পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ দুপুর 1 টা

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

SS
SS

By

Published : Jan 14, 2021, 1:24 PM IST

1আগের অবস্থা ফিরিয়ে দেব, বাগবাজারে বললেন মুখ্যমন্ত্রী

আগের অবস্থা ফিরিয়ে দেব ৷ বাগবাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ডে অসহায় মানুষকে সাহায্যের আশ্বাস মুখ্যমন্ত্রীর ৷ আজ ঘটনাস্থানে গিয়ে সমস্ত কিছু পর্যবেক্ষণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম ও শশী পাঁজা ৷

2 সরকারের উচিত তদন্ত করা, বাগবাজারের আগুন প্রসঙ্গে বললেন দিলীপ ঘোষ

গতকাল বাগবাজারের ঝুপড়িতে আগুন লাগার ঘটনা নিয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, "ঘটনার বিষয়ে জানা নেই ৷ তবে খুবই দুঃখজনক ঘটনা ৷ অনেক মানুষের ক্ষতি হয়েছে । পুলিশের তরফ থেকে লাঠিচার্জ হয়েছে ৷ সাংসদের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়েছে ৷ সরকারের দেখা উচিত অসহায় মানুষগুলো যেন সেবা পান ৷ এর আগেও কলকাতার একাধিক বস্তিতে আগুন লাগানো হয়েছিল নতুন নির্মাণ তৈরির জন্য ৷ এই ঘটনা যদি হয়ে থাকে সরকারের উচিত তার তদন্ত করা ৷ "

3 ট্রায়াল শেষের আগেই শুরু কোভিশিল্ডের কমার্শিয়াল ম‍্যানুফ‍্যাকচারিং ? প্রশ্ন সরকারি চিকিৎসকদের

রাজ্যে পৌঁছানো কোভিশিল্ড নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের দুটি চিকিৎসক সংগঠন৷ অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস, ওয়েস্ট বেঙ্গল এবং, সার্ভিস ডক্টরস ফোরাম এই দুই সংগঠন প্রশ্ন তুলেছে, ট্রায়াল শেষ হবার আগে কীভাবে এই ভ্যাকসিনের ম্যানুফ্যাকচারিং শুরু হয় ? কারণ রাজ্যে পৌঁছানো কোভিশিল্ডের গায়ে ম্যানুফ্যাকচারি, ডেট লেখা রয়েছে গত বছরের অক্টোবর মাস। এবং, এই ভ‍্যাকসিনের এক্সপাইরি ডেট হিসাবে লেখা রয়েছে আগামী বছরের এপ্রিল মাস। অর্থাৎ ট্রায়াল শেষ হবার আগেই কীভাবে এর ম্যানুফ্যাকচার শুরু হয়ে যায় ? তাছাড়া,এই ভ‍্যাকসিনে ভায়াল মনিটর না থাকার কারণে, ভ‍্যাকসিনের কার্যকারিতা এবং, পার্শ্বপ্রতিক্রিয়ার বিষয়টি এখনও অজানা রয়ে যাচ্ছে চিকিৎসকদের কাছে ৷

4 দ্বিতীয়বার ট্রাম্পকে ইমপিচ হাউস অফ রিপ্রেজ়েন্টেটিভসের

ভোটাভুটির পর ডেমোক্র্যাটিক স্পিকার ন্যান্সি পেলোসি বলেন, "আজ হাউস দেখিয়েছে যে কেউ আইনের ঊর্ধ্বে নন । এমনকী অ্যামেরিকার প্রেসিডেন্টও নন।"

5 গঙ্গাসাগরে মকর সংক্রান্তির পুণ্যস্নানে কোরোনামুক্তির প্রার্থনা

মকর সংক্রান্তির পুণ্যস্নানে বিশ্বাসের সঙ্গে জয় সচেতনতার । কোরোনা পরিস্থিতির মাঝেই এবছর গঙ্গাসাগর মেলার আয়োজন করা হয়েছে । ফলে সচেতনতার পাঠ পড়িয়ে সফল আয়োজনের ঝক্কি ছিল । কিন্তু মকরস্নানে বিশ্বাসের পাশাপাশি দেখা গেল সচেতনতাও । পঞ্জিকা মতে স্নানের সময় ছিল বৃহস্পতিবার সকাল 6টা । কিন্তু মাঝরাত থেকেই পুণ্যার্থীরা স্নান শুরু করেন । তাঁদের বিশ্বাস মতো পুজো দিয়ে জলে নেমেছেন এবং উছ্বাসে লাগাম পরিয়ে সচেতনভাবে স্নান সেরেছেন । করেছেন কোরোনামুক্ত বিশ্বের প্রার্থনা ।

