বভারতীর সামনে বিক্ষোভে নিষেধাজ্ঞা জারি কলকাতা হাইকোর্টের

আদালতের নির্দেশ, আজ দুপুর 3টের মধ্যে বিশ্ববিদ্যালয়ের যেখানে যেখানে তালা দেওয়া আছে, স্থানীয় পুলিশ-প্রশাসনকে অবিলম্বে তা খুলে দিতে হবে ৷ আদালতের নির্দেশ কতটা কার্যকর করা হল, তা জানিয়ে আগামী বুধবারের মধ্যে পুলিশকে রিপোর্ট দিতে বলেছে আদালত ৷

2. Post Poll Violence : ভোট পরবর্তী হিংসা মামলার রায় সংশোধন কলকাতা হাইকোর্টের, সিটের তদারকির দায়িত্বে মঞ্জুলা চেল্লুর

গত 19 অগস্ট ভোট পরবর্তী হিংসা মামলার রায় দিয়েছিল কলকাতা হাইকোর্টের পাঁচ বিচারপতির বিশেষ বেঞ্চ ৷ সুপ্রিম কোর্টের কোনও অবসরপ্রাপ্ত বিচারপতিকে সিটের তদন্তের তদারকির দায়িত্ব দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত ৷ রায়ের সেই অংশ সংশোধন করল হাইকোর্ট ৷

3. Post Poll violence : শোভারানি মণ্ডলের মৃত্যুর ঘটনায় একজনকে গ্রেফতার করল সিবিআই

2 মে ভাটপাড়ার 28 নম্বর ওয়ার্ডের রাহুতা বিআরএস কলোনি এলাকায় বিজেপি কর্মী মারধরের ঘটনায় ছেলে ও পূত্রবধূকে বাঁচাতে গিয়ে প্রাণ হারান শোভারানি মণ্ডল ৷ ঘটনার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ সেই ঘটনায় রতন হালদার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সিবিআই ৷

4. Afghanistan Govt: সম্ভবত আজই আফগানিস্তানে নয়া সরকারের ঘোষণা তালিবানের

আজই হয়তো আফগানিস্তানে (Afghanistan) নতুন সরকারের ঘোষণা করতে চলেছে তালিবান (Taliban)৷ নয়া মন্ত্রিসভা (Cabinet) নিয়ে আলোচনাও চূড়ান্ত হয়ে গিয়েছে বলে খবর মিলেছে ৷ সরকারের নেতা হতে চলেছেন মুল্লাহ হেবাতুল্লাহ আখুন্দজাদা (Mullah Hebatullah Akhundzada) ৷

5. Avani Lekhara: প্য়ারালিম্পিক্সে জোড়া পদক জিতে ইতিহাস অবনির

টোকিয়ো প্য়ারালিম্পিক্সে ইতিহাস সৃষ্টিকারী অবনি লেখারাকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্রথম ভারতীয় হিসেবে প্য়ারালিম্পিক্সে জোড়া পদক জিতে নজির গড়লেন 19 বছর বয়সি এই মহিলা শুটার ৷

6. TMC leader Killed : চাঁচলে তৃণমূল নেতাকে কুপিয়ে খুন, গোষ্ঠীদ্বন্দ্ব নাকি পরকীয়া ?

গতকাল রাতে ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়ে যান তৃণমূল নেতা সেতাবুর রহমান । কিছুক্ষণ পরেই তাঁর বাড়ি থেকে কিছুটা দূরে গ্রাম পঞ্চায়েত সদস্যের বাড়িতে তাঁর উপর ধারালো অস্ত্র নিয়ে বেশ কয়েকজন হামলা চালায় বলে অভিযোগ । হামলাকারীদের মধ্যে ছিলেন খানপুর গ্রামের তৃণমূল পঞ্চায়েত সদস্য শেরবানু বিবির স্বামী জামালুদ্দিন ও দেওর কামালুদ্দিন । একই সঙ্গে কোপানো হয় কামালুদ্দিনের স্ত্রীকেও ৷ আজ সকালে ওই তৃণমূল নেতার মৃত্যু হয়েছে ৷

7. Corona in India : দেশে কিছুটা কমল দৈনিক সংক্রমণ ও মৃত্যু

ওনামের পর থেকেই কেরালায় উর্ধ্বমুখী দৈনিক সংক্রমণ ও মৃত্যু ৷ দেশের 45 হাজার আক্রান্তের মধ্যে কেরালাতেই সংখ্যাটা 32 হাজার 97 ৷ গতকাল কেরালায় মৃত্যু হয়েছে 188 জনের ৷

8. Tokyo Paralympics 2020 : প্যারালিম্পিকসে ফের পদক, হাই জাম্পে রুপো জিতলেন প্রবীণ কুমার

পুরুষদের হাই জাম্প টি-64 বিভাগের ফাইনালে রুপো জিতলেন ভারতীয় অ্যাথলিট প্রবীণ কুমার ৷ ফাইনাল রাউণ্ডে সর্বোচ্চ 2.07 মিটার করে রুপোর পদক নিশ্চিত করেন ৷

9. Jagdeep Dhankhar : শিল্প সম্মেলনে বিনিয়োগ নিয়ে ফের সরব রাজ্যপাল, টুইট খোঁচা মহুয়ার

বেঙ্গল গ্লোবাল বিজ়নেস সামিটের পঞ্চম সংস্করণে যে পরিমাণ লগ্নি এসেছে, তার থেকে সম্মেলন আয়োজনে খরচ বেশি হয়েছে বলে মনে করা হচ্ছিল ৷ এই নিয়ে গত বছর হিসেব চায় রাজ্যপাল ৷ কিন্তু, এখনও রাজ্য সরকারের তরফে কোনও উত্তর পাওয়া যায়নি বলে অভিযোগ করেছেন রাজ্যপাল ৷ পাল্টা আক্রমণ করেছেন মহুয়া মৈত্র ও কুণাল ঘোষ ৷

10. Adhir Ranjan Chowdhury: কংগ্রেসের কর্মীরা শাসকদলের হিংসার শিকার, দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়ে মমতাকে চিঠি অধীরের

মুখ্যমন্ত্রীকে অধীরের অনুরোধ, আইন -শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে এবং ন্যায়বিচারের জন্য দ্রুত হস্তক্ষেপ করুক মুখ্যমন্ত্রী ৷

ABOUT THE AUTHOR

...view details