পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ @ দুপুর 1 টা - টপ নিউজ @ দুপুর 1 টা

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

টপ নিউজ @ দুপুর 1 টা
টপ নিউজ @ দুপুর 1 টা

By

Published : May 19, 2021, 1:17 PM IST

1.নারদ মামলাকে প্রভাবিত করার অভিযোগে মুখ্যমন্ত্রীকেও পার্টি করল সিবিআই

সোমবার চার অভিযুক্তকে গ্রেফতারের সময় নিজাম প্যালেসে ধর্না দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাই তাঁর বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগ তুলেছে ৷ একই অভিযোগ উঠেছে আইনমন্ত্রী মলয় ঘটকের বিরুদ্ধেও ৷ কারণ, তিনি শুনানির সময় ব্যাঙ্কশাল কোর্টে হাজির হয়েছিলেন ৷

2. নিজাম প্যালেসে আক্রমণের ঘটনার ভিডিও স্বরাষ্ট্রমন্ত্রকে পাঠাল সিবিআই

দলের তিন হেভিওয়েট নেতাকে গ্রেফতারের ঘটনায় সেদিন উত্তেজনা ছড়ায় নিজাম প্যালেসের সামনে ৷

3. স্থিতিশীল বুদ্ধদেব ভট্টাচার্য, সতর্ক চিকিৎসকরা

চিকিৎসকরা সতর্ক বুদ্ধবাবুর শারীরিক অবস্থা নিয়েই। দীর্ঘদিন ধরেই সিওপিডি-তে ভুগছেন বুদ্ধদেব ভট্টাচার্য। গত কয়েক বছরে সে সমস্যা আরও বেড়েছে। অধিকাংশ সময়ই অক্সিজেন সাপোর্ট লাগে বুদ্ধবাবুর । সম্প্রতি একাধিকবার হাসপাতালে ভর্তি করতে হয়। অসুস্থতার জন্য দীর্ঘ দিন বাড়িতেই প্রায় বন্দি তিনি ।

4. মৃত্যুতে ফের রেকর্ড, তবে কমছে সংক্রমণ

স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, শেষ 24 ঘণ্টায় সারা দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 2 লাখ 67 হাজার 334 মানুষ ৷ গতকাল প্রকাশিত রিপোর্ট অনুযায়ী এক দিনে করোনা আক্রান্ত হয়েছিলেন 2 লাখ 63 হাজার 533 জন ৷

5.কোভিডের চিকিৎসা থেকে বাদ পড়তে পারে রেমডেসিভির, জানালেন বিশেষজ্ঞরা

গঙ্গারাম হাসপাতালের চেয়ারপার্সন ডা. ডিএস রানা জানালেন, কার্যকারিতা প্রমাণ না হওয়ায় শীঘ্রই করোনার চিকিৎসা থেকে বাদ দেওয়া হতে পারে রেমডেসভিয়ার ড্রাগটি ৷ এই মুহূর্তে কোভিড মোকাবিলায় মোট তিনটি ড্রাগের কার্যকারিতা লক্ষ্য করা গিয়েছে বলে জানিয়েছেন তিনি ৷

6. বিশ্ব হাইপারটেনশন দিবস 2021

হাইপারটেনশনকে অনেকে নিঃশব্দ ঘাতক বলেন, কারণ এর কোনও চিহ্ন বা উপসর্গ থাকে না । হাইপারটেনশন স্ট্রোক আথবা হার্ট অ্যাটাকের দিকেও ঠেলে দিতে পারে । হাইপারটেনশনের এই অবস্থা এবং তার প্রতিকারের পদ্ধতিগুলোর জেনে নেওয়ার পাশাপাশি, এটাও জেনে রাখুন যে বর্তমান কোভিড পরিস্থিতিতে হাইপারটেনশন-আক্রান্তদের কোন কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত ।

7. ঘোলা জলে মাছ ধরছেন ব্যানক্রফ্ট, স্যান্ডপেপার গেট বিতর্কে মন্তব্য অজ়ি বোলারদের

কয়েকদিন আগে স্যান্ডপেপার গেট কাণ্ড নিয়ে ক্যামেরন ব্যানক্রফ্টের মন্তব্যে ফের তোলপাড় হয় ক্রিকেট বিশ্ব ৷ ইঙ্গিত মেলে স্যান্ডপেপার গেট কাণ্ডে জড়িত থাকতে পারেন অজ়ি বোলাররাও ৷ তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রতিনিধিদের সামনে, তাঁর কাছে নতুন কোনও তথ্য নেই বলেই জানান বছর 28-র এই অজ়ি ক্রিকেটার ৷

8. গ্রামগুলিতে কোভিডের মারণগ্রাস

করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য বেশ কয়েকটি গ্রাম কার্যকর পদক্ষেপ করেছিল । গ্রামে প্রবেশের ক্ষেত্রে কঠোরতা অবলম্বন করেছিল । প্রবেশাধিকার সীমিত করেছিল বেশ কয়েকটি গ্রাম । সঙ্গে ছিল সচেতনতা বৃদ্ধির লড়াই । কোভিডের বিরুদ্ধে লড়াই করার জন্য এই জাতীয় পদক্ষেপই একমাত্র উপায় ।

9. তখতের দাপটে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গুজরাত যাচ্ছেন প্রধানমন্ত্রী

গুজরাত সরকারের তরফে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় তখতের দাপটে, কমপক্ষে 7 জনের মৃত্যু হয়েছে ৷ এছাড়া রাজ্যের উপকূলবর্তী এলাকায় ব্যাপক ধ্বংসলীলা চালায় তখতে ৷ ভেঙে পড়ে প্রচুর বৈদ্যুতিন খুঁটি, ক্ষতিগ্রস্ত হয় একাধিক ঘর-বাড়ি ৷

10. ওড়িশায় পয়লা জুন অবধি বাড়ানো হল লকডাউন

1 জুন পর্যন্ত বাড়িয়েছে লকডাউন বাড়ালো ওড়িশা সরকার ৷ সপ্তাহান্তের পূর্ণ লকডাউন আগের মতোই জারি থাকছে ৷ সপ্তাহের অন্যান্য দিনগুলিতে সকাল 7 টা থেকে সকাল 11 টা পর্যন্ত প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটায় ছাড় দেওয়া হচ্ছে ৷

ABOUT THE AUTHOR

...view details