6ই-স্নানে উৎসাহ গঙ্গাসাগরে

ই-স্নানে জোর দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ । আর এবার ই-দর্শন ও ই-স্নানে অভূতপূর্ব সাড়া মিলেছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে । বাড়ি বসে মেলায় অংশ নিতে ই-দর্শন পোর্টাল ফলো করেছে প্রায় 28 লাখ মানুষ। ই-স্নান বিক্রির ক্ষেত্রে কলকাতার বাবুঘাট, লট নম্বর 8 এবং মেলা প্রাঙ্গণে মোট 35টি কিয়স্ক তৈরি করা হয়েছে। এখনও পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে 28 লাখ মানুষ ই-স্নান অ্যাপ ডাউনলোড করেছে । ইতিমধ্যেই 3 লাখ মানুষের হাতে পৌঁছে গিয়েছে ই-স্নানের প্যাকেট। বিভিন্ন প্রান্তে প্রায় 1 লাখ 5 হাজার মানুষের মধ্যে গঙ্গা জলের প্যাকেট পৌঁছে দেওয়া হয়েছে ।

7 সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান নষ্ট হতে দেবেন না কৃষকরা, বিশ্বাস রাজনাথের

নতুন তিনটি কৃষি আইন প্রত্য়াহারের দাবিতে সাধারণতন্ত্র দিবসে দিল্লিতে ট্রাক্টর মিছিলের ডাক দিয়েছে আন্দোলনকারী কৃষক সংগঠনগুলি ৷ সেদিন পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ থেকে কৃষকরা ট্রাক্টর নিয়ে মিছিল করে দিল্লিতে পৌঁছাবেন । তা নিয়েই এই মন্তব্য করেন রাজনাথ সিং ।

8 দেশে কিছুটা বাড়ল কোরোনা সংক্রমণ

দেশে কিছুটা বাড়ল সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় 16 হাজার 946 জন কোরোনায় আক্রান্ত হয়েছে । এই মুহূর্তে দেশে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 1 কোটি 5 লাখ 12 হাজার 93 ৷ গত 24 ঘণ্টায় দেশে কোরোনায় মৃত্যু হয়েছে 198 জনের ৷ যার ফলে দেশে কোরোনায় মৃতের সংখ্য়া দাঁড়িয়েছে 1 লাখ 51 হাজার 727 ৷

9 ইমপিচমেন্টের জের ? সুর নরম ট্রাম্পের

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইমপিচমেন্টের প্রস্তাব পাস হয়েছে অ্যামেরিকার হাউস অফ রিপ্রেজেনটেটিভে । এর পর দেশবাসীর উদ্দেশে ভিডিয়ো বার্তায় ট্রাম্প বলেন, "আমার সাথী অ্যামেরিকানরা আমি অ্যামেরিকার ক্যাপিটলে হামলা আমাদের গণতন্ত্রে জোরালো আঘাত হেনেছে । এই ঘটনা জাতি-ধর্ম ও রাজনৈতিক মতামত নির্বিশেষে লাখ অ্যামেরিকানদের ক্রদ্ধ করেছে । আমি পরিষ্কার করে বলতে চাই, আমি এই হিংসার ঘটনার তীব্র নিন্দা করছি । হিংসা ও বর্বরতার অ্যামেরিকায় কোনও জায়গা নেই । "

10 মকর সংক্রান্তিতে নামল কলকাতার তাপমাত্রা

মকর সংক্রান্তিতে কমল তাপমাত্রা । ফিরল শীতের অনুভূতি । যদিও সর্বনিম্ন তাপমাত্রা আজও স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি রয়েছে । তবে গত কয়েকদিন যে হারে তাপমাত্রা বৃদ্ধি হয়েছিল তা তার থেকে বেশ খানিকটা কমেছে । বেড়েছে উত্তুরে হাওয়ার দাপট ।

For All Latest Updates

TAGGED:

TOP NEWS 1

ABOUT THE AUTHOR

...view details