1. Coronavirus India: দেশে বাড়ল সংক্রমণ, তবে নিম্নমুখী মৃত্যুর হার
স্বাস্থ্য মন্ত্রকের হিসেব বলছে, করোনায় দেশে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 4 লাখ 11 হাজার 408 জনের ৷ দেশে বর্তমানে মোট সক্রিয় আক্রান্ত আছেন 4 লাখ 29 হাজার 946 জন ৷ গত 24 ঘণ্টায় করোনাকে জয় করেছেন 41 হাজার জন ৷ এখনও পর্যন্ত দেশে মোট করোনা থেকে সেরে উঠেছেন 3 কোটি 1 লাখ 4 হাজার 720 জন ৷ দেশে সুস্থতার হার বেড়ে হয়েছে 97.28 শতাংশ ।
2. সমুদ্রে ফের ট্রলার ডুবি, নিখোঁজ নামখানার 10 মৎস্যজীবী
বুধবার ভোরে বকখালির কাছে ট্রলার উল্টে নিখোঁজ হলেন 10 জন মৎস্যজীবী ৷ ট্রলারে ছিলেন মোট 12 জন ৷ তাঁদের মধ্যে 2 জনকে উদ্ধার করা গিয়েছে ৷ বাকিদের খোঁজে তল্লাশি চলছে ৷
3. চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে ছিনতাই, পুলিশের জালে চিলি গ্যাং
রাতে রাস্তায় সাহায্য চাওয়ার আছিলায় তারা বাইক কিংবা গাড়িচালকের কাছে যেত । কথাবার্তা চালানোর সময় কৌশলে চালকের চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিত । এরপরেই টার্গেটের কাছে থাকা যাবতীয় জিনিসপত্র এবং বাইক কিংবা গাড়ি নিয়ে তারা উধাও হয়ে যেত ।
4. টিকিটে ছাপানো আগের দামই, তবু 50-100 টাকা ভাড়া বেড়েছে দূরপাল্লার বাসে
সরকারিভাবে ভাড়া না বাড়লেও, যে যার মত ভাড়া নিয়ে পরিষেবা দিচ্ছে বিভিন্ন দূরপাল্লার যাত্রী পরিবহণ সংস্থা । প্রতিটি রুটেই বাস ভাড়া বেড়েছে 50 থেকে 100 টাকা ৷ বেসরকারি বাসের পাশাপাশি সরকারি বাসেও ভাড়া বেড়েছে অনিয়ন্ত্রিতভাবে । কোনও রুটে 50 টাকা আবার কোনও রুটে একধাক্কায় 100 টাকা ভাড়া বেড়েছে ।
5. MasterChef Australia : ফাইনালে পান্তাভাত-আলুসেদ্ধ ! তাক লাগালেন বাঙালি মহিলা
পান্তাভাত কিশ্বরের হাতে মাস্টারশেফের ট্রফি তুলে দিতে পারেনি ঠিকই কিন্তু তাঁর সাহসকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা ৷ আর মাস্টারশেফ অস্ট্রেলিয়ার বিচারকরাও কিশ্বরের হাতে তৈরি গ্রাম বাংলার মানুষের পছন্দের খাবারে মজে গিয়েছেন ৷